ডিজিটাল সাউন্ড ও ভিডিওর জগতে CD ও DVD সবার কাছে পরিচিত। একটি CD-র ক্যাপাসিটি 700 MB, একটি সিঙ্গেল লেয়ার DVD-র ক্যাপাসিটি 4.7 GB। একটি সোয়া ২ ঘন্টার স্ট্যান্ডর্ড ডেফিনিশন কোয়লিটি মুভির ডিজিটাল সাইজ প্রায় 4.6 GB। মুভির ভিডিও কোয়লিটি আরো ভালো করার জন্য ইদানিং ব্যাবহার হয় হাই ডেফিনিশন (HD) প্রযুক্তি। হাই ডেফিনিশনে bandwidth ডিবিডি থেকে ৫ গুণ বেশি। সুতরাং সোয়া ২ ঘন্টার মুভির ডিজিটাল সাইজ হবে প্রায় 23 GB। এ প্রয়োজন থেকেই Blu-ray Disc (BD) এর সৃষ্টি।
ব্লু-রে ডিস্ক হচ্ছে পরবর্তী জেনারেশনের অপটিক্যাল ডিস্ক ফরমাট। একটি সিঙ্গেল লেয়ার BD-র ক্যাপাসিটি 25 GB। আর ডুয়েল লেয়ার হলে 50 GB। ওয়েব লেন্থ ছোট হওয়াতে ব্লু-ভায়োলেট রে ডিবিডি-র চেয়ে ৫ গুণ সুক্ষ ও ঘনভাবে সংরক্ষিত ডাটা নির্ভুলভাবে পড়তে ও লিখতে পারে। সম্প্রতি পাইয়োনিয়ার কোম্পানী BD ডিস্কে ২০টি লেয়ার সৃষ্টি করে এর ক্যাপাসিটি ৫০০ গিগা বাইটে উত্তীর্ণ করতে সক্ষম হয়েছে। তবে এটি এখনো বাজারে আসে নাই।
Construction
DVD ডিস্কে ডাটা লেখা ও পড়ার জন্য ব্যাবহার হয় রেড রে প্রযুক্তি যার wavelength 650 nm। কিন্তু BD ডিস্কে ব্যাবহার হয় ব্লু-ভায়োলেট রে প্রযুক্তি যার wavelength 405 nm। ব্লু-ভায়োলেট রে বীম ছোট হওয়ায ডিস্কের খুবই ক্ষুদ্র অংশে সংরক্ষিত ডাটা পড়তে পারে ও ডাটা সংরক্ষণ করতে পারে। পিটস, বীম এবং ট্রেকের সাইজকে ডিভিডি থেকে ছোট করে Blu-ray disc-এর ক্যাপাসিটি DVD থেকে ৫ গুণ বৃদ্ধি করা হয়েছে। Blu-ray-এর data transfer rate -- 36 Mbps (megabits per second) -- যেখানে DVD-র transfer rate 10 Mbps.
উল্লেখ্য, এই ডিস্কের নাম Blu-ray Disc, Blue-ray Disc নয়। সংক্ষেপে BD, (BR বা BRD নয়)। BD প্লেয়ারে সিডি ও ডিবিডি চলবে।
Formats
Blu-ray-এর উল্লেখযোগ্য ফরমাট:
* BD-ROM (read-only) - for pre-recorded content
* BD-R (recordable) - for PC data storage
* BD-RW (rewritable) - for PC data storage
* BD-RE (rewritable) - for HDTV recording
--------------------------------------------------
তথ্যসূত্র: ইন্টারনেট
আমি জোবাইর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 67 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ ভাইয়া, অনেক তথ্য সমদ্ধ পেস্ট করেছেন। প্রিয়তে রাখলাম। পিাষ্টটি আমার কুব্ পছন্দ হয়েছে, তাই যদি আপনার অনুমাতি থাকে তবে এই পোষ্টটি আমি আমার ব্লগে ইংরেজিতে লিখতে চাই। আপনার অনুমতির অপেক্ষায় থাকলাম।