আগেই বলে রাখি আজকের টিউনটি কোন আইটি বা প্রযুক্তি বিষয়ক নয়। যাস্ট বুুদ্ধিভিত্তিক কিছু প্রশ্ন যা দিয়ে যাচাই করে নিতে পারেন আপনার সূক্ষ জ্ঞান।
চলুন শুরু করি।
দৈনন্দিন জীবনে বুদ্ধি ছাড়া আপনি এক পাও এগোতে পারবেন না। জন্ম থেকে শুরু করে অনেকগুলো বছর আমরা পড়াশোনা করি, জ্ঞান অর্জন করি, সেটা তো আসলে বুদ্ধি বাড়ানোর জন্যই। কিন্তু আসলে কি সেটা হয়? অনেকের ক্ষেত্রে যেটা হয়, তা হলো ভালো রেজাল্ট আর ডিগ্রী অর্জন। বুদ্ধির বিকাশ আসলে কয়জনের মাঝে ঘটে, সেটা একটা বিতর্কের ব্যাপার। এই যে বছরের পর বছর পড়াশোনা, এর ফলে আসলেই নিজের বুদ্ধির যথেষ্ট বিকাশ ঘটেছে কিনা তা জানতে কখনও ইচ্ছে করেছে আপনার? যদি সে ইচ্ছে হয়ে থাকে, তবে আপনার জন্যেই এই কুইজ। দেখে নিন, আপনার বুদ্ধি আসলে যথেষ্ট কিনা।
এই কুইজের একটা ছোট্ট শর্ত আছে। প্রতিটি প্রশ্ন পড়ে প্রথম যে উত্তর মাথায় আসবে সেটাই দিতে হবে, কোনও রকম চুরি কিন্তু করা যাবে না মোটেই! উত্তর গুলো দিন,তারপর নিচে দেখুন ফলাফল।
কুইজঃ
১. আসুন সাধারণ একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক। আপনার ভাগনীর ভাই সম্পর্কে আপনার কে হয়, বলুন তো?
ক) জানি না তো!
খ) মামাতো ভাই?
গ) ভাগিনা!
ঘ) মামা হতে পারে......
ঙ) ছেলে?
২. একজন মানুষের সাধারণত গড়ে কয়টা জন্মদিন পালন করা হয়?
ক) জানি না
খ) ১ টাই
গ) ১০ টার পড়ে আর জন্মদিন পালন করা হয় না
ঘ) ৬৫ টা সম্ভবত
ঙ) ৭৫ টা পর্যন্ত হতে পারে
৩. কিছু মাসে ৩১ টা দিন থাকে। কয়টা মাসে ২৮ টা দিন আছে?
ক) জানি না
খ) অবশ্যই মাত্র ১ টা মাসে
গ) উম.... ২ টা মাসে?
ঘ) ১২ মাসে?
৪. স্কটল্যান্ডের আইনে একজন মানুষ কি নিজের বিধবা স্ত্রীর বোনকে বিয়ে করতে পারে?
ক) স্কটল্যান্ডের আইন জানবো কি করে?
খ) হতেও পারে.....
গ) অসম্ভব!
৫. আসুন এবার একটু অংক কষি। ৩০ কে ভাগ করুন ১/২ (আধা) দিয়ে, এরপর এর সাথে ১০ যোগ করুন। কত হয়?
ক) বেশি কঠিন অংক! করতে পারবো না!
খ) ২৫ হবে
গ) ৭০ হবে
ঘ) ৪০....?
৬. আপনার কাছে ৩ টা আপেল আছে। আপনি তার থেকে দুইটা আপেল নিয়ে নিলেন। কয়টা থাকলো?
ক) জানি না
খ) একটা
গ) দুইটা!
ঘ) তিনটাই থাকবে
৭. এবার আসুন জীবনের জন্য জরুরি একটা ব্যাপার নিয়ে চিন্তা করা যাক। ডাক্তার আপনাকে তিনটা পেইনকিলার দিয়ে বলল, প্রতি আধা ঘণ্টা পর পর একটা করে খেতে হবে। কয় মিনিট পর ওষুধগুলো শেষ হয়ে যাবে?
ক) জানি না.....
খ) ৯০ মিনিট
গ) ১৮০ মিনিট
ঘ) ৬০ মিনিট
৮. একজন কৃষকের ১৭ টি গরু আছে। ৯ টা বাদে সব মরে গেল। কয়টা বেঁচে থাকলো?
ক) জানি না
খ) ৮ টা
গ) ৯ টা
৯. আপনি কি খেলাধুলা করতে পছন্দ করেন? ছোটবেলায় নিশ্চয়ই দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। এবার কল্পনা করুন, আপনি প্রাণপণে দৌড়াচ্ছেন, দৌড়াচ্ছেন তো দৌড়াচ্ছেনই। দৌড়াতে দৌড়াতে আপনি দ্বিতীয় স্থানে থাকা মানুষটিকে অতিক্রম করে গেলেন। এবার আপনি কততম অবস্থানে আছেন?
ক) জানি না
খ) প্রথম!
গ) দ্বিতীয়
ঘ) তৃতীয়
১০. মেরির বাবার পাঁচ মেয়ে। তারা হলো টিনা, মিনা, নিনা, রিনা। অন্যজনের নাম কি?
ক) আমি কি করে জানবো?
খ) লিনা?
গ) বীণা
ঘ) মেরি.......
১১) মোজেস/ মেসিয়াহ/ মুসা নবীর নৌকায় কয়টা পুরুষ প্রাণী আর কয়টা মেয়ে প্রাণী ছিলো?
ক) জানি না
খ) ২০ টা
গ) অনেক অনেক
ঘ) শূন্য
১২) এবার সবচাইতে কঠিন অংকটা করি আসুন। কোনও ক্যালকুলেটর ব্যবহার করবেন না, মাথার ভেতর অংক করুন! ১০০০ এর সাথে ৪০ যোগ করুন। আবার এর সাথে ১০০০ যোগ করুন, তারপর ৩০ যোগ করুন। ১০০০ যোগ করুন। যোগফলের সাথে ২০ যোগ করুন। আরও ১০০০ যোগ করুন। এরপর ১০ যোগ করুন। কত হলো?
ক) জানি না
খ) ৫০০০
গ) ৬০০০
ঘ) ৪১০০
উত্তরঃ
১- গ) মন্তব্য নিষ্প্রয়োজন।
২- খ) বয়স যতই হোক, জন্মদিন একটাই থাকে!
৩- ঘ) ২৮টার বেশি দিন থাকতে পারে, কিন্তু প্রতি মাসে কমপক্ষে ২৮ টা দিন তো আছেই, তাই না?
৪- গ) আপনার স্ত্রী বিধবা মানে আপনি ইতোমধ্যেই মৃত। এরপর আবার স্ত্রীর বোনকে বিয়ে করবেন কি করে?
৫- গ) উত্তর হলো ৭০। কারন আধা দিয়ে যে কোনও কিছুকে ভাগ করলে সেটা দ্বিগুণ হয়ে যায়!
৬- ঘ) আপনি নিজেই তো আপেল নিচ্ছেন, তাহলে তিনটাই তো থাকবে আপনার কাছে!
৭- ঘ) উত্তর হলো ৬০ মিনিট। প্রথমটি খাবার ৩০ মিনিট পর অন্যটা খাবেন, তার ৩০ মিনিট পড়ে শেষটা। অর্থাৎ মত ৬০ মিনিটে শেষ হয়ে যাবে ওষুধ।
৮- গ) ৯ টা বাদে সব মরে গেল মানে তো ৯ টা বেঁচে গেছে, বাকিগুলো মরে গেছে। নয় কি?
৯- গ) দ্বিতীয় স্থানে থাকা মানুষটির স্থান আপনি নিয়ে নিলে আপনিই তো দ্বিতীয় হয়ে যাচ্ছেন!
১০- ঘ) মেরির বাবার পাঁচ মেয়ে, অন্যদের কথা বাদ দিলেও তিনি যেহেতু “মেরি”র বাবা তাই মেরি নামের একটা মেয়ে তো তার থাকবেই, তাই না?
১১- ঘ) মুসা নবী/ মোজেস/ মেসিয়াহ- এর নৌকা ছিলো না, নূহ নবীর ছিলো!
১২- ঘ) উত্তর হলো ৪১০০। বিশ্বাস হচ্ছে না? ক্যালকুলেটর ব্যবহার করেই দেখুন!
ফলাফলঃ
প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর করে ধরুন।
০-২ নম্বরঃ জীবনে নিশ্চয়ই অনেকবার "মাথা মোটা", "গর্দভ" ইত্যাদি গাল শুনেছেন? আপনি অবশ্যই মাথামোটা গর্দভ নন, তবে নিজের বুদ্ধির ব্যবহার করছেন না মোটেই।
৩-৬ নম্বরঃ আপনি হয়তো অনেক পড়াশোনা করেছেন, কিন্তু নিজের মাথাটাকে ঠিকভাবে খাটাতে শেখা বাকি আছে এখনও। কোনকিছুই মন দিয়ে পর্যবেক্ষণ করেন না আপনি, তাই সহজ উত্তরগুলো চোখ এড়িয়ে যাচ্ছে।
৭-৯ নম্বরঃ ভালো লক্ষণ। আপনি পড়াশোনায় ভালো হন বা খারাপ হন, আপনার মস্তিষ্কটা মোটামুটি সচল।
১০-১২ নম্বরঃ বাহ! আপনার মস্তিষ্ক যথেষ্ট সক্রিয়। চালিয়ে যান!
তাহলে আজকের মত বিদায়, সবাই ভাল থাকুন, সূস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
আমি kamrulbhuiyan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 136 টি টিউন ও 406 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি খুবই সাধারন একজন মানুষ, কিছুই করিনা, মাঝে মাঝে ব্লগে লিখালিখি করি, আর অন্য সময় খেলাধুলায় ব্যাস্ত থাকি.....।।
khub valo post…..thanks