পাওয়ার পয়েন্টের স্লাইডগুলো স্বয়ংক্রিয় ভাবে প্রদর্শর্ন করা।

টেক টিউনের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরূ করছি।প্রথমেই বলে রাখলাম এই টিউনটি নতুনদের জন্য।

স্লাইড শো কি তা আমরা সবাই জানি।একের পর এক ছবি বা লেখা কম্পিউটারের পর্দায় প্রদর্শন করাই স্লাইড শো।

মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে একাদিক স্লাইড তৈরি করে তা প্রদর্শন করা হলে প্রথম স্লাইডটি প্রদর্শিত হবে এবং পরবর্তীতে স্লাইডগুলো প্রদর্শন করার জন্য page up অথবা page down কী ব্যবহার করতে হবে অথবা মাউসের লেফ্ট বাটন চাপতে হবে।এটাই সাধারণ নিয়ম বা প্রদ্ধতি।কিন্তু তৈরি করা একাদিক স্লাইড অটোমোটিক ও ধারাবাহিকভাবে প্রদর্শন করার প্রয়োজস হলে নিন্মলিখিত প্রদ্ধতি অনুসরণ করতে হবে।

প্রদ্ধতি:

Slide show মেনুতে মাউস পয়েন্টার এনে ক্লিক করতে হবে।তারপর Slide transition লেখার উপর মাউস এনে ক্লিক করতে হবে।

এ অবস্হায় automatically after লেখা অপশনের উপর ক্লিক করতে হবে।তারপর automatically after লেখার নিচের দিকে খালি বক্সে ক্লিক করতে হবে।পরে ০০.০২ টাইপ করতে হবে সময় নির্ধারণ করার জন্য এরপর apply to all or apply to all slides লেখার উপর ক্লিক করতে হবে।তারপর স্লাইডগুলো প্রদর্শন করার জন্য Slide show মেনুতে View show লেখার উপর ক্লিক করতে হবে।তাহলেই automatically স্লাইডগুলো প্রদর্শিত হবে।

নোট:

স্লাইডগুলো প্রদর্শিত হওয়ার পর কী-বোর্ড থেকে ESC একবার চেপে বের হয়ে আসতে হবে।

আপনি জানেন কি?

ইন্টারনেটে আয় করতে আগ্রহীদের নিয়ে গ্রুপ তৈরি করা হচ্চে।গ্রুপের সদস্যরা পরবর্তীতে বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন।সীমিত সময়ের জন্য সদস্য সংগ্রহ চলছে।
এখানে ক্লিক করে সাইটটি ভিজিট করূন।

Level 2

আমি ওবায়দুল হক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 52 টি টিউন ও 109 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

লিজেন্টদের কমিউনিটি টিটি তে আমার মতো সামান্য এক টিউনার আপনাদের সাথে থাকতে পেরে খুবই ভালো লাগছে। আমি খুবই ক্ষুদ্র একজন ওয়েব ডেভলাপার। যেকোন ইকমার্স ওয়েবসাইট ডেভলাপ করতে আমার সাথে যোগাযোগ করতে পারেন। পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যেকোন ডায়নামিক ওয়েবসাইট ডেভলাপ করতে যোগাযোগ করুন। http://websoftltd.com Mobile: 01718023759 http://www.fb.com/obaydul.shipon


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাল হইছে
Computer Tips & Tricks
http://www.a2zbd.info

    বেশী এড দেখলে মানুষ আবার বিরক্ত হয়ে উঠবে>>>

Level 0

ভাল,,,,,,,,,,,,,,,,,,

জানতাম মনে হয়

ভাল হয়েছে চালিয়ে যান।

খুবই বেসিক 🙂