ভিসা চেক করার সাইট চাই .......... যেমন কাতারের ভিসা চেক করার সাইটটি হচ্ছে
http://www.moi.gov.qa/site/english/eServices/index.html এবার Visa Enquiry & Printing ক্লিক করুন।
এখানে আপনার ভিসা নাম্বারটি ও জাতীয়তা দিয়ে সাবমিট করুন যদি আপনার ভিসাটি আসল হয় তাহলে আপনার সব তথ্য চলে আসবে ।একান থেকে আপনি ভিসাটি প্রিন্টও করতে পারবেন। আর নকল ভিসা হলে এগুলো আসবে না। তেমনি আমার দরকার পৃথিবীর অন্যন্য দেশের ভিসা চেক করার সাইট। এটা পেলে সবারই উপকার হবে কারন ভিসা জালিয়াতী আমাদের দেশে সবসময়ই হয়। বিেশষ করে আমার দরকার দুবাই ও লেবানন ভিসা চেক করার সাইট। যদি কেউ ঠিকানাটা পান তাহলে আমার মেইল [email protected] এ সেন্ড করলে চির কৃতজ্ঞ থাকব তার প্রতি। ধন্যবাদ সকলকে।
আমি শফিকুল ইসলাম খোকন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 170 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Not Allow
ভাল লাগল খোকন ভাই। কাজের জিনিস। আমার মত অনেকেরই উপকার হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ।