ব্লগিং: প্রতিটি বিভাগের জন্য আলাদা RSS Feed

যারা অনেকদিন ধরেই ব্লগিং করছেন এবং বেশ কিছুটা জনপ্রিয়তা পেয়েছেন ইতিমধ্যে তাহলে একটু নতুন কিছু চেষ্টা করলে কেমন হয়? ধরা যাক আপনি অনেকগুলি বিষয় মিশিয়ে লিখছেন যেমন সংবাদ, বিনোদন, খেলাধূলা ইত্যাদি; আপনি আপনার ব্লগের পাঠক, আমি আপনার খেলাধূলা বিভাগের লেখাগুলি পছন্দ করি এবং সেই বিষয়ে আপডেট চাই ইমেইলে কিম্বা আমার আরএসএস রিডারে। অথচ আপনার ব্লগে আলাদা আলাদা বিভাগ থাকলেও নেই সেইসব বিভাগের আলাদা আরএসএস ফিড। যেটা আছে সেটা সব বিষয়ের মিলিত একটা ফিড, তাতে আমার অনাকাঙ্খিত বিষয়গুলিও পড়তে হচ্ছে ফিড রিডার দিয়ে। আমার জন্য আপনি খেলাধূলা বিভাগের আলাদা একটা আরএসএস ফিড বানিয়ে দিন।

পাঠক এমন দাবী তুললে কি করবেন? পাঠক আপনাকে পছন্দ করেন, আপনার লেখার তিনি ভক্ত। তাকে নিরাশ করবেন?

না, আপনি পাঠকের চাহিদা পূরণ করতে সক্ষম হবেন; কারন, ওয়ার্ডপ্রেস হোক কিম্বা ব্লগস্পট ব্লগ, প্রতিটি বিভাগের আলাদা আরএসএস ফিড তৈরীই আছে। বাড়তি কষ্ট করে বানাতে হবেনা। আমরা অনেকেই তা জানিনা কারন হয়তো সেভাবে খুঁজে দেখা হয়নি। জেনে নিন আপনার ব্লগের বিভাগের আরএসএস ফিডের হদিশ।

ওয়ার্ডপ্রেস ব্লগের বিভাগভিত্তিক আরএসএস ফিড

ধরা যাক আপনার ব্লগ domain.com এবং তাতে category1, category2, category3 নামে ৩'টি বিভাগ আছে। এক্ষেত্রে, বিভাগগুলির নিজ নিজ আরএসএস ফিড হবে এইরকম -

ব্লগস্পট ব্লগের বিভাগভিত্তিক আরএসএস ফিড

উপরের ডোমেইন এবং লেবেল অনুযায়ী ব্লগস্পট ব্লগের বেলায় বিভাগগুলির নিজ নিজ বিভাগের আরএসএস ফিড হবে এইরকম -

এইগুলিকে আকর্ষণীয় করে তোলা যায় ফিডবার্নার দিয়ে; তাতে AdSense for Feed যুক্ত করতে পারেন। প্রচুর ব্লগ ডিরেক্টরি আছে যারা ব্লগের আরএসএস ফিড জমা নেয়, যদি একের পর এক অসংখ্য ডিরেক্টরিতে সাইটের আরএসএস ফিড কিম্বা বিভাগগুলির ফিড জমা দিতে পারেন তাহলে অনেক উপকার হবে। spacer
spacer

Level 0

আমি রিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 96 টি টিউন ও 362 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

জীবনের সব ভুল, যদি ফুল হয়ে যায়... জীবনের সব কালো, যদি আলো হয়ে যায়...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপু। অনেক দিন পরে টেকটিউন্সে লিখলেন। আর যে বিষয়টি নিয়ে লিকলেন তা সত্যিই অনেকের অজানা। ব্যপারটির প্রতি যদি কেউ সামান্য মাত্র খেয়াল করে তরে এর থেকে অনেক পাঠক পাওয়া সম্ভব। তবে অবশ্যই কোয়ালিটি লিখা থাকতে হবে।
টিউন্সের জন্য আবারো ধন্যবাদ। কাল থাকবেন। 🙂 🙂

অনেক অনেক ধন্যবাদ আপু। চমৎকার একটা বিষয় যানালেন। এবিষয়ে আমার একটি প্রশ্ন আছে। প্রতিটি বিভাগের পেজে কি সে বিভাগের আর.এস.এস ফিডের লিঙ্ক রাখা যাবে? আর আরও একটি বিষয় আমি ফ্রীহোস্টিয়া.কম -এ ওয়ার্ডপ্রেস ইন্সটল করেছি। কিন্তু এটা থেকে নতুন ইউজার রেজিষ্ট্রেশনের বা পাসওয়ার্ড পরিবর্তনের যে লিঙ্ক সম্বলিত মেইল যাওয়ার কথা তা যায় না। এই ইমেইলের জন্য কি কোন কিছু কনফ্রিগার করতে হবে?

    প্রতিটি বিভাগের পেজে সেই বিভাগের আরএসএস ফিড? হ্যাঁ রাখা যাবে তবে সেক্ষেত্রে archives.php ফাইলে এডিট করে সেই বিভাগের ফিডের লিঙ্ক বসিয়ে দিলে ভালো হয়। আমি আমার ব্লগে আপাতত সাইডবারে সাম্প্রতিক পোস্টের তালিকা সরিয়ে বিভাগভিত্তিক সাম্প্রতিক পোস্ট দেখাচ্ছি।

    নতুন ইউজার রেজিস্ট্রেশন করাতে গেলে Settings > General থেকে প্রথমে নিউ ইউজার রেজিস্টার অনুমোদন লাগবে। freehostia-তে আমি অনেকদিন আগে পরীক্ষামূলক একাউন্ট খুলেছিলাম, এখন আর মনে নেই ইমেইল সংক্রান্ত ব্যাপারে সমস্যা ছিলো কিনা। যাদের একাউন্ট আছে তারাই বলতে পারবে।

ব্লগিং: প্রতিটি বিভাগের জন্য আলাদা RSS Feed্টএই টিউন সম্পর্কে কিছুই বুঝলাম না। রিলেটেড পোষ্ট থেকে একই শিরোনাম দেখে পড়তে গেলাম দেখি লিখাও এক। কিন্তু অনেক আগে পোষ্ট করেছেন। ব্যাপারটা কি?

    ঘটনা আর কিছুই না, ওটা ছিল সাময়িক একটা পোস্ট, খসড়া হয়ে পড়ে ছিলো; আমি ভাবলাম ওই পোস্টেই নতুন লেখা আপডেট করে দিই। প্রকাশের সময়ে খেয়াল ছিলোনা যে তারিখ আপডেট করতে হবে। তাই এই অবস্থা। দেখি, ওটাকে আবার খসড়া বানিয়ে পরে আপডেট করে দেবো।

ধন্যবাদ শেয়ার করার জন্য