একবার ফরম পূরন করে সুবিদা নিন আজীবন ।

  1. বিস্ মিল্লাহীর রাহ মানের রাহিম ।                                                                                                                            বাইকে সালাম ও শুভেচ্ছা , আমি ভাই নতুন তাই আমার ভুল গুলো ক্ষমার চোখে দেখবেন । যারা জানেন না, আশা করি তাদের কিছু টা যদি  উপকারে আসে ।আমি জানি টেকটিউনস এর অনেক ভাই -বোন SHARE ব্যবসার সাথে জড়িত । আমি আজ আপনাদের সাথে শেয়ার করবো , আমরা যে শেয়ার বাজারের বিভিন্ন কোপানীর IPO ফরম পূরন করে প্রাইমারি জন্য আবেদন করি এ বিযয়ে বলবো।                                                                                                                                                                                                                          আমরা প্রাইমারি আবেদনের জন্য বিভিন্ন REFUND STOCK  থেকে IPO ফরম সংগ্রহ করি অথবা INTERNET থেকে অথবা বিভিন্ন ঊপায়ে । তারপর হাতে পূরন করি অথবা কম্পিউটারে দোকানে । এখন আর আপনাকে কষ্ট করতে হবে না । আপনাকে একটি WEBSIDE এ সব রকম সুবিদা দিবে । আপনি প্রথমে http://www.myshareinfo.com এ সাইডটিতে যান । তারপর একটি ID খুলুন ।তারপর ADD YOUR BO ACCOUNT যান। আপনার কাছে  যতগুলো BO ID আছে ততগুলো (একটা একটা করে ) তথ্যদিয়ে সেভ করে রাখুন । এখন যে কোন নতুন কোম্পানী SHARE BAZARA আসবে আপনি শুধু  PRINT IPO APPLICATION FORM ক্লিক করুন তখন আপনাকে একটা PDF ফাইল দিবে এখন আপনি আপনার প্রিন্টারে বা বন্দুর প্রিন্টারে প্রিন্ট দিয়ে নিন । এভাবে আপনি ২০০ , ৩০০ ,৫০০,  আপনার ইচছামত এক সাথে করে নিতে পারেন । R প্রবাসী ভাই এর মত যারা প্রবাসে থাকেন , আপনাদের জন্য SHARE BUSINESS করর ব্যবস্তা আছে । আপনাদের অপশন হচছে PRINT NRB IPO APPLICATIONভাই সুন্দর করে গুছিয়ে লিখতেপারিনেই , নতুন মানুষ ভুল হলে মাপ করবেন , আগে যদি কেউ এ বিযয়ে টিউন করে থাকেন তাহলে আমার টা মুছে দিবেন । যারা টিউনটা পড়বেন , R যারা কমেন্ট দিবেন  সবাই কে অশেষ অশেষ মোবারকবাদ ,আশাকরি সবাই ভাল আছেন । আবার  কথা হবে ।
  2. R হা কমেন্ট দিতে ভুল করিবেন না । তাহলে জরিমানা করা হবে ।

Level 0

আমি আই, এইচ, কমল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 873 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

এমন অনেক কিছুই হবে,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, যা কেউ ভাবেনি আগে [email protected],,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,Facebook=http://www.facebook.com/home.php?#!/profile.php?id=100000584904924,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,Mobile=01676 44 80 00 ;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;সুন্দর হচ্ছে ভালবাসা ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

শেয়ার বিজনেস সম্পর্কে একটি বিভাগ চাই। এ ব্যবসা সম্পর্কে বিস্তারিত জানতে চাই।
উপায় জানা থাকলে আওয়াজ দেন।

    Level 0

    bhai amio chai share department………

    Level 0

    তমাল ভাই , আপনারা যদি আমাকে সাহস দেন তাহলে আমি এ বিষয়ে আরো টিউন করতে চাই । R কি জানতে চান জানান। আপনাকে ধন্যবাদ ,আপনি আমার প্রথন টিউনে প্রথম মন্তব্য করেছেন ।

    এই লিন্কটা থেকে একটু ঘুরে আসতে পারেন আশা করি একটু ধারনা পাবেন।
    http://www.blog.sajjadbd.com/2010/05/nrb-investment-in-stock-market/

প্রথম টিউন দেখছি……
শেয়ার বাজার বুঝি না,কঠিন জিনিস। যদিও আমাদের চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ এ বিনিয়োগ করা হয়েছে।
টিউনদের জন্য ধন্যবাদ।

    আমি মনে করি আমাদের টিউনারদের কম্পিউটার ভালভাবে জানার পাশাপাশি
    শেয়ার বিজনেসটাও ভালভাবে জানা উচিৎ।
    এটা একটা বিশাল যোগ্যতা। এটা একটি গবেশনা মুলক বিষয়। একজন শেয়ার বিসেসজ্ঞের অনেন মুল্য।
    তবে আমার জানামতে ফোরামে এ নিয়ে আলোচনা করার নিষেধ আছে।
    সামুতে এ নিয়ে ভাল লেখা ছিল পরে দেখি তা সরিয়ে ফেলা হয়েছে তা না হলে লিংক দিতাম।

    আর একটা কথা কেউ ভালভাবে না বুঝে বিজনেস শুরু করবেন না। প্রচুর রিক্স আছে।

    আমার প্রতিবেশি দুটো ছোট ভাইদের ডেসটনিতে রেডি করে ফেলেছিল তাদের আমি ডেসটনি থেকে বাচিয়ে
    নিজ দায়িত্বে শেয়ার মার্কেটে ডুকিয়েছি এবং খুশি করতে পেরেছি। তবুও তওবা কেটেছি এরকম আর করবো না
    প্রচুর রিক্স আছে। ডেসটনি থেকে বাচিয়েছি তাই উল্লেখ করলাম।

    স্বাধীন ভাই আপনার যদি সত্যই আগ্রহ থাকে অন্তত আপনাকে আমি শুধু জানতে সাহায্য করবো।

    Level 0

    আপনাকে ও ধন্যবাদ জি ভাই প্রথম টিউন , R কে বলেছে কঠিন একদম সোজা । যদি বলেন আরো টিউন করতে চাই । R আমি Ctg. অলংকার থাকি R আপনি ?

    Level 0

    সাইদ ভাই আমি কাউকে নতুন করে ব্যবসা শুরু করতে বলি নাই। যারা ব্যবসার সাথে জড়িত তাদের উদ্দেশে টিউন টা ।

Level 0

Thanks…….For ur information……

    Level 0

    ধন্যবাদ Sam ভাই । আমার হয়ে জবাব দেওয়ার জন্য ।

need not……….thanks.

    Level 0

    thanks………………………..

সাইটটি করার জন্য ধন্যবাদ।
এই টিউন পরে মনে হয় IPO করা একটি জটিল প্রক্রিয়া।
সহজ জিনসকে কঠিন না করাই ভাল।

    Level 0

    Bhai apni mone hoy bujen nai tai jotil laglo.

    Level 0

    ভাই আপনার IPO ব্যাপারে যদি ধারনা থাকে তাহলে টিউন কষ্ট করে আরেকরার পড়েন ।

ভাই শেয়ার বাজার সম্প্ররকে ধারনা নেই।ধন্যবাদ টিঊন এর জন্য।

    Level 0

    ধন্যবাদ আউয়াল ভাই , যদি চান তাহলে ধারনা দিতে পারি হালকা -পাতলা ভাবে।

খুব ভাল হয়েছে। সবার আরো ক্লিয়ার করার জন্য শেয়ার সম্পর্কে আরও কিছু টিউন করেন। ধন্যবাদ কমল ভাই এই টিউন্ শেয়ার করার জন্য।

    Level 0

    ধন্যবাদ আরিফ ভাই , আপনার মন্তব্য টা আমার কাছে বেশি ভাল লেগেছে । R যদি আপনারা চান তো এ বিষয়ে আরো টিউন করার ইচ্ছা আছে।

Level 0

সাইটিট আমার খুব কােজ আস েব। ধন্যবাদ েশয়রা করার জন্য।

    Level 0

    ধন্যবাদ Sam ভাই , আপনাদের উপকারে আসলে আমার টিউনটা সার্থক হবে।

ভাই আমি নতুন শেয়ার ব্যবসায় নামতেছি উপদেশ দিয়ে হেল্প করুন। আমার মেইলে ইমেইল করলেই হবে। আমার মেইল [email protected]
হেল্পের অপেক্ষায় রইলাম।

Level 0

help help give me ipo writing soft

vai ami tu akta securities house e achi.. 4 year but bangla likte pari na bole apnader shate share niea alap korte pari na…apnader tunes golu amar ato opukare ase but ami apnader jonna kichu korte pari na……

http://www.bdipo.com ai site o help phete paren…..

অর্থনীতি ও ব্যবসায় বাণিজ্য বিষয়ক যেকোন পোস্ট দিতে এই সাইটে যান। এটি সম্পূর্ণরুপে ব্যবসায় ও অর্থনীতি সম্পর্কিত ব্লগ। http://bconncect24.com