এখন চাইলেই আপনি আপনার ফায়ারফক্সের গতি বাড়িয়ে নিতে পারেন

আপনি যখন একটি ওয়েব সাইট ভিজিট করেন, তখন প্রথম বার এটি লোড হতে একটু বেশি সময় নিবে। কিন্তু এর পর থেকে রিফ্রেশ করা, ব্যাকে যাওয়া এবং বিভিন্ন পেইজ লোডিং এ সময় আগের চাইতে কম লাগে। মূলত ব্রাউজার ক্যাশিং এর কারনে এটি হয়ে থাকে। ওয়েব সাইট প্রথমবার ভিজিটের সময় ব্রাউজার কিছু ডাটা হার্ডড্রাইভে সেইভ করে রাখে এবং পরবর্তীতে ভিজিটের সময় সেখান থেকে লোড করে, ফলে পেইজগুলো দ্রুত লোড হয়।

প্রাথমিক মেমরী অর্থাৎ RAM এর গতি হার্ডডিস্ক এর চাইতে বহুগুন বেশি। আর তাই ক্যাশিং এর জন্য হার্ডড্রাইভের পরিবর্তে যদি RAM নির্বাচন করা যায় তাহলে ক্যাশিং এর গতিও নিশ্চিতভাবে বেড়ে যাবে। এমন কাজটি আপনাকে করতে হবে আপনার ফায়ারফক্স ব্রাউজারে।

যেভাবে করবেনঃ
ক. ফায়ারফক্স ব্রাউজারের এড্রেসবারে লিখুন about:config এবারএন্টার চাপুন।
খ. এন্টার চাপলে দেখাবে “I’ll be careful, I promise!” ভয় নাই এ বাটনটিতে ক্লিক করুন।
গ. একটি ফিল্টার ঘর দেখা যাবে এবং সেখানে browser.cache লিখুন।
এখানেঃ
I. browser.cache.disk.enable এ ডাবল ক্লিক করে এর ভ্যালু false করে দিন।
II. browser.cache.memory.enable এর ভ্যালু true করুন।
III. যে কোন জায়গায় রাইট ক্লিক করে New > Integer এ ক্লিক করুন।
browser.cache.memory.capacity টাইপ করে OK চাপুন।
IV. পরের ফিল্ডে 100000 (১০০ মেগাবাইটের সমান) লিখে OK চাপুন।
V. সবশেষে সবগুলো ফায়ারফক্স উইন্ডো বন্ধ করে পূনরায় চালু করুন।

কাজ শেষ !

ভালো লাগলে মন্তব্য করে জানান

সংগৃহীত

সময় হলে আমার ব্লগ থেকে একবার ঘুরে আসতে পারেন | আমার ব্লগ
ফেইসবুক এ আমি

Level 0

আমি রাসেল মাহমুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 46 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Thanks……. vai amar tunership techtune off kore dise… kono upaye ki fere pete pari??

    Harano tunership fire pawor kono upay nai. Apnake nutun akti account korte hobe

      @Sopnil Akash: Ekhon Tow new account khola off ase,….
      .
      .
      র‍্যামে যদি সঞ্চিত থাকে তাহলে তো পিসি রেস্টার্ট দিলে আবার ফাইলগুলো মুছে যাবে…………।। 🙁