যারা গেমস খেলেন তারা Prince of Persia গেমের সাথে প্রায় সবাই পরিচিত।এর সর্বশেষ ভার্ষন Prince of Persia 2008।এই গেমসটা আসলে অসাধারণ। তবে আমারা বেশীর ভাগ (মানে সবাই) পাইরটেড উইন্ডোজ ব্যাবহার করি তার ফলে আমারা অনেক ফাইল পাইনা।
এ জন্য এই গেমস install করার পর একটা কমন সমস্যা হল D3DX9_39.dll এরর দেখায়।
কিন্তু এই সমস্যার সমাধান খুব সহজ।
তার জন্য আপদের এখান থেকে D3DX9_39.dll ফাইলটা ডাউনলোড করে নিতে হবে ।
এবং তার পর....
My Computer> Local Disk-C>WINDOWS>system32 গিয়ে ফাইলটা Past করুন।
ব্যাস কাজ শেষ.. মজা করে গেমসটা খেলুন..
আর যদি কোন সমস্যা হয়... আমি তো আছিই।
আমি শিবলী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 148 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার নাম শিবলী। থাকি খাগড়াছড়ির মত সুন্দর একটা জায়গায় আর লেখা-পড়া করি খাগড়াছড়ি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীতে। গ্রাফিক্স এবং ওয়েব ডেভলপিং এ খুব আগ্রহ। নতুন কিছু শিখতে ভালো লাগে। তবে ব্লগিং করতে আরাম পাই Blogger এ। আমার জীবনের স্বপ্ন শুধু বড় হওয়া।
thanks…………..