Shortcut Virus অকার্যকর করে দিন চিরতরে / Get rid of shortcut virus

Shortcut  ভাইরাস সবার কম্পিউটার এ হামলা করতেসে :-p ।আর সেই ভাইরাস কে Delete  করার জন্য অনেকে যুদ্ধ করছেন এবং কেউও যুদ্ধে জিতেছেন আবার কেউও বা কিছুই করতে পারেন নাই। আমি একটা ছোট উপায় দেখিয়ে দেই। যেইতা করতে আপনার ৩ সেকেন্ত সময় লাগবে। তাহলে কথা না বারিয়ে বলে ফেলি কি করতে হবে। তার আগে একটা জিনিষ জানায়ে রাখি। সেইতা হল Shortcut Virus তা আপনার ফাইল এর কোন ক্ষতি করেনা।এটা শুধু আপনার ফাইল গুলারে Hide করে ফেলে। যেটা আপনি Pendrive এর Properties  এ গেলেই দেখতে পাবেন যে আপনার ফাইল গুলা জায়গা নিয়েই আসে। যদি আপনি কোন Shortcut ভাইরাস  Affected Pendrive আপনার কম্পিউটার এ লাগায়ে ফাইল এ Double Click করেন তাইলেই সেইটা আপনার কম্পিউটার এর C  ড্রাইভ এ গিয়ে wscript.exe  কে রান করায় আর তখন থেকেই আপনার কম্পিউটার যে Pendrive লাগাবেন সেইটাতেই Shortcut ভাইরাস লেগে যায়।  তাইলে যদি আপনি ফাইল টাকে রান করা থেকে বিরত রাখতে পারেন তাইলেই তো আর ভাইরাস ছড়াবে না। সেই জন্য যা করতে হবে আপনাকে :

১। My Computer  এ যান।

২। সেখান থেকে Search Bar এ গিয়ে লিখেন C:/Windows/system32/wscript.exe

৩। এখন  Windows Script Host Settings নামে একটা window আসবে  Screen এ সেখান থেকে আপনার কাজ হবে Stop script after specified number of seconds তে একটা টিক দেয়া। আপনার কাজ শেষ । আর কখনও আপনার কম্পিউটার থেকে ভাইরাস ছড়াবে না।

এখন wscript.exe ফাইল টারে ডিলিট করার নিয়ম টা বলে দিচ্ছি। তার আগে কিছু কথা আপনি আপনার কম্পিউটারের Admin হলেও আপনার হাতে অনেক ফাইল এর Access নেই। System32 এর সব ফাইল trusttedInstaler নামে একটা অ্যাকাউন্ট এর Control আসে এই ফাইল গুলা।  যার কারনে আপনি System32 folder এর কোন ফাইল ডিলিট করতে পারেন না। আপনি Try করে দেখতে পারেন কিন্তু আপনি পারবেন না।যাই হোক  চলুন কাজের কথা তাই সরাসরি বলে ফেলি।

১। প্রথমে My Computer এ গিয়ে C Drive > Windows > System32 তে Right Click করে Properties এ যেতে হবে।

২। একটা নতুনে Window আসবে । সেখানে  Security নামে একটা TAB পাবেন ।সেখানে  Click করুন।

৩। Security ট্যাব এ Group or use names : এর নিচে CREATOR OWNER এ Click করুন ।

৪। তারপর একদম নিচে ডান দিকে Advanced এ ক্লিক করুন।

৫। এরপর Advanced Security Settings for system32 নামে একটা Window আসবে।  এখানে Current Owner  এ দেখবেন TrusttedInstaller লিখা আসে। যাইহোক এখন Edit বাটন এ ক্লিক করুণ।

৬। এরপর Change Owner to : তে আপনার Admin Account তা ধরে দিন।

৭। এখন Replace owner on subcontainers and objects তে Box টা তে Tick দিন।

৮। এখন দেখতে পাবেন যে আপনার Current Owner আপনার Admin Account.

9. এরপর যত গুলা Window খুলসে শব গুলার Ok বাটন এ Click করে Close করে দিন।

১০। আবার নতুন করে System32 folder এ Right ক্লিক করে Properties থেকে Security ট্যাব এ Group or use name : এ আপনার Admin Account (যেটা দিয়ে আপনি TrusttedInstaller টারে Replace করসেন) টা সিলেক্ট করুণ. তারপর Permissions for administration এ Full control এ ক্লিক করুণ।

১১। এখন আপনি System32 folder এ গিয়ে wscript.exe ফাইল টা ডিলিট করে দিন।

আপনার কাজ শেষ এখন আপনি System32 এর যেকোনো File ডিলিট করতে পারবেন।

যদি কেও না করতে পারেন । Comment এ প্রব্লেম টা লিখে দিতে পারেন । আমি চেষ্টা করব Help করতে।

Level 1

আমি Mehedi Hassan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

A student of Computer Science & Engineering of BRAC UNiversity.As Computer Science student i like to have fun with code,love to create something with code.Always try to get myself updated with new technologies.Like to play video games. That's a bit biographical details about me :-p.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

tnx plz update

Update what?

Level 0

ডিলিট করায় নিয়ম

sorry bro…ajke update dite chassi na..kal update dibo…extreamly sorry..please kal abr ai post ta check koren then insallah peye jaben..i promise..

Safe মোডে গিয়ে ডিলিট করতে হয়

Level 0

tnx @joy chowdhury

safe mood sarao kora jay…
for that it requires to replaced TrustedInataller with the admin account…

টিউন করলে চেষ্টা করবেন পুরোপুরি এবং বিস্তারিত ভাবে লিখতে।রেসপন্স পাওয়ার জন্য অপেক্ষা করবেন কেনো????

    @মুকুট:

    delete na koreo shortcut virus k stop kora jay..and ami jeta akhane tune koresi seita sohoj…r delete korar niyom ta aktu jhamela ase..tai..okay ami update diye dissi.

tune korle sompurno korben.. indian serial er moto tanatani koren keno?facebook e kichu vikkhuk page jerokom 100ta like hole oita share korbo.. 100 like chai serokom shuru korsen TT te. response pele update korbo!!!

vai please please update ta din……….tahole upokrito hobo
……………………….

ভাল হয়েছে, আনেকের কাজে লাগবে। তার পর তিন দিন বা কয়দিন পরে আপনাকেই হয়ত গালা গালি করবে। কারন প্রবলেমতো রয়েই গেল। ঐ ডিলেট করতে না পেরে যত রাগ ক্ষপ সব আপনার উপর বর্তাবে। অতএব আপডেট দিলে খুবই ভাল হত। <3

vai, amar same problem. please update

okay guys..update dissi ami akhono..

ঠিকমত Delete করতে পারলাম। ধন্যবাদ। আপনি কি জানেন যে এই wscript.exe. ছাড়া অন্য কোন ফাইল এই ভাইরাস ছড়াতে পারে কিনা ? আমি বলতে চাচ্ছি, এইটা ডিলিট করলেই কি আর কখনো ভাইরাস টা কম্পিউটার এ ছড়াতে পারবে কিনা ??

    @আদিল শাহ্‌রিয়ার:
    na..aita delete korle r virus ta lagbena apnar pc ashakori…:-)

Level 0

মেহদি ভাই, সুন্দর পোষ্ট করেছেন। প্রিয়তে রাখলাম কাজে লাগবে।
আমার কম্পউিটারে সবগুলো ড্রাইভ এ $RECYCLE.BIN, RECYLER and System Volume Information নামে ৩ টি হাইড ফোল্ডার আছে। I Obit unlocked, দিয়ে unlock করে, MSE, AVG Antivirus দিয়ে এগুলো কোনো ভাবেই ডিলেট করতে পারছি না। আশা করি সমাধান দিবেন। ধন্যবাদ [email protected]

windows8 use kori. Korte partesina. File in use dekhay

Level 0

windows 7 (ultimat) ১ম পদ্ধতি ব্যবহার করেছি হয় নাই
windows 7 wscript.exe file টা ডিলিট করার পর ও shortcut হয়।

amaro same problem. ami windows ultimate use kori. wscript.exe file delete kore o kono kisu hoini. ar kono somadhan thakle den. amar protita drive a ata ase