গুগল এডসেন্স কীওয়ার্ড, কি, কেন, কিভাবে?


গুগুল এডসেন্স থেকে টাকা আয় করতে হলে সঠিক কীওয়ার্ড বসাতে পারা খুব গুরুত্বর্পৃণ একটি ব্যপার। কীওর্য়াড নিয়ে আনেক লেখাও পড়েছি। কিন্তু এখন পর্যন্ত যে লেখা গুলো পড়েছি সেগুলো কোনটাই ঠিক মনের মতো হয়নি। সবাই ভাসা ভাসা একটি আভাস হিধে গেছে মাত্র। কীওয়ার্ড বলতে আসলে কি বুঝানো হয়? কীওর্য়াড কোথায় কি করে বসাতে হয় সে কথা সহজ করে কেউ কখনও বলতে দেখিনি। কেউ যদি একদম নতুনদের জন্য খুব সহজ ভাষায় স্টেপ বাই স্টেপ আলোচনা করতেন আমার মতো অনেকেই উকৃত হতো আশা করি।

Level 0

আমি সজল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 35 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সজল ভাই, ধন্যবাদ আপনাকে গুরুত্বপূন’ তথ্য উপস্থাপন করার জন্য ।

আশা করি খুব শীঘ্রই এ সম্পর্কিত টিউন আপনাদের সামনে নিয়ে আসতে পারবো।আর আপনাকে ধন্যবাদ কী-ওয়ার্ড নিয়ে লেখার অনুরোধ জানানো জন্য।

সজল ভাই….
আপনাকে ধন্যবাদ…তথ্য উপস্থাপন করার জন্য ।

একটি পোস্টের প্রতিটি ওয়ার্ডই এক একটি কী ওয়ার্ড আর আপনার লেখাতে আপনার নির্বাচিত কী ওয়ার্ড গুলো এমনভাবে লিখবেন যেমনভাবে মানুষ সার্চ করে। কী ওয়ার্ড সার্চের বিভিন্ন টুল আছে ওগুলো দেখতে পারেন কীওয়ার্ড নির্বাচনের জন্য।

আর কী ওয়ার্ডটিকে আপনার লেখায় মাঝে মাঝে দেবেন তবে এটা যেন আবার বিরক্তির কারন না হয় বা লেখার সৌন্দর্য নস্ট না করে সেদিকে খেয়াল রাখবেন।

    Level 0

    আমার ব্লগটি যে বিষয় নিয়ে লিখেছি সেই বিষয় দিয়ে যখন সার্চ করি তখন অনেকগুলো সাইট আসে কিন্তু আমারটি আসে না। সেটা কেন হয়? বিষয়বস্তু একই অথচ একটি সাইট সার্চ করলে প্রথম পাতায় আসে অথচ অন্যটি প্রথম পাতায় তো দুরের কথা ৫/৭টি পাতাতেও আসে না।

    এ ক্ষেত্রে আমি বলবো আপনি আগে দেখেন আপনার সাইট টি গুগল বা অন্য সার্চ ইন্জিন ইনডেক্স করেছে কিনা।যদি ইনডেক্স না হয় তবে আপনার সাইট গুগল সহ অন্যান্য সাইটে সাবমিট করুন।আর যদি ইনডেক্স করা থাকে তাহলে সাইটের অন-পেজ অপটিমাইজেশন ও অফ পেজ অফটিমাইজেশন (SEO) করে আপনার সাইটকে সার্চ ইন্জিনের প্রথম পেজে আনতে পারেন।
    আপনার বিষয় বস্তু অনুযায়ী এই টিউনটি https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/18754/ দেখতে পারেন।আশা করি উপকৃত হবেন।ধন্যবাদ।

আমি বুঝি না, কি বুঝে কে কি কমেন্ট করে। যাই হোক, এডসেন্সের জন্য আপনি যে ইমেল করেছেন সেই ইমেল নাম্বারে লগিন করবেন। তার আগে জানানো ভাল, আপনি গুগল এডসেন্সের জন্য তাদের কাছে যোগ্য হতে হবে। সেটা ইমেলে পাবেন। আপনার ইমেল আইডি দিয়ে লিগন করূন । লগিন করলে সেখানেই সব প্রসেস পাবেন। আমি বিস্তারিত বললে এটা কমেন্ট না হয়ে টিউন হয়ে যাবে। আমার ওয়েব সাইটে প্রবেশ করে দেখতে পারেন। আপনার জন্য কিছুক্ষনের মধ্যে আমার সাইটে একটা ভিডিও টিউটরিয়াল এড করে দিচ্ছি।। শুধু আপনার জন্য, কিছুক্ষন পরে ভিজিট করূন।
http://www.freelearnbd.blogspot.com

    Level 0

    ওকে, ধন্যবাদ।

বৈদুত্যিক সমস্যার জন্য দেরী করে ফেলেছি, এবার চেষ্টা ভিজিট করূন। আর ভিডিও টিউটরিয়াল অংশ ফলো করূন। পেজ লোড হতে একটু সময় দিন। এর বাইরে কিছু জানার থাকলে ইমেল করূন। আপনার উপকারে আসলে জানাবেন। যে কোন প্রয়োজনে ইমেল করূন। ধন্যবাদ।

Level 0

ধন্যবাদ গর্জন। আমার এডসেন্স সাইট আছে। সেগুলোতে পোষ্টও করেছি। কিন্তু আমি চাই আমার সাইটটি গুগুল সার্চ এর মাধ্যমে প্রথম পাতায় আসুক। সেটা কি করে করতে পারি তা জানা দরকার। আর এই বিষয় নিয়ে নাহয় একটি টিউনই করে পেলুন না। একদম এ টু জেট। যাতে নতুনদের কোন সমস্যা না হয়। আমার সাইটটির লিংক দিলাম। http://bdloanrate.blogspot.com

তাহুড়া করে টিউন করলে টিউনের মান কমে যায়। কিছু সময় দিতে হবে। ফ্রীলেন্সার সাইটে একটা কাজ নিয়ে ভিজি আছি। আজ আরো একটা কাজ পেয়েছি। বৈদুত্যিক সমস্যার জন্য কিছুই হচ্ছে না। এক নাগাড়ে বেশী সময় কাজ করলে কাজের মানও নষ্ট হয়ে যায়। দোয়া করবেন।