গত দুই দিনে ঢাকার দুইটি র্মমান্তিক ঘটনার কিছু ছবি (লাশের মিছিল) আমরা শোকাহত

আমরা শোকাহত

গত দুই দিনের ঢাকার দুইটি র্মমান্তিক ঘটনার কিছু ছবি ভিবিন্ন পত্রিকা থেকে সংগ্রহ করে আপনাদের সাথে শেয়ার করছি। প্লিজ কেউ এটাকে অন্যভাবে নিবেন না। এই দুটি ঘটনা এতটাই র্মমান্তিক যে, যেকাউকে নাড়াদিবে। তাই আপনাদের সাথে শেয়ার করা। আগামী কাল জাতিয় শোক ঘোষনা করা হয়েছে। নিছে মূত্যুপুরীর ছবিগুলো দেওয়া হলো। আমরা সবাই জাতিয় শোকের অংশ হিসেবে স্বজন হারা পরিবার গুলোর প্রতি সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করি এবং নিহতদের আত্মার মাগফেরাত কামনাকরি, আমিন।

টেকটিউস কর্তিপক্ষ কি এই   ধরনের লেখাকে সমর্থন করবেন? জানানেই ...

আজকালের খবর

Amader_shomoy_1a

বি বি সি বাংলা বিডি নিউজ ২৪ ডেইলি স্টার ডেইলি স্টার ডেইলি স্টার ডি ডব্লিও বাংলা

Gogattar_1a

ইত্তেফাক যায়যায়দিন নিউ এইজ নিউ নেশান নিউজ ফর বাংলাদেশ নোয়াখালি ওয়েব নোয়াখালি ওয়েব প্রবাসি ভয়েজ প্রথম আলো প্রথম আলো রেডিও তেহেরান Rtnn শীর্ষ খবর শেখ হাছিনা শীর্ষ খবর সমকাল সমকাল

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

সমকাল বিদি নিউজ ২৪ ভোরের কাগজ বাংলাদেশ সময় ডেইলি স্টার যায়যায়দিন যায়যায়দিন নিউজ ফর বাংলাদেশ

2noakhali_web2a

2noakhali_web2bShomokal1bShomokal_1a

আমরা শোকাহত

পুরানো ঢাকার অগ্নিকান্ডে শতাধিক নিহত এবং বহু আহত হবার ঘটনায় আমরা গভীর ভাবে শোকাহত। আমরা নিহতদের রুহের মাগফেরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি ।

Level 0

আমি Nurjahan (বাংলার বউ)। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 1615 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

চুপি চুপি বলো কেউ জেনে যাবে, জেনে যাবে তো কেউ জেনে যাবে .... http://sbangla.yolasite.com Nurjahan (বাংলার বউ) From DAMASCUS


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমরা সবাই শোকাহত

সহমত।

আসলেই এটা একটি মর্মান্তিক ঘটনা।যদিো এটি টেকটিউনের বিষয় নয়।তবু কিছু কিছু ব্যাপার থাকে যা সকল কিছুর উর্দ্ধে।আমি নিজে একজন পুরানো ঢাকার ছেলে।যদি ো আমি পুরানো ঢাকা ছেড়ে এসেছি ১৪ বছর আগে।আমার সকল বন্ধু রয়েছে এসব এলাকায়।এবং এই এলাকা দিয়ে আমার প্রতিদিন ২ বার করে যাোয়া হয় আমার অফিসে।এই অগ্নিকান্ডের ৩০ মিনিট আগে ো আমি এই এলাকা দিয়ে এসেছি।বৃষ্টি হচ্ছিলো তখন।তখন কি ঘুনাক্ষরে চিন্তা করিনি এই রকম একটা ঘটনা ঘটবে।বাসায় আসার পর(হাতির পুল) ফ্রেস হবার পর আমার জানালা দিয়ে দেখতে পাই যে আগুনের লেলীহীন শিখা।যেহেতু আমি ১২ তলায় থাকি ত্াই সব দেখা যায়।প্রথমে ভেবেছিলাম বঙ্গবাজারে বোধ হয় আগুন লেগেছে।পরে খবরের মাধ্যমে জানতে পারলাম।আর ো জানতে পারলাম যে ফারুক ভাই (দিলখুশা ো মোহামেডানের গোলরক্ষক) এর পরিবারের ১৬ জন মারা গেছে।ফারুক ভাই যখন আরমানীটোলা মাঠে প্রাকটিস করত,তখন আমরা ো আরমানীটোলা মাঠে খেলতাম।যদি ো তিনি আমাদের সিনিয়র ভাই ছিলেন।এছাড়া ো আমার ভাগীনার বন্ধু এইবার উদয়ন ইস্কুল হতে জিপি এ ফাইভ পেয়েছিলো সে এবং তার ভাই ো মারা গেছে।আসলে এই বিষয়ে বলার মত কোন ভাষা নেই।

ধন্যবাদ বিস্তারিতভাবে শেয়ার করার জন্য

মনটা কেমন যেনো কেঁদে উঠলো …

আসলে টিটিতে এরকম টিউন না হয়াই ভাল ! তবে আমার ব্যক্তিগত মতামত হল টিউন টা অনেক বেদনাদায়ক 😉 । যাই হক শেয়ার করার জন্য ধন্যবাদ !!!!!!!!!

এই সকল খবর দেখলে মনটা কেঁদে উঠে । আল্লাহ সকলকে শান্তিতে রাখুক।

Level 0

বিভাগ দিয়েছেন কি কেন কিভাবে

আচ্ছা আপনি তার কোন ব্যাখ্যা দিয়েছেন…।।
এখন পর্যন্ত আমি দেখিনি , তাহলে এইটা কোন ধরনের টিউন হল???????????

আপনার টিউনটা নিয়ে কিছু বলবার আগে অনেক ভাবতে হয়েছে,মনে কিছু করবেন্না আপনার অনেক গুলু টিউনই টেকটিউন্সের সাথে যায়না প্রকৃত অর্থে।জানি হয়ত বলবেন হাস্যরস,বেদনা ইত্যাদি সব কিছুরই দরকার আছে যদি মেনেও নেই কথাটা ঠিক তারপরেও বলব এই রকম ধারাবাহিক ভাবে চলতে থাকলে কিন্তু টেকটিউন্সের জন্য খারাপ হবে কারন তখন অনেকে টিউনের নামে এটাকে নিউজ পেপার বানিয়ে ফেলবে আর আমরা অবষ্যই কেউ এই রকমটা চাইবনা।আশা করি ভবিষ্যতে প্রযুক্তি নির্ভর টিউন দিয়ে টেকটিউন্সকে আরো সমৃদ্ধ করবেন আপনার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি ধন্যবাদ।

    একমত। “এই রকম ধারাবাহিক ভাবে চলতে থাকলে কিন্তু টেকটিউন্সের জন্য খারাপ হবে কারন তখন অনেকে টিউনের নামে এটাকে নিউজ পেপার বানিয়ে ফেলবে আর আমরা অবষ্যই কেউ এই রকমটা চাইবনা।”

    কিন্তু কোনভাবেই বিষয়টা উপেক্ষা করার মতো না। লাশের স্তুপের উপর দাঁড়িয়ে ো প্রযুক্তির কথা বলতে হবে তার কি মানে আছে?

    Level 0

    জুয়েল ভাইকে বলব তাহলে ভালো চুপ থাকি…।
    লাশের খবেরের ও দরকার নাই আবার প্রযুক্তির ও দরকার নাই

    তবে খরব বিভাগে মাসে ১ বা ২টা হলে কোন সমস্যা হবার কথা নয় ।

    আমি আতাউর রহমান ভাই এর কমেন্ট এ হতাশ হলাম।এটা কে আপনি আর দশটা নিউজের মত সাধারন বানিয়ে ফেললেন।যেখানে জাতীয় শোক ঘোষনা করা হয়েছে,সেটা কোনো সাধারন খবর নয়।বিশ্বের বিভিন্ন দেশ থেকে সমবেদনা জানানো হচ্ছে সেখানে আমরা শুধু প্রযুক্তি নিয়ে বসে থাকব।এই মৃত লোকজনের মধ্যে ো তো টেকটিউনের সাথে অনেকে জড়িত থাকতে পারে।যেমন আমি টেকটিউন পড়ছি তিন মাস ধরে।কিন্তু কোন দিন টিউন বা কমেন্ট করিনি।তাহলে আপনি কি করে বুঝলেন যে এদের মধ্যে টেকটিউনের পাঠক ছিলো না বা ভবিষ্যত টিউনার ছিলো না?মানুষের বিপদে সমবেদনা জানাতে শিখুন।কারন মানুষ মানুষের জন্য।কঠিন কথার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি।কারন নিজ চোখে না দেখলে এসব ভয়াবহতা অনুধাবন করা যায় না।আমার কমেন্ট কারো ভালো না লাগলে আমি দুখিত।

    ভাই আপনি মনে হয় একটু বেশী বুঝে পেলছেন,আমার কমেন্টটা আবারো ভাল মত পড়েন তারপর আবার মন্তব্য কইরেন।আমি উনার সবগুলু টিউন দেখার পরে এই মন্তব্যটা করেছি,আর আমি সবসময় চেষ্টা করি নিজেকে সংযত রেখে মন্তব্য করতে আবেগে আমি চলিনা।আমি কোথাও কি বলেছি উনার টিউন খারাপ হইছে কিংবা এই টিউনটা করলেন কেন?আমি শুধু বলেছি এই ধরনের টিউন ধারাবাহিক ভাবে চলতে থাকলে টেকটিউন্সের জন্য খারাপ হবে এতে আপনার হতাশা কোথায় থেকে আসল আমি বুঝতে পারিনাই।আপনি কতদিন থেকে টেকটিউন্সে আছেন এটা আমার যেনে দরকার নাই কিন্তু আপনি বললেন কি ‘মানুষের বিপদে সমবেদনা জানাতে শিখুন’ ভাই একটু দয়া করে বলবেন কি সমবেদনাটা কিভাবে জানাতে হয়?টেকটিউন্সের মাধ্যমে নাকি আল্লাহর দরবারে দোয়া করে।সমবেদনার পদ্ধতিটা জানাইলে আমি আপনার কাছে চির কৃতজ্ঞ থাকব।

    আল্লাহর কাছে দোয়া করে সবাই মন থেকে এর জন্য তা বলার প্রয়োজন হয় না।তারপর ো যে োয সকল বিষয়ের সাথে সমপ্ৃক্ত থাকে সেখান থেকেই সমবেদনা জানাতে হয়।কারন সাবার পক্ষে ঘটনা স্থলে গিয়ে সামবেদনা জাননো সম্ভব নয়।আশা করি আমার কমেন্ট কে ভুল বুঝবেন না।আর আমি প্রথমেই বলেছি যে এই ঘটনাটি অন্য ঘটনা গুলোর চেয়ে আলাদা।এটা একটি জাতীয় শোক দিবসের ঘটনা।যাকগে আমি আর এ নিয়ে কথা বাড়াতে চাই না।

    টেকটিউনসের সাথে এই নিউজ এর কোন মিল খুজে পেলামনা ভাই। টেকটিউনসে টেকনোলজি রিলাটেড নিউজ প্রেজেন্ট করলে খুসী হবো। এই সব খবরের জন্য অনেক নিউজের ওয়েব সাইট আছে সেখানে প্রেজেন্ট করলে ভালো করবেন। আমরা ওখানে নিয়মিত যাই……….

টিউন টা অনেক বেদনাদায়ক । শেয়ার করার জন্য ধন্যবাদ !

এমনিতেই আমি এই দুই দিন অনেক মানুষিক ভাবে দূর্বল হয়ে পড়েছি।আসলে এমন ঘটনা কোন মতেই মেনে নেয়া যায় না..।
আমি তাদের আত্মার মাগফেরাত কামনা করি

এসব লাস আমরা আর কত দেখবো । এর কোন সমাধান নেই?

মানুষের জীবনের ১ সেকেন্ডেরও বিশ্বাস নেই, তবুও কেন ঠিক হইনা?

Level 0

আমি এই বিষয়ে 9.6.2010 তারিখে একটি টিউন করেছি পরে জানতে পারলাম টিউনার নূরজাহান এই বিষয়টি আগেই টিউনে এনেছেন, এরজন্য উনাকে অভিনন্দন জানাচ্ছি। প্রযুক্তির নামে যারা রোবট হতে চলেছেন তাদেরকে বলছি, প্রযুক্তি মানবতাকে সহজতর এবং বিকশিত করার জন্য, কখনই মানবতাকে এড়িয়ে যাবার জন্য নয়। তাছাড়া টেকটিউনে “খবর” নামে আলাদা একটি বিভাগ রয়েছে। সর্বোপরি সবাইকে বলছি, এটা মোটেও বিতর্কিত এবং সমালোচিত হবার মত বিষয় নয়।

Level 0

ধন্যবাদ ওমর ভাই, আপনার ভিতরে মহানুভবতার অনেক কিছু পেলাম। আসলেকি প্রযুক্তি আমাদেকে এতটাই যান্ত্রি বানিয়ে দিবে যে, এক সময় আমাদের হৃদয় কোন ধাতব পদার্থে পরিনত হয়ে যাবে??? !!!!!!!!!!!!!!

আমরা সবাই শোকাহত. মানুষের জীবনের ১ সেকেন্ডেরও বিশ্বাস নেই, তবুও কেন ঠিক হইনা?