আমি মেহেদী.কম.বিডি ভাইএর পোষ্টটা পড়ছিলাম এখান থেকে।
তবে তখন আমি অতটা কিছু মনে করিনি, আমি মনে করেছিলাম হয়ত অন্য কোনো সমস্যা।
কিন্তু আজ আমি একজন কে খোজার জন্য তার মোবাইল নাম্বার দিয়ে গুগল এ সার্চ দিলাম। রেজাল্ট পেলাম দুইটা একটা ফেসবুক প্রোফাইলের আর একটা এই শিরোনামেঃ
তো আমি আগ্রহবশত আগে এই লিঙ্কে ঢুকলাম।কিন্তু এর আগা মাথা কিছুই বুঝলাম না।ওটা ছিল জার্মানি ভাষা তাই ওটা কে Translate করার জন্য Google Translate এ গেলাম। এবং লিঙ্কটা দিলাম। কিন্তু কি কারনে যেন পেইজ টা Translate হচ্ছিল না।
তো পরে দেখলাম এই পেইজ এ বিশাল নাম্বার এর লিস্ট আছে, আশ্চর্যের কথা এই যে খুজতে খুজতে ওখানে আমার নাম্বার টা ও পেয়ে গেলাম।
আমি আসলে বুঝতে পারছি না তিনি এটা কি করছেন?
পেজটা হলঃ Naturlichen
আমি নেওয়াজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 278 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি শাহ্ নেওয়াজ পাভেল, সাধারণ একজন মানুষ!যা জানি তা নিয়ে সন্তুষ্ট নয়, কিন্তু জানার যে আগ্রহ তাই নিয়ে সন্তুষ্ট। ব্লগিং - এর সাথে পরিচয় খুব বেশি দিনের না, তবুও বিষয়টাকে ব্যাপকভাবে উপভোগ করছি। ভালো মানের ব্লগার হওয়ার ইচ্ছা আছে। বর্তমানে আমি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং(বিএসসি ৩য় বর্ষ)বিভাগে পড়াশোনা করছি। বর্তমানে...
aসলেই চিন্তার বিষয়
ধন্যবাদ আপনাকে