ল্যাপটপ না ডেক্সটপ , কোনটা নিবেন? কার জন্য কোন কনফিগারেশন উপযুক্ত ???

সুপ্রিয় টেকটিউনস এর সকল ভাইয়েরা , আশা করি ভাল আছেন । মূলত আমার আজকের পোষ্টটা হল আমার নিজস্ব একটা মতামত । আপনাদের কেমন লাগবে তা বলতে পারি না । আমি মূলত আজ আলোচনা করব বিভিন্ন জেনারেশন এর ও বিভিন্ন কনফিগারেশন এর পিসি নিয়ে ।

এখন দেখা যায় পিসি কেনার দিক থেকে সবার ই ল্যাপটপ এর দিকে নজর বেশী । তা ল্যাপটাপ কিনতে হলে সাবর প্রথম নজর থাকে প্রসেসর এর দিকে । প্রসেসর কোর আই ৫, ৭, ৩ বিভিন্ন কোয়ালিটির রয়েছে । তার মধ্যে বাজেট এ যেটা পারে সেটাই সবাই কিনে । তবে এখান থেকে ৩ বা ৪ বছর পূর্বেও পিসিতে এত কোয়ালিটির প্রসেসর ছিল না । তখন সবার নজর ছিল ডুয়াল কোরের পিসির দিকে । আমার নিজেরও বর্তমানে রয়েছে ৪ বছর আগে কেনা একটা ডুয়াল কোর পিসি । আমি নিজে ও নিজের হাতে আমার অনেক বন্ধু বান্ধব দের অনেক পিসি কিনে দিয়েছি । অনেক পিসি ইউজও করেছি । তা আমার কেমন এক্সপেরিয়েন্স হল এসব ইউজ করে তাই আপনাদের আজ বলব । এ বিষয়ে অবশ্য অনেকের অনেক রকম মত থাকতে পারে ।

এখন যেসব ল্যাপটপ পাওয়া যায় , বেশীর ভাগই দেখা যায় ৪ জিবি র‌্যাম ও কোর আই ৩ ,৫ , ৭ প্রসেসর । আর আগে যেগুলো পাওয়া যেত সেগুলো ছিল ডুয়াল কোর ও ১ বা ২ জিবি র‌্যাম । অবশ্য এখনও ওগুলো পাওয়া যায় । এখন পিসির কনফিগারেশন অনুযায়ী কেমন পারফরম্যান্স দেয় সেটাই দেখার বিষয় । বর্তমানে বাংলাদেশে তৈরী দোয়েলের ল্যাপটপও বেশ দেখা যায় । সেদিন একটা দোয়েল কোর আই ৫ পিসি দেখলাম । বেশ ভালই আউটলুক । তবে পারফরমেন্স আমাকে সন্তুষ্ট করতে পারেনি । এটা মনে হল আমার ৪ বছর পুরান ডুয়াল কোর পিসির থেকে খারাপ ।

প্রথমে আসি ল্যাপটপ বা নোটবুক বা ছোট আকৃতির পোর্টএবল পিসির দিকে । কারণ এগুলোই এখন সবথেকে বেশী টানছে মার্কেটে ।

ল্যাপটপ যাদের আছে বা কিনতে চাচ্ছেন তাদের মধ্যে যাদের বাজেট কম তাদের সবারই নজর থাকে প্রথমে কোর আই ৩ এ দিকে । এখন ভাবনার বিষয় একটা কোর আই ৩ ল্যাপটপ কেমন পারফরমেন্স দেয় । এগুলোতে সাধারণত ১.৮ থেকে ৩ এর উপরে প্রসেসর দেওয়া থাকে ২ বা ৪ জিবি র‌্যামের সাথে । শুধু প্রসেসর কোর আই ৩ হলে ই যে পিসি ভাল পারফরমেন্স দেবে তার কোন মানে নেই । আমি অনেক কোর আই ৩ ইউজ করেছি , তবে বেশীরভাগ স্থানেই যে চিত্র টা দেখি , সেখানে প্রসেসর হল ২.২ বা ২.৩ বা ২.৬ পর্যন্ত । এর উপরে যে নেই তা বলছি না , তবে এই কোয়ালিটির ই বেশী । কম দামের মধ্যে বাস স্পিডও ভাল পাওয়া যায় না । র‌্যাম থাকে ২ বা ৪ জিবি । ফলে শেষে দেখা যায় এর থেকে ডুয়াল কোরের সিম্পল কনফিগারেশন এর ডেক্সটপই ভাল পারফরমেন্স দেয় । এসব পিসিতে গ্রাফিক্স থাকে বিল্ট ইন ১ বা ২ জিবি । দেখা যায় যে কোন হার্ডি কাজ করতে গেলে র‌্যাম খালি থাকে অনেক টাই , কিন্তু প্রসেসর এর ক্ষমতা শেষ হয়ে যায় । ফলে পিসি যেই স্লো সেই স্লো ই থেকে যায় । কিন্তু দামটা কিন্তু কোন অংশেই কম থাকে না অন্য পিসির থেকে ।

তবে কোর আই ৫ এর ক্ষেত্রে চিত্র টা একটু অন্যরকম লেগেছে আমার কাছে । সেম কনফিগারেশন এর কোর আই ৩ ও কোর আই ৫ এর কাজের মধ্যে অনেক ফারাক । কোর আই ৫ যে পিসি গুলা বাজারে বেস্ট সেল হয় , সেগুলো মোটামুটি ইউজ করার মত । তবে এর গ্রাফিক্স নিয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে । কারণ , হাই রেজুলেশন এর গেমিং এর ক্ষেত্রে এগুলো প্রায়ই সমস্যা করে থাকে । মাঝে মাঝে হ্যাং করে ও রিস্টার্ট নেয় > ২ জিবি গ্রাফিক্স থাকার পরেও । তবে এগুলো প্রসেসর স্পিড আমার কাছি ভালই মনে হয়েছে , সেই সাথে র‌্যামও । তবে , মিড বাজেটের কোর আই ৫ বা কোর আই ৩ এর ওয়েবক্যামেরা এর পারফরমেন্স ভাল না মোটেও । সামান্য অন্ধকারেই ছবি ঘোলা আসে । কিন্তু উচ্চ দামের যে কোর আই ৫ বা কোর আই ৩ পিসি গুলা আছে , সেগুলার ক্যামেরা ভালই ।

এখন আসি কোর আই ৭ এ । এগুলো সব দিক থেকে পারফেক্ট । তবে , আপনার যদি মিড বাজেট থাকে , তবে আপনার জন্য উপযোগী না মোটেও । কারণ , শুধু প্রসেসর কোর আই ৫ বা কোর আই ৭ হলেই হবে না । সেই সাথে র‌্যাম , প্রসেসর এর বাস স্পীড প্রভৃতিও দেখে নিতে হবে । দেখা যায় যেগুলো সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে , সেহুলো শুধু নামেই কোর আই ৭ , কাজে কোর আই ৫ বা তারও নিচে । শুধু প্রসেসর এর দিকে না তাকিয়ে অন্য সব দিকে দেখলে ৭০ - ৮০ হাজার এর যে কোর আই ৭ গুলা আছে সেগুলাতে প্রসেসর বা অন্য পার্টস গুলা কোর আই ৫ বা কোর আই ৩ এর মতই থেকে যায় ।এই কারণে , সব পার্টস প্রসেসরের সাথে তাল মিলিয়ে কাজ করতে পারে না । ফলে আপনি এর কাছ থেকে যে পারফরমেন্স আশা করেন তা দিতে পারে না ।

এখন আপনার জন্য কোনটা পারফেক্ট হবে সেটা নির্বাচন করবেন কীভাবে ?? আপনার বাজেট যদি হাই ফাই হয় , তবে তো কথাই নেই । কিন্তু , মিড বাজেটের মধ্যে আপনি কী কিনবেন ???

আমি বলব , আপনার যদি কম বাজেটের কোর আই ৭ কেনার ইচ্ছা থাকে , তবে তা ছেড়ে দিন । কোর আই ৫ কিনুন ও সাথে সব এক্সেসোরিস গুলা ভাল দেখে নিন । প্রসেসর নিন ৩ এর উপরে । টার্বুও নিতে পারেন ।বাস স্পিড ভাল দেখে নিন । ফলে পারফরমেন্স ভাল পাবেন । র‌্যাম নিন কমপক্ষে ৪ জিবি । গ্রাফিক্সটা একবার দেখুন । সেটাও ভাল নিন । এক্সটারনাল ও নিতে পারেন । ওয়েব ক্যামটা ভাল দেখে নিন । আপনার কোর আই ৫ এর পারফরমেন্স হয়ে যাবে সেই বাজেটের কোর আই ৭ এর থেকে ভাল । আর যারা কম বাজেটের কোর আই ৫ নেবার কথা ভাবছেন , তাদেরকে বলব একই বাজেটের কোর আই ৩ নিন , তবে উপরের জিনিসগুলা ভাল নিন । একই কাজ হবে । শুধু প্রসেসর দেখে ল্যাপটপ কিনবেন না । পিসিতে সব পার্টসের সমন্বয় না হলে পারফরমেন্স খারাপ হতে বাধ্য ।

আর যাদের কোর আই ৩ নেবারও সামর্থ নেই , তাদের বলব , ডেক্সটপ নিয়ে নিন । কারণ , একই কনফিগারেশন এর ডেক্সটপ ও ল্যাপটপের মধ্যে ডেক্সটপই বেস্ট পারফরমেন্স দেয় । আপনি যদি একটা সিম্পল কনফিগারেশন এর কোর আই ৩ ডেক্সটপ নেন, র‌্যাম ৪ জিবি নিন, ভাল একটা গ্রাফিক্স কার্ড নিয়ে নিন , এতে আপনার খরচ পড়বে কম , কিন্তু পারফরমেন্স পাবেন ল্যাপটপের থেকে অনেক বেশী । আর ডেক্সটপ ল্যাপটপের থেকে বেশী হার্ডি । আপনি একটা কোর আই ৭ ল্যাপটপের দামে একটা ভাল গেমিং ডেক্সটপ কিনে ফেলতে পারবেন । ডেক্সটপের সাথে ল্যাপটপের তুলনা কোন ভাবেই খাটবে না । রাফ ইউজ করার জন্য ডেক্সটপের উপরে কোন কম্পিউটারই নেই । আর এর সবথেকে বড় সুবিধা হল , আপনি যেকোন পার্টস আপগ্রেড করতে পারবেন সহজেই । ফলে ধীরে ধীরে আপনার পিসি আরও উন্নত করে তুলতে পারবেন । তবে , এক্ষেত্রে মাদারবোর্ড অবশ্যই ভাল নিবেন । তবে আপনার যদি পোর্টেবলিটির দরকার হয়, তবে ল্যাপটপই উপযুক্ত ।

যাই হোক , অনেক কথা বলে ফেললাম । ভুল হলে একটু কষ্ট করে ধরিয়ে দেবেন । সবাই ভাল থাকবেন । ধন্যবাদ ।

Level 2

আমি অরিন্দম পাল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 81 টি টিউন ও 316 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 20 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মানসিক ভাবে দূর্বল । কোন কাজই কনফিডেন্টলি করতে পারি না , তবুও দেখি কাজ শেষ পর্যন্ত হয়ে যায় । নিজের সম্পর্কে এক এক সময় ধারণা এক এক রকম হয় । আমার কোন বেল ব্রেক নেই । সকালে যে কাজ করব ঠিক করি , বিকালে তা করতে পারি না । নিজের...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

good post

Level 0

Ameo Akmot Apnar Sathe. Amar desktop er boyosh 2 bochor cor i3 processor ram 2GB computer a kono problem nae. Ami 1 ta external agp card r akta extra 2 GB ram deye upgrade korte chachsi . Kon agp card ta kinle valo hobe r apnar motamot ki ?…

    Level New

    @Babor: Nvidia DDR5 and Ram 4GB extend koren.

Level 0

আমি একটা এক্সট্রা হার্ড ডিস্ক কিনতে চাই,ডাটা স্টোর করার জন্য- ইন্টারনাল না এক্সটারনাল কোনটা ভালো হবে। কোন কম্পানির কিনবো?

    Level New

    @bisukgp: external kinte paren Data Store er jonne. er jonne Transcend StoreJet 25H3P (USB 3.0) best hobe. karon eta DROP TESTED. aro ase
    – SuperSpeed USB 3.0 compliant and backwards compatible with USB 2.0*
    – Durable anti-shock silicone outer shell
    – Advanced internal hard drive suspension system
    – Connection bandwidth up to 5Gbits per second
    – Extra-large storage capacity
    – Sleek ultra portable design
    – Easy Plug and Play operation – no drivers required
    – USB powered – no external adapter necessary
    – Power saving sleep mode
    – One Touch Auto-Backup button**
    – Includes Transcend Elite backup and security software
    – LED power / data transfer activity indicator
    – Three-year Limited Warranty***

Level 0

Vaia ami 20,000 tk er moddhe ekta Dell company er laptop kinte chai. Hard disk 200gb
ram 2gb
motherboard intelcore 2 due hole hobe, speed motamoti hole hobe. Please akto help koren.

Level New

core i3 3rd gen kintu onek powerfull. ar tasara bortomane Dual Core 3rd Gen Processor paoa jasse. Daam matro 4600 taka. 3.0GHz with Built in Intel HD 4000 Graphics. Intel HD 4000 graphics kemon jara use koresen tarai valo janen.

Level 0

আমি ল্যাপটপই ব্যাবহার করি, ভাবছি এবার ডেস্কটপ কিনব। ওয়েব ডেভেলপমেন্টের জন্য কি core i5 desktop যথেষ্ট ? নাকি core i7 লাগবে। আর ram কেমন হলে ভাল হয়।

এতদিন ডেস্কটপ কিনিনি বিদ্যুৎ সমস্যার ভয়ে। আমি প্রায় সারাদিন কম্পিউটার ব্যাবহার করি। তাই বিদ্যুৎ না থাকলে ডেস্কটপ ব্যাবহারের ভাল সমাধান কী ? UPS ম্যাক্সিমাম কতক্ষন সাপোর্ট দিতে পারে ? নাকি IPS লাগালে ভাল হবে।

ami akta desktop/laptop nite chassi,,,,,buzet 52000 tk,,,,,konta nibo????help koren,,,,,,,kon desktop kon brand er valo