আসুন জেনে নেই এস এম এস সার্ভিস এর আদ্যোপান্ত – পর্ব – ২

আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আলোচনা করবো এসএমএস এর বিভিন্ন টেকনিকেল প্রয়োগিক দিক গুলো নিয়ে।

এখনতো প্রায় সব ব্যাংকই এসএমএস সার্ভিস দিয়ে থাকেন। সেটা সেভিং একাউন্ট হোক বা কারেন্ট একাউন্ট হোক বা ক্রেডিট কার্ড এর ট্র্যান্সসেকসান হোক। সকল ট্র্যান্সসেকসান এ কাস্টমাররা এসএমএস পেয়ে থাকেন।

এইটা কি ভাবে হয়ে থাকে আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে। অনেকেই হয়তো জানেন কিন্তু যারা জানেন না তাঁদের জন্য বলছি –

সাধারনত যে সব কোম্পানি এসএমএস  দিতে চান তাঁদের সাথে এসএমএস সার্ভিস প্রভাইডারদের সাথে নিজের কোর সিস্টেম এর সাথে ইনটিগ্রাশন করা থাকে।

ইনটিগ্রাশন করা থাকা মানে আপনার সিস্টেম থেকে যেই এসএমএস টেক্সট জেনেরেট করুক ওই এসএমএস সার্ভিস প্রভাইডার সাথে সাথে আপনার টেক্সট নিয়ে কাস্টমারের মোবাইল এ ডেলিভারি করে দিবে।

ইনটিগ্রাশন আপনি চাইলে এক্সএমএল দিয়ে ও করতে পারেন অথবা সরাসরি আপনার ডাটাবেস এর সাথে ও করতে পারেন। সাধারনত ইনস্ট্যান্ট নোটিফিকেশান সার্ভিস গুলো এক্সএমএল দিয়ে করা হয়ে থাকে আবার যে সব সার্ভিস মার্কেটিং এর জন্য বাল্ক এসএমএস ওই গুলো ডাটাবেস এর সাথে সরাসরি ইনটিগ্রাশন করে করা হয়।

এখন আপনি বলতে পারেন দুটোর মধ্যে কোনটা ভালো। আসলে এইটা পুরোটা নির্ভর করে আপনি কি রকম সার্ভিস দিতে চান। তবে লজিকেলি দেখলে এক্সএমএল ইনটিগ্রাশন দ্রুত কাজ করে।

এখন যেহেতু আপনার সিস্টেম এসএমএস সার্ভিস প্রভাইডারদের সাথে ইনটিগ্রাশন করা আছে, তাই যখনি আপনার কাস্তমারকে এসএমএস নোটিফিকেশান দেয়ার দরকার হবে তখন আপনার কাজ খুবই সোজা। শুধু মাত্র আপনার যে সিস্টেম থেকে এসএমএস টেক্সট দিতে চান অই সিস্টেম থেকে এসএমএস টেক্সট জেনেরেট করে এসএমএস সার্ভিস প্রভাইডারকে ডেলিভারি করে দিলেই হবে। এসএমএস সার্ভিস প্রভাইডার অই টেক্সট সরাসরি আপনার প্রিয় কাস্তমার এর মোবাইল এ ডেলিভারি করে দিবেন। এসএমএস সার্ভিস প্রভাইডারকে আপনার টেক্সট ডেলিভারি এক্সএমএল দিয়ে ও করতে পারেন বা ডেটাবেস এর সাথে ডাইরেক্ত ইনটিগ্রাশন করতে পারেন যা একটু আগেই আলোচনা করলাম।

আজকে এইটুকুই থাক। পরের পর্বে এসএমএস এর আরও বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবো।

দয়া করে আমার বাংলা বানান ভুল গুলো ক্ষমা করে দিবেন। আর লেখা কেমন হচ্ছে জানালে খুব খুশি হবো। ধন্যবাদ।

সূত্র – টেকিনিউজ২৪.কম

Level 0

আমি জিশান আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Technology - I am loving it.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস