সময় থাকলে একটু মাথা খাটান: প্রশ্ন গুলোর উত্তর দিন

১.
রিতা হিসাব করে দেখল যেদিন তার প্রথম জন্মদিন সেদিন তার বয়স ৮ বছর । কিভাবে?

২.
রফিকের কাছে একটি গোল ফিতা আছে যার ব্যাসার্ধ ৬ সেমি। যখন সে ফিতাটিকে ধরে ঘুরাবে তখন ঘূর্ণী পথে যে বৃত্ত সৃষ্টি হবে তার পরীধি কত?

৩.
মিসেস মিতার বয়স; তার পরিবারের মোট মহিলার সংখ্যার সমান
মিসেস মিতার প্রত্যেকটি মেয়ের, সমান সংখ্যক বোন ও মেয়ে আছে
মিসেস মিতার বড় মেয়ের বয়স ৫০ বছর এবং ছোট নাতনির বয়স ১ বছর
মিসেস মিতার বয়স ৭৫ এর বেশি না হলে তার বয়স কত?

৪.
৮ ডিজিটের একটি সংখ্যায় ২টি 1, ২টি 2, ২টি 3, ২টি 4 আছে
২টি 1 এর মাঝে ১ টি ডিজিট,
২টি 2 এর মাঝে ২ টি ডিজিট,
২টি 3 এর মাঝে ৩ টি ডিজিট,
২টি 4 এর মাঝে ৪ টি ডিজিট থাকলে সংখ্যটি কি?

৫.
৮ ডিজিটের একটি সংখ্যার
১ম ডিজিট যা হবে সংখ্যায় ততগুলি 0 থাকবে
২য় ডিজিট যা হবে সংখ্যায় ততগুলি 1 থাকবে
৩য় ডিজিট যা হবে সংখ্যায় ততগুলি 2 থাকবে
৪র্থ ডিজিট যা হবে সংখ্যায় ততগুলি 3 থাকবে
সংখ্যটি কি

Level 0

আমি কামরুল হাসিব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 95 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হে হে ৫ নাম্বারটা মিলাইছি, যেহেতু সবাই প্রথম থেকে শুরু করবে তাই আমি শেষ থেকে শুরু করলাম।
ans-02321123

হু হা হা…… মাথায় নবরত্ন তেল দিতে হইবো। মনে হয় ২টার উত্তর পাইছি………… 😛

    @ মাইক্রোহ্যাকার_আলমাস:
    কোন ২টার উত্তর পাইছেন,,,,,,,,,,উত্তর কি?

আমার মাথা চুলকায় …..

    Level 0

    আমার মাথার চুল উঠে গেল !!

ভাই, ৪ নাম্বারটা পাইছি!
৪১৩১২৪৩২

চুল গুলু এমনিই পাক ধরেছে এখন তারাতারি করে পাকাতে চাইনা অনেক কঠিন মনে হইতেছে।

১। রিতার জন্ম ১৮৯৬ সালের ২৯ ফেব্রুয়ারি

    Level 0

    একটু ক্লিয়ার করেন.. বুঝি নাই

    ইন্টারেস্টিং, ১৯০০ সালে তো মনে হয় লিপ ইয়ার নাই……

১ নাম্বারটা কি ১১৮.৪ নাকি ৭৫.৪?

যে দুইটার বাকি তার উত্তরই শুধু দিচ্ছি…
১)রিতা ৮ বছর বয়সেই তার হিসাব টা করেছিল । তাই যে দিনে তার ১ম জন্ম দিন ছিল সেই দিনেই তার ২য় জন্মদিন এভাবে ৩য়.. এবং সবশেষে ৮ বছর বয়সের সেই দিনেই তার ৮ বছর পূর্ণ হলো।
২) হাতে নিয়ে ঘুড়ালে কোন বৃত্ত তৈরি হবে না কারন মানুষের হাতের প্রস্থই ৬ সেমি থেকে বড়.. ৬সেমিতে ফিতা হাত দিয়ে ধরলে আর আবশিষ্ট থাকবে না যা দিয়ে বৃত্ত হবে ??

যে দুইটার বাকি তার উত্তরই শুধু দিচ্ছি…
১)রিতা ৮ বছর বয়সেই তার হিসাব টা করেছিল । তাই যে দিনে তার ১ম জন্ম দিন ছিল সেই দিনেই তার ২য় জন্মদিন এভাবে ৩য়.. এবং সবশেষে ৮ বছর বয়সের সেই দিনেই তার ৮ বছর পূর্ণ হলো।
২) হাতে নিয়ে ঘুড়ালে কোন বৃত্ত তৈরি হবে না কারন মানুষের হাতের প্রস্থই ৬ সেমি থেকে বড়.. ৬সেমিতে ফিতা হাত দিয়ে ধরলে আর আবশিষ্ট থাকবে না যা দিয়ে বৃত্ত হবে

    Level 0

    জি ১ নংটার উত্তর দিতে এসে দেখি আপনি দিয়ে দিয়েছে..।।……
    আমিও একি যুক্তি দিতাম

@ বিদ্রোহী ভাই
প্রশ্ন গুলো গুগলি হলে আপনার লজিক ঠিক থাকতো ……….
কিন্তু এগুলা গুগলি প্রশ্ন নয়
২০০৯ এ Inter University math Olympiad এর সবচেয়ে সহজ প্রশ্ন এগুলি।
প্রত্যেকটির ই যথার্থ ইত্তর রয়েছে

সবাইকে অসংখ্য ধন্যবাদ মাথা খাটানোর জন্য………..
উত্তর গুলি কি বর্ননা আকারে টিউন করব?
নাকি কমেন্ট করব

Level 0

1. 29-02-1996
2. 118.435
3. 73

প্রথমটির উত্তরের ব্যাখা নিচের লিংকটিতে পাবেন :
১)http://sawaal.ibibo.com/trivia/a-girl-was-8-years-old-on-her-first-birthday-when-was-she-born-54993.html

১. উত্তর হচ্ছে রিতার জন্ম তারিখ ২৯ ফেব্রুয়ারী ১৮৯৬.কারন হচ্ছে ১৭০০,১৯০০ এবং ২১০০ ুসাল লিপ ইয়ার হয় না। তাই রিতার পরবর্তি জন্মদিন হবে ২৯ ফেব্রুয়ারী ১৯০৪।এছাড়া যারা ২৯ ফেব্রুয়ারী ২০৯৬ সালে জন্মগ্রহন করবে তাদের ো প্রথম জন্মদিন হবে ৮ বছর পর।

৪ নং উত্তর হচ্ছে 41312432

ভাই এগুলি কি টিউন করেন? বাগান করার প্রযুক্তি নিয়া টিউন করেন।

আমরা সবাই বাগান করতে চাই।

Level 0

amar matha betha korche