Windows XP Silent/ Unattended Install নিয়ে কিছু কথা

এখন বাজারে এমন অনেক XP-র সিডি পাওয়া যায়, যা শুধুমাত্র সিডি থেকে বুট করলেই অটোমেটিক ইন্সটল হয়ে যায়। এই সব CD থেকে Operating System Install করার সময় কোন ধরনের সিরিয়াল কী দেওয়ার প্রয়োজন হয়না। এমনকি ইন্সটল হওয়ার সময় যে অন্যান্য তথ্যগুলো কম্পিউটার জানতে চায় সেগুলোও দেওয়ার দরকার হয়না। একজন ব্যবহারকারীকে সিডি থেকে বুট করিয়ে দেওয়ার পর আর কোন কাজ করতে হয়না, সকল কাজ অপারেটিং সিস্টেম নিজে থেকেই করে থাকে। এতে যে সুবিধাটি হয় তা হলো একজন সাধারন ব্যবহারকারীও কম্পিউটারে xp Install দিতে পারে। এই ধরনের সেটআপ পক্রিয়াকে বলা হয় Unattended Setup | এই ধরনের সেটআপ এর সাহায্যে আর একটি কাজ করা যায় আর তা হলো অপারেটিং সিস্টেম ইন্সটলের সাথে সাথেই প্রয়োজনীয় সফটওয়্যার ইন্সটল হয়ে যায়। অর্থ্যৎ সেটআপ পরবর্তী সময়ে আবার নতুন করে Office, K-light Media Player, Flash Player, Bijoy (যেকোন ভার্সন), Mozilla Firefox, Adobe Reader, Google Crome সহ অন্যান্য যেসকল সফটওয়্যার আপনি পরবর্তীতে ইন্সটল করতেন তার সবগুলোই একই সাথে অপারেটিং সিস্টেমের সাথে Integrate করে দেওয়া যায়। পদ্ধতিটা একটু জটিল তবে আপনারা যদি এ ব্যপারে আগ্রহী হন তাহলে আমি ধাপে ধাপে এই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব।

আসুন এবার আমরা Photoshop 6.0 বা 7.0 কে সাইলেন্ট ইন্সটল করে সাইলেন্ট এর মজাটা একটু বোঝার চেষ্টা করি।
Picture
Photoshop কে সাইলেন্ট ইন্সটল করতে হলে প্রথমে আপনি Photoshop যে ফোল্ডারে আছে সে ফোল্ডারে ঢুকুন। এর ভেতরে Abcpy.ini নামে একটি ফাইল আছে এটিকে Open করে ফাইলটি সামান্য একটু এডিট করলেই আপনার ফটোসপটি সাইলেন্ট ইন্সটলের জন্য তৈরী হয়ে যাবে। যেটুকু এডিট করতে হবে তাহলো---

[OEM Install]

DisplayWelcomeDlg=No

DisplayEULA=NO

DisplayXPDialog=NO

DisplayTypeOfInstallDlg=NO

DisplaySelectDestDirDlg=NO

DisplayCustomDlg=NO

DisplayUserInfoDlg=NO

DisplayConfirmRegDlg=NO

DisplayStartCopyDlg=NO

DisplayFinishDlg=NO

DisplayFinalMessage=NO

DisplayRebootDlg=NO

ProgGroupName=

DefaultDestDir=

UserName=Mahabub

UserCompanyName=ICT Institute

UserSerialNumber=104512096738466876962783 সিরিয়াল কীর মাঝের হাইফেন বাদ দিয়ে সিরিয়াল কী দিতে হবে।

DisplayBackGround=NO

DisplayProgressBar=NO

ProgressBarStart=

ProgressBarEnd=

Abcpy.ini ফাইলে এইটুকু পরিবর্তন করে সেভ করে বের হয়ে আসুন। যদি ফাইল সেভ না হয় তাহলে ফাইল প্রপাটিস থেকে রিড অনলী অপসন্স টি উঠিয়ে দিয়ে সেভ করুন। সেভ হয়ে গেলে এবার সেটাআপ ফাইলে ডাবল ক্লিক করুন আর উপভোগ করুন সাইলেন্ট ইন্সটল এর মজা। এভাবে প্রায় সকল Software কেই Silent Installation করা যায়। তবে একেকটার পদ্ধতি একেকরকম। ধন্যবাদ। ভালো লাগলে জানাবেন আশা করি।

Level 0

আমি মাহাবুব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 137 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কোন প্রাপ্তিই পূর্ণ প্রাপ্তি নয়, কোন প্রাপ্তিই দেয়না পূর্ণ তৃপ্তি... হেলাল হাফিজ


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

শেয়ার করার জন্য ধন্যবাদ ।

ভাল লাগল টিউনটা আশা করি সামনে এই ব্যপারে আরো বিস্তারিত টিউন পাব ধন্যবাদ টিউনের জন্য।

অবশ্যই আপনি চাইলে windows এর Silent Install নিয়ে লিখব…

আতাউর ভাই এ ব্যপারে পরবর্তীতে বিসাস্তারিত জানানোর ইচ্ছা আছে!

Nice Tricks.see u again.Thanks 🙂

ভাই , লিখলে পুরা প্রসেস টাই লিখবেন । আমারও দরকার ।

খুব সুন্দর টিউন। আপনার xp কে Silent Install করার টিউনের আশায় থাকলাম………।।

ধন্যবাদ আরও টিউন আশা করছি।

ভাই, পেনড্রাইভ দিয়ে কিভাবে সেটাপ দেয়া যায় কিনা একটু জানাবেন?

ভাই, পেনড্রাইভ দিয়ে কিভাবে সেটাপ দেয়া যায় কিনা একটু জানাবেন? যদি দেয়া যায় কিভাবে দিতে হয়?

Level 0

ভালই লাগলো, ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ মাহবুব ভাই।আপনাকে প্রথম কমেন্ট করতে গিয়ে কারেনট চলে গেল।খুব ভাল লাগল।চালিয়ে যান।

এখান থেকে এ ব্যাপারে পুরোপুরি জানতে পারবেন।
http://tech2bd.blogspot.com