ইন্টারনেটে দেখুন ঝকঝকে বাংলা লেখা

ইউনিকোডে বাংলা ভাষা যোগ হওয়ায় ইন্টারনেটে সহজেই বাংলা পড়া ও লেখা যায়।
উইন্ডোজ এক্সপি ও ৭ সম্পূর্ণ ইউনিকোড সমর্থিত না হওয়ায় অনেক সময় বাংলা লেখা এলোমেলো এবং অস্পষ্টভাবে দেখতে হয়। ইন্টারনেট ব্রাউজার ফায়ারফক্সের সঙ্গে Arial Unicode MS নামের ফন্ট স্বয়ংক্রিয় ইন্সটল হয়ে ব্রাউজারে বাংলা লেখাকে উল্টাপাল্টা দেখায়। এটি মুছলে লেখা আর এলোমেলো দেখা যাবেনা।
এটি মুছতে হলে যা করনীয়ঃ
রানে গিয়ে fonts লিখে এন্টার করুন। এবার এখানে Arial Unicode MS ফন্টটি খুজে নিয়ে Shift+Del চেপে সেটি মুছে ফেলুন। এবারে ব্রাউজারে কিছু কাজ করতে হবে। ফায়ারফক্সের জন্যঃ Firefox বোতামে ক্লিক করে Tools>option-এ যান। Content ট্যাবের Fonts and colors- এর Advanced বোতামে ক্লিক করুন। Fonts for এ Bengali নির্বাচন করে Proportional এ Sans Serif নির্বাচন করুন। এখানে serif এবং sans serif বক্সে ইন্সটল থাকা ইউনিকোড ফন্ট দেখাবে অথবা আপনার পছন্দমতো ইউনিকোড ফন্ট নির্বাচন করে size ঘরে ১৬ দিয়ে Minimum font size-এ ১৭ করে ok করুন।
Google Chorme এর জন্য মেনু থেকে Settings-এ যান। Show advanced settings এ ক্লিক করে Web content এর Customize fonts এ ক্লিক করুন। Standerd font, serif font, sans serif font এ ইন্সটল থাকা ইউনিকোড বাংলা ফন্ট ( যেমনঃ SolaimanLipi) নির্বাচন করে Minimum font size এ ১৫ নির্ধারণ করে ok করলে অনলাইনে যেকনো সাইটে বাংলা লেখা ও স্পষ্ট ভাবে দেখা যাবে।
Note: একটি দৈনিক পত্রিকা থেকে সংগৃহীত।

Level 0

আমি ফাহিম আজিজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

thankx

আপনাকে ও ধন্যবাদ।

প্রথম আলো

Level 0

ভাই কিজে উপকার করলেন , আজকে ই এটা দরকার ছিল।tnaks

thanks all for comment.

Nazmul| ঠিক বলছেন।

হুম,আমিও SolaimanLipi font use করি,একদম ঝকঝকে পরিস্কার বাংলা লেখা দেখা যায়। 😀

ফাহিম আজিজ : আপনাকে অনেক অনেক ধন্যাবাদ । আমি এ সমস্যা পরে ছিলাম আমার সমস্যা দুর হয়েছে ।