সামনে কোরবানির ঈদ, সবাই পছন্দের কোরবানির পসু কেনায় ঘুরছেন আক হাট থেকে আর এক হাটে,পছন্দের পশু মিলছে তো দামে পরছে না আবার অনেকে আছেন শেষ হাট এর অপেক্ষায়। রাজধানী থাকার কথা নাইবা বললাম হাটে গিয়ে নিজের মানিব্যাগ যে কতজন কোরবানি দিয়েছেন তার তো কন ইয়ত্তাই নেই। কদিন পরেই ঈদ এত কিছুর মাঝেও খুসির যেন শেষ নেই। যারা এই খুশি ঘরে বসে মিস করছেন তাদের আফসোস তা আরএকটু বাড়িয়ে দিতেই আমার এই আয়োজন। তবে এখানেই শেষ নয় ঈদ এর চাঁদরাত পর্যন্ত চলবে আমাদের ঈদ আয়োজন। হাম্বা মোবারক>> সঙ্গেই থাকুন .........।।
আরও কোরবানির হাটের ছবি দেখতে চাইলে আমার ফেসবুক পেজ থেকে ঘুরে আসতে পারেন। এখানে
আমি ডা মোঃ হাসিবুল হাকাম ইবনে সামাদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 33 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Dr MD HASSIBUL HAKAM IBN SAMAD MBBS,MpH(PUBLIC HEALTH) PUBLIC HEALTH SPECIALIST
aita kono tune hoilo naki?? vai aisob baad dia projukti bishoyok tune koren.