রেডিও কন্ট্রোল্ড কার (বাচ্চাদের জিনিস বলে এড়িয়ে যাবেন না)

কি ভাবছেন ভিসিটর মহাশয়? এসব বাচ্চাদের জিনিস টেকটিউনসে কেন? আজকাল এগুলো আর বাচ্চাদের জিনিস নয়. বড়রাও এসব চালায়. এগুলোর দামও প্রকারভেদে অনেক. আপনি নিশ্চই ভাবছেন এসবের আবার দাম কি? ২০০-৫০০ টাকার মধ্যেই পাওয়া যায়. উহু, এসবের ভালই দাম আছে. সবচেয়ে দামী গাড়িটার দাম প্রায় লাখ দুয়েক. এগুলোর এত দামের কারণ এগুলোর স্পিড. সবচেয়ে বেশি স্পিড উঠেছে traxxas কোম্পানির XO-1 গাড়ি দিয়ে. প্রায় ১৬০ কিলোমিটার প্রতি ঘন্টায়. আপনারও কিনতে মুনচায়? তাহলে একটু সস্তাগন্ডা গাড়ি আপনি কিনতে পারবেন ইবে,আমাজন ইত্যাদি থেকে. বড় বড় খেলনার দোকানেও পাওয়া যেতে পারে. তবে ইন্টারনেট থেকে কিনতে হলে 30 $ এর কম দামের গাড়ি কিনবেন না. কারণ ওগুলোর কোয়ালিটি ও স্পিড ৫০০ টাকার গাড়ির মতই. আমি ভাবছি ঈদ উপলক্ষে বসুন্ধরা থেকে একটা কিনব ও মনের সুখে ড্রিফট করব. ড্রিফট কি জানার ইচ্ছা হলে ইউটিউবে সার্চ দিন. আর যারা ড্রিফট করতে চান তাদের মধ্যে যাদের গাড়ি আছে তারা সবগুলো চাকায় টেপ লাগিয়ে নিন. এটাই আমাদের ড্রিফট টায়ার. আর পার্মানেন্ট ড্রিফট টায়ারের জন্য আপনার টায়ারের সাইজের একটা পাইপ কেটে আপনার টায়ারের প্রস্থ অনুসারে কেটে লাগিয়ে নিন. আপনাদের মতামত পেলে ভবিষ্যতে এ বিষয়ে আরো লিখব. যেকোনো সমসার জন্য [email protected] ।  সবাইকে ধন্যবাদ টিউনটি পরার জন্য

Level 0

আমি TYMO BDCyclists। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 54 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এড়িয়ে যাব না