ওয়ার্ডপ্রেস:- Broken Link Checker প্লাগিন

ব্লগ লেখার প্রক্রিয়ায় আমরা মাঝেমাঝে অন্যান্য ওয়েবসাইটের দিকে লিংক নির্দেশ করি। কিন্তু পোস্ট প্রকাশের পরে আর পরীক্ষা করে দেখা হয়না যে ওইসব পাতায় দেওয়া লিংকসমূহ কার্যকরী আছে নাকি সেইগুলির অস্তিত্ব আর নেই। সার্চ ইঞ্জিন রোবট কিন্তু একবার পোস্ট ইন্ডেক্স করেই ক্ষান্ত হয়না, রোবট আবারও ফিরে আসে একই পোস্টে। তখন যদি আমাদের পোস্টে কিছু কিছু করে অকার্যকরী লিংকের হদিশ পায় রোবট, তাহলে সেটা আমাদের SEO-র জন্য ক্ষতিকারক হয়। এইদিকটা আমরা ভেবেই দেখিনা।

মনে রাখতে হবে যে SEO-র জন্য লিংক বিল্ডিং যেমন উপকারী, তেমনি, ব্রোকেন লিংক ততোধিক ক্ষতিকারক।

উপায় কী? একজনের ব্লগে যদি ২০০ অথবা ৩০০ পোস্ট থাকে, সব খুলে খুলে পরীক্ষা করা প্রায় অসম্ভবের কাছাকাছি। কারন, একবার পরীক্ষা করলেই হয়না, আজকে যে লিংক জীবিত, কাল তা নাও থাকতে পারে! যে অন্য পাতার দিকে আমরা লিংক করি, সেই ওয়েবমাস্টার তার সাইট বন্ধ করে দিতে পারেন, তিনি সেই পাতা পরিবর্তন করতে পারেন, মুছে ফেলতে পারেন - এইসব ক্ষেত্রে আমাদের লিংকগুলো অকার্যকরী হয়ে পড়ে। ফলে আমাদের ব্লগে কিছু অর্থহীন আউটগোয়িং লিংক থেকে যায়। কয়দিন পরে পরে কতোদিন ধরে চেকিং করা সম্ভব? এটা কি অনেক কষ্টসাধ্য কাজ নয়?

ওয়ার্ডপ্রেসে যারা নিজস্ব ব্লগ হোস্টিং করেন, তাদের জন্য সুন্দর একটি প্লাগিন এই কষ্টকর কাজটি করে দেবে। Broken Link Checker, ওয়ার্ডপ্রেস প্লাগিন সাইটে পেয়ে যাবেন। কতো ঘন্টা বা কতোদিন পরে পরে লিংক চেকিং হবে সেইটা নির্দিষ্ট করে দেওয়া যাবে। ব্লগে যতো লিংক থাকবে, এমনকি ইন্টারনাল লিংকও চেকিং করবে। আপনার নিজেরই লেখা একটি পোস্ট হয়তো বা মুছে ফেলেছেন, কিন্তু সেটি লিংক হয়ে আছে অন্য আরেকটি পোস্ট থেকে, সেক্ষেত্রেও আপনাকে জানান দেবে এই প্লাগিন।

এর পরে আপনার কাছে অপশন থাকবে সেই ব্রোকেন লিংকটি আপনি কিভাবে মেরামত করতে চান। পছন্দমতো সেটিং করে নিন, SEO-র ক্ষতির হাত থেকে রেহাই মিলবে অনেক সহজেই। যারা ব্লগস্পটে লেখেন কিম্বা ব্লগ নয় এমন সাইট যাদের, তারা দুঃখিত হবেননা, আপনারা Free Broken Link Checker দিয়ে দেখতে পারবেন আপনাদের সাইটের কোথায় কোথায় ব্রোকেন লিংক আছে।

Level 0

আমি রিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 96 টি টিউন ও 362 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

জীবনের সব ভুল, যদি ফুল হয়ে যায়... জীবনের সব কালো, যদি আলো হয়ে যায়...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

টেটিতে অনেক দিন পর পোষ্ট দিলেন । তাওতো দিলেন, এর জন্য ধন্যবাদ । 🙂

টিউন টি ভ-ভ-ভ-ভালো হ-হ-হয়েছে।খ-খ-খুবই গুছানো ট-ট-টিউন 😀 😀 😀

Thanks foe your share…

কাজে আসবে । থ্যাংকস 😀