টেক টিউনের সবাইকে অনুরোধ, ৩ মিনিট সময় ব্যয় করে পড়ুন, আসুন আমরা টিটির জন্য কিছু করি

টেকটিউনস এবং আমি...

টেকটিউনসতে আমি গত ৪ বছর ধরে আছি, সেই তখন, যখন প্রথম প্রথম টেকটিউনস পড়তাম তখন থেকেই লিখতে মন চাইত কিন্তু কি লিখবো তা খুঁজে পেতাম না, তার উপর একটু ভয় ও করতো, অনেকে দেখতাম এমন বাজে বাজে সম কমেন্ট করতো তাই ওই সব কমেন্ট যাতে আমার না খেতে হয় তাই ভয় হত লিখতে । তাছাড়া লেখার জন্য আর মানুষকে কিছু জানানোর জন্য নিজে সেই বিষয় সম্পর্কে জেনে নিতে হয় । আমার মধ্য তখন কোন বীজ লাগাইনি যেটা ফল দেবে ।

একদিন সাহস করে একটি টিউন করি, কিন্তু নাম গোপন করে এবং বিনিময়ে পাই অকারণ কয়েকটি মিষ্টি গালি । আমার টিউন কিন্তু খারাপ ছিল না, তখন টেকটিউনসতে টিউনারদের মধ্য একটু রেষারেষি চলছিল এবং এই রকম মিষ্টি ভাষা প্রতিদিন কারও না কারও ভাগ্যে জুটতো । আমার মনে হয় দিন খারাপ ছিল, একেবারে অকারণে, আমি বোকা না যে যা-তা লিখবো । রাগ করে আর অনেক গুলো বছর টিউন করা হয়নি ।

কিন্তু একদিন আমার এক ভাইয়ের কাছ থেকে আর্টিকেল লেখার উপর চরম টিপস পাই। ও ৩০০০ টাকা দিয়ে শিখেছে ৩ মাস ধরে আর আমাকে হাতে কলমে দেখিয়ে দিল ১০ মিনিটে । ও যা শিখেছে তা ২০ মিনিটে নতুন যে কাউকে শেখানো যায় । তবে ওর বস এই সিস্টেম ব্যবহার করে আর্টিকেল লিখে প্রচুর আয় করে সেটা আমি ও জানতাম ।

যাহোক আমি মনে মনে ভাবলাম এই টিপস যদি আমি টেকটিউনসতে শেয়ার করি তাহলে অনেকে আর্টিকেল লিখে আয় করতে উৎসাহিত হবে । আর এই টিউন আমাকে উৎসাহিত করে তোলে নতুন নতুন ভালো টিউন করতে ।

বাস্তব হোক আর ইন্টারনেট এ হোক, সব জায়গায় সত্যি কথা বলুন আর মানুষকে ঠকানোর চিন্তা থাকলে আপনি নিজে নিজে ই ঠকে যাবেন ।

যাহোক টিউনটি করার পর আমি ব্যাপক সাড়া পাই । সবাই কমেন্ট করতে থাকে এবং প্রিয়তে যুক্ত করতে থাকে আর আমার ও খুব ভালো লাগে । আমি তখন নতুন নতুন আইডিয়া দিয়ে আরও সুন্দর সুন্দর টিউন করার জন্য উঠে পড়ে লাগি ।

আর টেকটিউনসর একটা টিউন থেকে পাই ব্লগিং করার একটা বই, বইটি পড়ার পর আমাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি । আমি যা আজ পর্যন্ত শিখেছি সব বই পড়ে আর ব্লগ পড়ে, আর নিজে নিজে সব আইডিয়া গুলোকে ব্যবহার করতে চেষ্টা করি।

এখন আমি আরও অনেক অনেক পড়ি, আর রোজই টেকটিউনসতে চোখ রাখি নতুন ভালো কিছু পাবার আশায় ।

আমি টেকটিউনসতে লিখি বিশেষ কয়েকটি কারনে...

১. লিংক তৈরি করার জন্য

টেকটিউনস একটা ভালো জায়গা লিংক তৈরি করার জন্য । খুব সহজে এখান থেকে লিংক তৈরি করা যায় ।

২. ভিসিটর

টেকটিউনস থেকে খুব সহজে ভিসিটর পাওয়া যায় । কেননা বর্তমানে বাংলাদেশের এবং পুরো বাংলার সেরা একটা প্লাট ফর্ম এটা । দৈনিক হাজার হাজার লোক এটা ব্যবহার করে । একটা ভালো টিউন থেকে দৈনিক ৫০০ – ১০০০ ভিসিটর পাওয়া যায় । আমি ত পাই ।

৩. বাঙ্গালীদের জ্ঞানের উৎস

টেকটিউনস বাংলা-ভাষা ভাষীদের একটা বিরাট কমুনিটি ।  প্রতিদিন এখানে অনেক গুলো টিউন হয় । তাই এটা জ্ঞানের একটা বিরাট উৎস ।

৪. বাঙ্গালীদের জন্য একটু অবদান

বাংলা ভাষায় ইন্টারনেট সম্পর্কিত উৎসের অভাব রয়েছে, এখানে একটা ভালো টিউন করার মানে হল আপনি বাঙ্গালীদের জন্য আপনার জ্ঞান শেয়ার করলেন, যেটা আপনি জানেন সেটা আমি জানি না, আমি যেটা জানি সেটা আপনি জানেন না । তাই আপনার টিউন আমার জন্য উপকারী আর আমারটাও । আর আপনার এই টিউন নতুনদের জন্য উপকারী । আপনি তাদের জন্য আপনার ভাষায়, তাদের ভাষায় তাদের কে নতুন কিছু জানিয়ে গেলেন । আর বাঙালি হিসাবে, বাংলার মানুষ হিসাবে এটা আপনার কর্তব্য, আপনি কি বলেন ?

৫. টেকটিউনসকে কিছু দেওয়া

টেকটিউনস থেকে এত কিছু জানলাম আর তাকে কিছু দেবো না তা কি হয় । তাই ত টিউন লিখে টেকটিউনসকে সমৃদ্ধ করতে চেষ্টা করি ।

৬. নিজেকে জানানো

সবাই অমর হয়ে থাকতে চায় আর নিজের পরিচিতি বাড়াতে চায় মানুষের কাছে । এটা মানুষের আদিম প্রকৃতি । আপনি ও চান সবাই আপনাকে চিনুক-জানুক, তাই ভালো ভালো টিউন করুন । আর আপনার সম্পর্কে সবাইকে জানান ।

৭. বাঙ্গালীদের সাহায্য করা

একটা ভালো মানের টিউন থেকে অনেক অনেক উপকৃত হয় সেটা কমেন্ট দেখলে বুঝা যায় । আর আপনি যা জানেন তা শেয়ার করলে ত কমবে না বরং দেখবেন বাড়ছে । বাঙালি হিসাবে অন্য আর একজন বাংলার মানুষের সাহায্য আপনি করবেন না ?

সবার কাছ থেকে মন্তব্য আশা করছি ।

ভালো লাগলে আমার ব্লগে চোখ রাখুন

আমি Gautam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 197 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

vai valo kotha bolsen…akdm pure kotha

Level 0

vai apnar fb id ta deya jabe

ভাল লাগলো।

    @kamrulbhuiyan: আর কিচ্ছু না !!!!

Level New

টিউনার ভাইয়ের সাথে পুরোপুরি ১০০% একমত।ধন্যবাদ টিউনার ভাই।এরকম পোস্ট আরও পেতে চাই।

    @Jamiul haque: আমার মনে হয় আমাদের সবার উচিৎ ভালো মানের পোষ্ট করা যা থেকে নতুন প্রজন্ম কিছু শিখবে ।

Level 2

ভাল লাগলো।

Level 0

কঠিন কঠিন কথা কত সহজভাবে বললেন, ধন্যবাদ। আপনার বলা কথাগুলো থেকে আমরা প্রেরনা পাচ্ছি।
নিয়মিত টিউন ও উতসাহ দিয়ে যাবেন দাদা।

    @kazirhut: আপনার ওয়েব সাইটের অ্যাড সেন্সে এর সমস্যা সমাধান হয়েছে ?

    আমার মনে হয় আপনি কোন একটা টিউনে এই নিয়ে কমেন্ট করেছিলেন ।

আসলেই বাজে কমেন্ট এর কারনে টিউন করতে মন চায়না । আমাদের প্রত্যেকের এই সভাব ত্যাগ করা উচিত ।

    @Tanvir Mustafa Joy: আপনি ভালো টিউন করুন । টিউন করার সময় কিছু জিনিস মাথায় রাখতে হয়, যেমনটা করতে হয় ব্লগ পোষ্ট লেখার সময় । আপনি প্রথমে চিন্তা করবেন আপনি কাদের জন্য টিউন করবেন, কোন শ্রেণীর মানুষ এটা পড়বে, তাদের বয়স, তাদের প্রকৃতি কেমন, আপনার লেখা একটু খারাপ হলে কি তারা গালি দিতে পারবে নাকি আপনাকে ভুল শুধরে দেবে ।

    বোকা ছেলে, একদিন একটা টিউন করে আমাকে লিংক টা দাও ত, আমরা সবাই মিলে মজা করে পড়ি …

    @Tanvir Mustafa Joy: সরি, তুমি করে বলে ফেলেছি …

খুব ভালো লাগল। হয়তো আপনার প্রেরণাতেই সবাই ভালো ভালো পোষ্ট করবে। অনেকে আছে আমাদের সাথেও চিটারী করতে টেকটিউনসে অকাজের টিউন করে। তাই তাদের জন্য বাজে কমেন্ট করতে হয়। তাই বলে ভালো কোন টিউন এ নয়।

    @এডিটর মাসুদ: ছবি দেখে তুমি করে বললাম…

    হ্যাঁ, তুমি ঠিক ই বলেছো, যারা চিট করতে আসে তারা নিজেরাও চিট হয় । তারা সাধারণত তাদের ব্লগের ভিসিটর বাড়ানোর জন্য এটা করে কিন্তু তুমি একবার যদি তার টিউন পড়ো তবে ২য় বার সে টিউন করলে ও কেউ পড়বে না । আর ওভাবে বাজে ভাবে বললে একটা মানুষের মন কতোটা খারাপ হয় জানো !

    তাকে একটা সতর্কতা দেওয়া যেতে পারে আর যেন সে ওই ধরোনের টিউন না করে ।

    আবার যদি সে করে তবে তাকে…

    মানুষ যখন একবার তার ভুল বুঝতে পারে তখন ২য় বার আর সেই ভুল করে না ।

    ধন্যবাদ তোমাকে একেবারে খাঁটি সত্য কথাটা বলার জন্য …

      @Gautam: তুমি বলে ডাকলে অসুবিধা নাই, আমি সবার থেকে বয়সে ছোট। কিছু মানুষ আছে অনেক বেহায়া। সে তার ভুল বুঝতে পেরেও আবার একই কাজ করতে থাকে নিজ স্বার্থ হাসিলের জন্য। আপনার কথামত না হয় ১ম বার, ২য় বার সতর্ক করে দিবো। কিন্তু যে একই টিউন বার বার করে তবে অবশ্যই বাজে কমেন্ট করতে হবে।

great men think alike … <3

    @নীলচে বাংগাল: বাহ, নীলচে বাঙাল… দারুন ছদ্ম নাম ত, আমার মাথায় আগে আসেনি, তাহলে ওটা আমার অধিকারে থাকতো , আমি “ব্লগ বাঙাল” ।

    ধন্যবাদ আপনাকে কষ্ট করে পড়েছেন এবং মন্তব্য ও করেছেন ।

    @নীলচে বাংগাল: স্কাইপে অ্যাড করেছি, এবার এক কাপ চা খাই…?