আপনার computer ছেলে না মেয়ে আমি যদি বলি দুটোই

নমস্কার, আপনাদের সকলকে এবং Techtunes এর প্রতি ভালবাসা জানিয়ে আজ আমার প্রথম টিউন । আপনাদের সহযোগিতা একান্ত কাম্য ।

অনেক দিন দেখছি "আপনার Computer ছেলে না মেয়ে " এই বিষয়ে বিভিন্ন blog এ বিভিন্ন টিউন হয়েছে । কিন্তু আমি বলব আপনারা এতদিন ধরে যা জেনে এসেছেন সব ভুল সেটা আমি প্রমান করে দেবো।

আপনার computer ছেলেও না এবং মেয়েও না । Computer এর এই ছেলে বা মেয়ের voice টা আমরা খুব সহজেই change করতে পারি । গত কাল আমাদের একজন প্রিয় টিউনার এই নিয়ে একটি টিউন করেছেন এখানে দেখুন  । আমি এই টিউনার ভাই এর অনুকরণেই বলি প্রথমে Notepad খুলে  CreateObject("SAPI.SpVoice").Speak"i love you"   এই code টুকু copy করে paste করুন এবং তা Desktop এ save করুন file.vbs নামে। এইবার এটির উপর ডবল ক্লিক করুন, এখন আপনি ছেলে বা মেয়ে যে কোন একটি কণ্ঠ শুনতে পাবেন ।

এবার আমি আপনাদের দেখাব এই Voice টা কিভাবে change করতে হয় । ( বি.দ্র.-এটা আমি windows xp তে করে দেখাচ্ছি এইভাবে আপনারা windows এর যে কোন version এ চেষ্টা করে দেখতে পারেন)

১. প্রথমে Start menu তে click করুন ।

২. তারপর Control Panel এ যান ।

৩. এরপর Switch to Classic View আথবা Sound,Speech, and Audio Devices এ click করুন

৪. এরপর Speech বলে একটি Option দেখতে পাবেন ওতে ডবল click করুন।

৫. Speech এ click করার পর Speech properties বলে একটি নতুন Window open হবে  নিচের মতো।

৬. এরপর "Text to Speech" Tab এ click করুন আর "Voice Selection" থেকে ইচ্ছা মতো select করে "Ok" বাটনে click করে দিন ।

এরপর পূর্বে তৈরি করা  (file.vbs ) File টিতে ডবল click করুন আর বলুন ভিন্ন কণ্ঠ শুনতে পারছেন কিনা । আপনাদের উত্তরের অপেক্ষায় রইলাম । আশাকরি comment করবেন ।

এতক্ষণ এই টিউনটি কষ্ট করে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ । সকলে ভাল থাকবেন ।

Level 2

আমি Tech follower। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 202 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Hu………akmot……..

Thanks @TasikRahmani

অনেক হাসি পেল …।।

@Gautam : apner hasir karon ta bujlam na.

Level 0

ঠিক বলেছেন. কম্পিউটার কনো দিন ছেলে-মেয়ে হয়-নাকি ?

Thanks @Dj fahim