VLC MEDIA PLAYER দিয়ে Screen Record করুন।

 

VLC PLAYER RECORDING!

Hello TUNERS & VIEWERS. Welcome Here Again!
এটা আমার দ্বিতীয় পোস্ট। TechTunes এ আমি খেয়াল করে দেখলাম অনেক পোস্ট আসে VLC PLAYER এর বিভিন্ন Functionality নিয়ে।কিন্তু কথাও খুজে পেলাম না কিভাবে VLC MEDIA PLAYER দিয়ে Screen Record করা যায়। আপনারা অনেকে অনেক Application ব্যবহার করে থাকেন Screen Record করার জন্য। যেমন ScreenFlow , CamStudio সহ আর অনেক Application. কিন্তু এটা হয়ত খেয়াল করেন নাই জ আপনার VLC-PLAYER দিয়েই আপনি Screen Recorder এর কাজ সেরে ফেলতে পারেন  সহজেই।চলুন আবার কাজের কথায়। আপনার যা যা করতে হবে সেগুলা হলঃ VLC PLAYER Install করা থাকতে হবে।তারপর নিচের ধাপ গুলা Follow করুন।

১.VLC-PLAYER থেকে Media তে জান।সেখান থেকে ৫ নাম্বার Option (Open Capture Device)টাতে Click করুন।অথবা Ctrl+C চাপুন।
VLC-Player>Media>Open Capture Device)

Window টা দেখতে নিচের Image এর মত হবে।

২.এবার Capture Device এ Click করে Capture Mood টাকে DirectShow থেকে Desktop করে দিন।এবং  Desired frame rate for the capture এ 5.00f/s করে দিন।তারপর Play তে Click করে Convert সিলেক্ট করুন।
৩.
এবার একটি নতুন Window দেখা যাবে নিচের Image এর মত।সেখান থেকে  Browse এ Click করেDestination Folder দেখিনে দিন। যখন File এর নামকরন করবেন তখন নাম এর শেষে অবশ্যই .mp4এই Extension টা দিবেন।তারপর SAVE করুন।
৪.
এখন নিচের Image এ লাল চিহ্নিত Button এ ক্লিক করুন।এবং mp4/mov সিলেক্ট করুন।তারপর Video Codec সিলেক্ট করুন।সেখান থেকে Video তে ক্লিক করুন তারপর Profile Name এ Example1 লিখেন।Bitrate এ 3000 kb/s দিন।আখন সেভ করুন।
আপনার কাজ শেষ এখন VLC PLAYER মিনিমাইজ করে যা করবেন তা Record হবে।VLC-PLAYERClose করলেই এর Record হবে না।
VLC PLAYER RECORDING!

Enjoy Recording !

Level 1

আমি Mehedi Hassan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

A student of Computer Science & Engineering of BRAC UNiversity.As Computer Science student i like to have fun with code,love to create something with code.Always try to get myself updated with new technologies.Like to play video games. That's a bit biographical details about me :-p.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

✿•..(¯`♥´¯)(¯`♥´¯)(¯`♥´¯)¸•✿
……….`•(¯`♥´¯)(¯`♥´¯)¸.♥.´
…………….`•(¯`♥´¯)¸.•´
…………………`•.¸.•❤~☀
ÇĦФЯФMMMMMM

@mehedi vai, audio/voice record korbo kivabe????

I don’t need them…By the way Thanks 😀

Level 2

আমি টেষ্টকরে দেখিছি ভালই লাগলো কিন্তু সমস্যা প্রতিবার রেকর্ডিং এর সময় নতুন করে ভ্যালু সেট করতে হয়। এটা স্থায়ী ভাবে করার কোন পদ্বতি আছে কি??? টিউনের জন্য ধন্যবাদ।

    না। এটা Manually করতে হবে।আম্নিতেই করার উপায় নাই। তাছারা এটা করতে তো বেশী সময় লাগেনা মাত্র কয়েক Second… 😀

Level 2

Its a great tool, I did not know without your clear instructions. Thanks a lot!!

Level 2

Just check now. Its awesome. 🙂