শব্দ মানুষকে আনন্দের অনুভূতি দেয়, সঙ্গীতের শব্দ। শব্দ মানুষকে বিরক্ত করে, নাক ডাকার শব্দ। আমার আব্বুর নাক ডাকার সমস্যা আছে। ঘুমানোর অনতিকাল পরে আব্বু ভোঁস ভোঁস শব্দে নাক ডাকা শুরু করেন যা আঁশা ভোসলের সুরকে হার মানিয়ে দেয়। আচ্ছা নাক কেন ডাকে? নাক কি শুধু মানুষেওরই ডাকে। নাকি অন্য প্রানীরাও নাক ডাকে?
যখন কেউ নাক ডাকে তখন আপনি খেয়াল করলে তখন দুটি জিনিস দেখতে পাবেন। চলেন শার্লক হোমস হয়ে আমরা একজন ঘুমন্ত মানুষকে লক্ষ্য করি। কিছু দেখতে পেলেন। আরে মন দিয়ে খেয়াল করে নাক দিয়ে বাদ্য বাজানো লোকটার মাঝে কোন বিশেষত্ব লক্ষ্য করছেন কিনা। দেখবেন তার ঘুমে যেন ব্যাঘাত না হয়। প্রথমত লোকটি গভীর ঘুমে ঘুমিয়ে আছেন। এবং দ্বিতীয়ত তিনি চিৎ হয়ে শুয়ে আছেন। আমরা যখন গভীর ঘুমে মগ্ন থাকি তখন আমাদের শ্বাস-প্রশ্বাসও গভীর হয়। চিৎ হয়ে ঘুমানোর সময় জিহবা গলবিলের ভেতরে চলে যায়। ফলে শ্বাস-প্রশ্বাসের পথ কিছুটা সংকীর্ণ হয়ে যায়। গভীর ঘুমে আচ্ছন্ন থাকা অবস্থায় মানুষ যখন শ্বাস নেয় তখন ঐ অপ্রস্থ পথে বাতাস যেতে আসতে বাঁধা পায়। বাঁধা পেলে পৃথিবীর সব জিনিসের গতি কমে যায়। বাঁধা পেলে আমার লেখারও গতি কমে যায়। অনেক সময় থেমেও যায়। আর বাতাস এমনি এক জিনিস যা তার চলার পথে কোথাও বাঁধা পেলে গতি বেড়ে যায়। আমাদের তালুর পেছনে নরম তালু আছে। বাতাসের তীব্রতা বাড়লে উক্ত নরম তালুতে কম্পনের সৃষ্টি হয়। আর বিজ্ঞানের ছাত্ররা ভালো করেই জানেন কম্পনের ফলে শব্দ উৎপন্ন হয়। পৃথিবীতে যদি কম্পন না থাকতো তাহলে কোন শব্দই উৎপন্ন হত না। নরম তালুতে কম্পনের ফলে সৃষ্ট শব্দকে বলা হয় নাসিকা গর্জন।
নাসিকা গর্জন কানের জন্য বহুত পীড়াদায়ক। কাউকে বেত্রাঘাত করার চাইতে নাক ডাকে এমন কারো পাশে ঘুমাতে দিলে বেশী শাস্তি দেয়া হয় বলে আমার ধারণা। এমন পরিস্তিতিতে যদি পড়েন তবে কি করবেন। লোকটার ঘুম ভাঙিয়ে দেবেন নাকি সারা রাত জেগে মশা মারবেন। সহজ একটা উপায় আছে। চিৎ হয়ে শুয়ে থাকা লোকটিকে কাৎ করে শুইয়ে দিন। পাশ ফিরিয়ে শোয়ানোর ফলে জিহবা স্বাভাবিক অবস্থানে ফিরে যাবে। ফলে বাতাস তার গতিপথে বাঁধা পাবেনা। বাতাসের গতিও বাড়বে না। নরম তালুতে কম্পনও সৃষ্টি হবেনা। নাকও ডাকবেনা।। পিনপতন নিরবতায় ঘুমিয়ে কাটান সারাটি রাত।
আমার ছোট ভাই মোস্তাফিজুর রহমান ফিরোজ। টেকটিউন্সের নিয়মিত একজন পাঠক সে। আমার থেকেও বেশী নিয়মিত। আমি প্রতিদিন আসি না। কিন্তু সে আসে। টেকটিউন্সের খোঁজ আমি ওর কাছেই পেয়েছিলাম। তার আগে আমি সামহোয়্যারইনব্লগে লেখালেখি করতাম। ফিরোজ দাবি করে ঘুমালে নাকি আমি প্রচন্ড শব্দে নাক ডাকি। আফসোস আমি তার এই দাবীকে সমর্থন করতে পারি না, কারণ আমি কোনদিন আমার নিজের নাক ডাকার শব্দ শুনি নাই।
ফিরোজ তোর জন্য এই টিউনটা লিখলাম। এবার থেকে রাতে সমস্যা হলে কি করতে হবে বলেই দিলাম। ২০ অগাস্ট ফিরোজের জন্মদিন ছিলো। একটু লেটে হলেও টেকটিউন্স থেকে ফিরোজকে শুভ জন্মদিন জানাচ্ছি। আর যেসব পাঠকগণ, টিউডারগণ আমার এই টিউনটি পড়লেন তাদের সবাইকে বলব, আমার ছোট ভাইটির জন্য আপনারা দোয়া করবেন।
আমি সরদার ফেরদৌস। Asst Manager, Samuda chemical complex Ltd, Munshiganj। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 94 টি টিউন ও 463 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
আমি ফেরদৌস। জন্ম সুন্দরবনের কাছাকাছি এক জনপদে। ইসলামি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ থেকে লেখাপড়া করেছি এপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। এরপরে চাকরি করছি সামুদা কেমিকেল কমপ্লেক্স লিমিটেডের উৎপাদন বিভাগে সহকারী ম্যানেজার হিসেবে। এছাড়া আমি বাংলা উইকিপিডিয়ার একজন প্রশাসক।
সুন্দর।