USB Flash Drive এ তৈরী করুন হিডেন পার্টিশন এবং প্রোটেক্ট করুন আপনার সকল প্রয়োজনীয় ফাইল

আমরা প্রায় সকলেই ইউএসবি পেন ড্রাইভে প্রয়োজনীয় ফাইল বা বিভিন্ন ইনফরমেশন সেভ করে রাখি আর এই পেন ড্রাইভটি যদি প্রোটেক্টেড হয় তাহলে আমাদের প্রাইভেসি যথাযথভাবে রক্ষা করা সম্ভব। এমনি একটি এপ্লিকেশন Rohos Mini Drive যার মাধ্যমে আমরা USB flash drive এ hidden এবং encrypted partition তৈরী করতে পারি। যাক, চলুন দেখি এই টুলটি কিভাবে কাজ করে

rohos1

প্রথমে application টি DOWNLOAD করে INSTALL করে নিন এবং Set up USB key option এ ক্লিক করুন এটি অটোমেটিকলি আপনার USB drive detect করবে এবং পরবর্তীতে এক্সেস করার জন্য পাসওয়ার্ড চাইবে। আপনার ইচ্ছেমতো পাসওয়ার্ড দিয়ে ক্রিয়েট ডিস্ক এ ক্লিক করুন যা আপনার পেন ড্রাইভে Rohos Mini.exe নামে একটি ফাইল তৈরী করবে।

rohos2

এই application টির মাধ্যমে আপনার USB drive এ সর্বোচ্চ 2GB এর partition তৈরী করা যাবে, এরচেয়ে বেশি স্পেস এর পার্টিশন তৈরী করতে চাইলে আপনাকে PRO version ব্যবহার করতে হবে। এখন পেন ড্রাইভটি রিমুভ করে যেকোন কম্পিউটারে ব্যবহার করুন। পার্টিশনে এক্সেস করতে RohosMini.exe তে ডাবল ক্লিক করুন এবং পাসওয়ার্ড দিন।
rohos3

পাসওয়ার্ড দেয়ার পর Rohos Disk browser টি open হবে এখানে আপনি আপনার সকল ফাইলগুলো দেখতে পাবেন।

rohos4

ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন সুস্থ থাকুন।

Level 0

আমি fnchowdhury। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 37 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ok

আমি Twinmos এর Default Software ব্যবহার করি। টিউনের জন্য ধন্যবাদ।

    আপনাকেও ধন্যবাদ।

Level 0

ধন্যবাদ।

আমার পেন ড্রাইভ 2GB । আমার পাটি্শন আরো ছোট দরকার কীভবে আমি Software টি ব্যবহার করব জানাবেন কি?

    ভাইয়া আপনি ২য় ছবিতে দেখবেন Partition image file: L:\_rohos\rdisk.rdi এর সামনে [change..] লেখা আছে, এই change.. এর উপর ক্লিক করুন disk size (in megabyte) এর সামনের কম্বোবক্সে যত মেগাবাইটের পার্টিশন প্রয়োজন তত মেগাবাইট লিখে ওকে করুন।

ধন্যবাদ ভালো লাগল।

Level 0

ভাই এই পার্টিশান টা কি ভা্ইরাস ফ্রি থাকবে জানাবেন।