==GP MMS দিয়ে ডাউনলোডের সময় IDM এ যে সমস্যা হয় তার সমাধান==

আসসালামু অলাইকুম।
আশা করি সবাই ভাল আছেন।
এবং সবাই রোজা আছেন ।
আমি যে বিষয় নিয়ে লিখবো যদিও সেটা ঠিক নয়।
কারন GP MMS ব্যবহার করে নেট ব্রাউজ করা এক প্রকার চুরি।
কিন্তু তাদের আচরণের জন্যই চুরি করতে হয় । তানা হলে চলে না। আমরা অনেকে
GP MMS ব্যবহার করি এবং প্রায় সবাই ডাউনলোড এর জন্য IDM ব্যবহার করি ।
কিন্তু আমরা যখন কোন বড় ফাইল ডাউনলোড দেই তখন
GP MMS বার বার ডিস কানেক্ট হয় এতে সমস্যায় পরতে হয়।
কারন আমরা আমরা যখন GP MMS ব্যবহার করে IDM ইন্সটল করি তখন IDM ডায়েল আপ
কানেকশনে কনফিগার হয়ে যায়।
এতে GP MMS যখন ডিস কানেক্ট হয় IDM ও তখন ডিস কানেক্ট হয় এবং GP MMS
কানেক্ট করার পর ডায়েল আপ করে IDM কানেক্ট করতে হয়। যেটা অনেক বড় সমস্যা।

তাই আপনি যদি IDM এর একটি টিক তুলে দেন তাহলে আর এই সমস্যা হবে না।

যে টিক টা তুলতে হবে IDM>OPTION>DAIL UP থেকে Use windows dail up networking এর ঘর থেকে টিক তুলে দিয়ে OK করে বের হয়ে আসতে হবে। ব্যাস এতে করে আপনাকে আর বার বার করে ডায়েল করতে হবে না ।
ও আর একটি কথা এটি যারা GP MMS এর সাথে RECANECT এবং PROXIFIRE SOFTWER ব্যবহার করেন তাদের জন্য।
কোন সমস্যা হলে আমার ব্লগে এই পোস্ট টি বিস্তারিত পড়ে ও এ কমেন্ট এর মাধ্যমে জানাবেন আশা করি।

প্রথম প্রকাশ হয়েছে 

ফেসবুক এ আমি

Level 0

আমি mony_pab। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই প্লিজ এই নিয়ে আর টিউন কইরেন না……… এটা বন্ধ না হওয়া পর্যন্ত কি আপনারা আর থামবেন না???

প্লিজ ভাই GP ফ্রি ইন্টারনেট নিয়ে আর কোন টিউন করবেন না কারন GP তাদের সব ফ্রি ট্রিক বন্ধ করে দিয়েছে এই gpmms ঈ শেষ ভরসা এইটা যদি বন্ধ করে দেয় তাহলে আর ফ্রি নেট ইউজ করা যাবে না তাই এইসব টিউন নিয়ে বিরত থাকুন

er jonnoi free net er tricks published korte issa kore na…are a miah sukh e asen to vote kelaitace…..gpmms off kore dile tarpor ki korben…gp internet er ta er jonnoi publish kortecina… sudu matro eder jonno

ভাই একটা বন্ধ হলে আর একটা আসবে। আমরা সবাই মিলে GP কে বাশ দিয়ে যাই যতদিন পারি।
আমি একটু সমস্যায় আছি, যদি কেউ একটু হেল্প করতেন তবে ভাল হতো, আমি আমার এ্যান্ড্রয়েডে UC Browser দিয়ে ব্রাউজ করি, কিন্ত ডাউনলোড দিলে 2/3 এমবি হয়ে ডিসকানেক্ট হয়ে যায়। সম্প্রতি জানলাম GP নাকি 3 মিনিট করে টাইম করে দিয়েছে। আমার এ্যান্ড্রয়েড Unrooted.
যদি কেউ একটু হেল্প করতেন তবে জিপিকে মনের মত করে বাশ দিতে পারতাম।
কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ।

ধন্যবাদ ভাই…অনেক প্রব্লেম এ ছিলাম

Level 0

এসব টিউনাররা নিজেদের হ্যাকার মনে করে যত্তসব আবুল। সুখে থাকলে ভুতে কিলাই? পোস্ট ডিলিট করেন মিয়া

এহা ভাইরা জিপি এমএমএস দিয়া কেম্মে নেট চালামু কেও কি পদ্ধতি তা বাতলাইয়া দিবেন পিলিজ 😀