আসসালামু অলাইকুম।
আশা করি সবাই ভাল আছেন।
এবং সবাই রোজা আছেন ।
আমি যে বিষয় নিয়ে লিখবো যদিও সেটা ঠিক নয়।
কারন GP MMS ব্যবহার করে নেট ব্রাউজ করা এক প্রকার চুরি।
কিন্তু তাদের আচরণের জন্যই চুরি করতে হয় । তানা হলে চলে না। আমরা অনেকে
GP MMS ব্যবহার করি এবং প্রায় সবাই ডাউনলোড এর জন্য IDM ব্যবহার করি ।
কিন্তু আমরা যখন কোন বড় ফাইল ডাউনলোড দেই তখন
GP MMS বার বার ডিস কানেক্ট হয় এতে সমস্যায় পরতে হয়।
কারন আমরা আমরা যখন GP MMS ব্যবহার করে IDM ইন্সটল করি তখন IDM ডায়েল আপ
কানেকশনে কনফিগার হয়ে যায়।
এতে GP MMS যখন ডিস কানেক্ট হয় IDM ও তখন ডিস কানেক্ট হয় এবং GP MMS
কানেক্ট করার পর ডায়েল আপ করে IDM কানেক্ট করতে হয়। যেটা অনেক বড় সমস্যা।
তাই আপনি যদি IDM এর একটি টিক তুলে দেন তাহলে আর এই সমস্যা হবে না।
যে টিক টা তুলতে হবে IDM>OPTION>DAIL UP থেকে Use windows dail up networking এর ঘর থেকে টিক তুলে দিয়ে OK করে বের হয়ে আসতে হবে। ব্যাস এতে করে আপনাকে আর বার বার করে ডায়েল করতে হবে না ।
ও আর একটি কথা এটি যারা GP MMS এর সাথে RECANECT এবং PROXIFIRE SOFTWER ব্যবহার করেন তাদের জন্য।
কোন সমস্যা হলে আমার ব্লগে এই পোস্ট টি বিস্তারিত পড়ে ও এ কমেন্ট এর মাধ্যমে জানাবেন আশা করি।
আমি mony_pab। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই প্লিজ এই নিয়ে আর টিউন কইরেন না……… এটা বন্ধ না হওয়া পর্যন্ত কি আপনারা আর থামবেন না???