কিভাবে যেকোনো Image থেকে Text কপি করবেন ?

ধরুন, আপনার কাছে কিছু Picture আছে যেগুলোতে অনেক প্রয়োজনীয় Text আছে। আপনার সেই Text গুলো MS Word এ লিখে আগামীকালই Assignment  জমা দিতে হবে। এখন সেই Picture গুলো থেকে প্রতিটি শব্দ দেখে দেখে MS Word এ লিখা কিন্তু সত্তিই বিরক্তিকর একটা কাজ।
কিন্তু, এখন আর আপনাকে এভাবে কষ্ট করে এভাবে টাইপিং করতে হবেনা। মাত্র ১৩ মেগাবাইটের একটি সফটওয়্যার ব্যাবহার করে আপনি এখন এই কাজটি অনেক সহজে করতে পারবেন।

নিচের লিঙ্কটি থেকে GTText নামের এই সফটওয়্যারটি ডাউনলোড করুন।
Download GTText

সফটওয়্যারটি ইন্সটল করে ওপেন করুন। নিচের মতো একটা উইন্ডো আসবে।
এখন আপনি যে Picture টি থেকে Text কপি করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করুন।


সিলেক্ট হয়ে গেলে নিচের মতো আরেকটি উইন্ডো আসবে। এখন Tools মেনু থেকে Copy Text From> Full Image সিলেক্ট করুন।

কিছুক্ষনপর নিচের মতো একটি মেসেজবক্স আসবে। এখন Continue ক্লিক করুন। ব্যাস কাজ শেষ। এবার যেকোনো স্থানে Paste করে আপনার কাঙ্খিত কাজ ঝটপট করে ফেলুন।

আরেকটি বিষয় সবাইকে জানিয়ে রাখিঃ

ডিফল্টভাবে এই সফটওয়্যারটি শুধুমাত্র ইংরেজি শব্দসমূহ Recognize করতে পারে। আপনার যদি বাংলা শব্দ Recognize করানোর প্রয়োজন হয়। তবে নিচের পদ্ধতি অনুসরণ করুন...

মেন্যুবার থেকে File > Preferences সিলেক্ট করুন।


নিচের মতো একটি উইন্ডো ওপেন হবে। এখান থেকে Add languages ক্লিক করুন।

এখন আপনি যে Language টি ইন্সটল করতে চাচ্ছেন সেটি সিলেক্ট করে Install বাটনে ক্লিক করুন। কিছুক্ষনপর কাঙ্ক্ষিত Language ইন্সটল হয়ে যাবে। 

এইবার যে Language টি Recognize করাতে চাচ্ছেন সেটি সিলেক্ট করুন...এইবার কাজে লেগে পড়ুন...:)

পোস্টটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। টেকটিউনস-এ এটাই আমার প্রথম পোস্ট।

 
সর্বশেষ এডিট - 6:25PM 20/06/2013

Level 0

আমি আল মুজাহিদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

উপকরী টিউন । ভাল লাগল

Level New

ধন্যবাদ ভাইয়া। টিউনটি আমার জন্য খুভই দরকারী। একজন ক্লায়েন্টর জন্য বুক লেআউট ডিজাইন করছি। মাঝে মাঝেই ইমেজ থেকে text নোটপ্যড এ টাইপ করতে হয়। অনেক সময় এমনিতেই নষ্ট হয়ে যায় (যদিও প্রতি ঘন্টার জন্য ক্লায়েন্ট আমাকে পেমেন্ট করে)। এখন হয়ত অনেকটা সময় বেচে যাবে।

Bangla copy hobe na, & ai kajti ms onenote diyeo kora jai.
Nice tune, go on…

    @borhan.nirob: জী ভাই, OneNote এ করা যায়। কিন্তু, অনেকের কাছে বিষয়টি জটিল লাগতে পারে ভেবে OneNote সম্পর্কে লিখিনি।

ভাল টিউন

Many many thanks

ধন্যবাদ ভাই। আমি ডানলোড করতে ছি । এখন ভাল একখানা টিউন। অনেক অনেক ধন্যবাদ। আমি আগে জানতাম ২০০৭ করা যেত কিন্তু ফাইল ডানলোড সাইজ ৩০০ মেগার মত তাই আর করি নাই।
তবে কেন যানি মনে হয় আপনার টিউন যথাযথ সুন্দর এবং সময় উপযোগী । ধন্যবাদ আমার তরফ থেকে আপনাকে অনেক। ভালো থাকবেন ।বউ পোলামাইয়া লইয়া ।

    @তারেক চাদপুর: ভাই, Office 2003 থেকে পরবর্তী সব ভার্সনে OneNote দেয়া আছে। কাজটি OneNote এ ভালোভাবেই করা যায়। কিন্তু, অনেকের কাছে জটিল লাগতে পারে ভেবে OneNote সম্পর্কে লিখিনি।

    আপনাকেও ধন্যবাদ 🙂

ডানলোড করলাম। কাজ তো হয় না। win 32 লেখা আসে।

http://www.makeuseof.com/tag/top-5-free-ocr-software-tools-to-convert-your-images-into-text-nb/

ভাই আপনার টা তো কাজ করলো না আমি সাচ করে এইগুলা পাইলাম: ০১৮২২৮৫৯৮৫১ আরো জানতে

    @তারেক চাদপুর: ভাই, কাজতো করার কথা।
    যাইহোক, নেটে সার্চ করলে এরকম অনেক সফটওয়্যার পাওয়া যায়। আমিতো শুধুমাত্র একটি সফটওয়্যার নিয়ে পোস্ট দিয়েছি।
    আপনি যে লিঙ্ক দিয়েছেন এবং সেখানে যেসব সফটওয়্যারের নাম উল্লেখ আছে সবগুলোই মোটামুটি ভালো। আপনার ইচ্ছামতো যেকোনো একটা ইউজ করলেই হলো। 🙂

একটা কথা বলি ভাই অনেক আছেন রবি সিম উঠাইয়া ফেলেন নাম্বার দিলাম দেখি তুলতে পারেন কিনা।
কোন দাবি দাবা থাকবে না। মনে হয় ফেল মারবেন।

Level 0

জটিল ভাই ,

একটা কথা বলি মনে হয় আপনার টা xp ব্যাবহার করা যাবে না।

আচ্ছা, একটা কথা জানতে চাচ্ছি। আমি যদি একটা বাংলা ভাষায় লিখিত ডকুমেন্ট স্ক্যান করি, তাহলে ওটা থেকে ইউনিকোডে কিভাবে টেক্সট পাব ? প্লিস, হেল্প করেন।

    @cyb3r_w3lf4r3: পোস্টটি এডিট করে Language যোগ করার পদ্ধতি দিয়ে দিলাম। এইভাবে হয়তো বাংলা Text পেয়ে যাবেন (আমি নিজে চেস্টা করে দেখিনি)।

Vaia ato jokhun korachan tokhun aro iktu kosto kora banglar bapar ta nia aro akta tune koran. thanks vaia onak kaja diba ata

    @shawonsaian: পোস্টটি এডিট করে Language যোগ করার পদ্ধতি দিয়ে দিয়েছি…পোস্টটি আবার পড়ুন। আশা করছি আপনার কাজে লাগবে। 🙂

Level 0

DARUN JINIS BHAI

ধন্যবাদ।

শেয়ার করার জন্য ধন্যবাদ।তবে কোন সফটওয়্যার ছাড়াই তো ইমেজ থেকে টেক্সট করা যায়। এই টিউনটি দেখতে পারেন।

https://www.techtunes.io/microsoft/tune-id/206604

Level 0

vai onnek jame hoi,,,,,,,,,

Level 0

vai onnek jamela hosche,,,,,,,,down deowar por frame maker chasche..

software ti kaj hosse na via.