আসুন জেনে নেই এস এম এস সার্ভিস এর আদ্যোপান্ত – পর্ব – ১

অনেকদিন থেকে আশা করতেছিলাম বাংলাদেশের এসএমএস সার্ভিস নিয়ে লিখি। কারণ বাংলাদেশে এইটার অনেক জনপ্রিয়তা এবং সাথে ব্যাবহার ও বেড়েছে। আপনি খেয়াল করলে দেখবেন বেশির ভাগ কোম্পানিই এসএমএস সার্ভিস ব্যাবহার করেন ।

এসএমএস গুলো ব্যাবহার করার জন্য কোম্পানিগুলো ইউনিক কিছু নাম্বার ব্যাবহার করে। এই নাম্বার গুলোকে বলে এসএমএস সর্টকোড। যেমন ১৬১১৫ বা ১৬২২৯ বিভিন্ন নাম্বার এর হয়ে থাকে। এই সর্টকোড গুলো নিতে হয় বিটিআরসি (BTRC)  থেকে। এই সর্টকোড গুলো ইউনিক হওয়াতে কারো সাথে কারো মিলে না।

এসএমএস সার্ভিস সাধারণত দুই প্রকারের হয়।

১। এসএমএস পুল পুশ সার্ভিস

২। এসএমএস পুশ সার্ভিস

এসএমএস পুল পুশ সার্ভিস  ঃ 

এসএমএস পুল পুশ সার্ভিস হল যেটা কাস্টমার নিজে সেন্ড করে কোম্পানিকে। সেন্ড করার সময় সাথে কিছু ওয়ার্ড ও সেন্ড করেন। এই ওয়ার্ড গুলকে বলে কী ওয়ার্ড। যেমন ধরেন, টেকটুইনস একটা ভোটইং সিস্টেম চালু করতে চান যাতে করে ঊনরা বুজতে চান কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তা  বেশি জনপ্রিয়। তো উনারা সবাইকে বললেন যদি পি এস পি কে ভোট দিতে চান তা হলে মোবাইল এর এসএমএস অপশন এ গিয়ে পি (P) লিখুন এবং ১৬১১৫ এ সেন্ড করে দিন। আর যদি এ এস পি ডট নেট হয় তা হলে এ (A) লিখে ১৬১১৫ এ সেন্ড করে দিন। এর যদি জাভা হয় তা হলে জে (J) লিখে ১৬১১৫ এ সেন্ড করে দিন । ধরি ১৬১১৫ শর্ট কোড টেকটুইনস এর। এই ভাবে করেই সবার ভোট এসএমএস পুল পুশ সার্ভিস এর মাধ্যমে সংগ্রহ করে ফেলা যাই।

এসএমএস পুশ  বা বাল্ক এসএমএস সার্ভিস  ঃ

এসএমএস পুশ সার্ভিস হল যদি টেকটুইনস নিজে আমাদের সবাইকে এসএমএস করে ইনফরম করেন যে, উনারা একটা ভোটইং সিস্টেম চালু করতে যাচ্ছেন। আমরা যেন ভোট এ অংশ গ্রহন করি। এইযে উনারা আমাদের কে ইনফরম করলেন কোন একটা ইনফর্মেশন এইটা হল এস এম এস পুশ সার্ভিস। এখন তো আমরা প্রায় এই রকম এস এম এস পেয়েই থাকি বিভিন্ন কোম্পানি থেকে বিভিন্ন পন্নের বিজ্ঞাপন হিসাবে।

বাংলাদেশ এর প্রায় সব ব্যাংক ই এস এম এস সার্ভিস দিয়ে থাকে। ঊনরা ও এস এম এস পুল পুশ এবং এস এম এস পুশ সার্ভিস। দুইটাই দিয়ে থাকেন। আমি যে ব্যাংক এর সাথে হিসাব রাখি উনাদের পুল সার্ভিসতা এই রকম। যেমন, এ (A) লিখে এস এম এস করলে অ্যাকাউন্ট এর ব্যাল্যান্স দেখাই টি (T) লিখে এস এম এস করলে বিভিন্ন খরচ এর হিসাব দেখাই। আবার পুশ সার্ভিস এ ইনফরম করে যদি কোন টাকা উঠাই বা ক্রেডিট কার্ড দিয়ে খরচ করি। এই সার্ভিসকে উনারা বলেন এস এম এস ব্যাংকিং সার্ভিস। ব্যাংকটার নাম নাই বললাম কারণ আপনারা হয়তো এর মধ্যে বুজে ফেলছেন নামটা।

আজকের পর্ব এই টুকু। পর্ব ২ ইনশা আল্লাহ এস এম এস সার্ভিস কি ভাবে কাজ করে টা নিয়ে লেখা দিবো যদি আপনারা পর্ব ১ পছন্দ করে থাকেন।

কেমন লাগলো প্লিজ জানাবেন।

ভালো থাকবেন সবাই।

সূত্র -  আপনার ডিল ডট কমটেকিনিউজ২৪.কম

 

Level 0

আমি জিশান আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Technology - I am loving it.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

bulk sms টা কীভাবে পেতে পারিএকটু বলবেন।

আমি নিজে একটি company theke 1000 bulk sms kinci 700 taka nece. ami ki bave ar business korte pari akto help koren

    Level 0

    Jew@জুয়েল 96: Jewel Vai pls ai bulk sms kar kach theke nisen….Contact no ta pls deben….ami amar org ar jonne sms service ta chalu korte chai…

জুয়েল ভাইয়া এস এম এস কিনলে বলবেন। আমাদের কোম্পানি এই ব্যবসা টি করে। পুশ পুল ও বাক্ল ২ ভাবেই নিতে পারবেন। আমাদের অনেক রকম প্যাকেজ আছে। যদি কিনতে চান তো জানাবেন। [email protected]

জুয়েল ভাই, আপনি নিজে যদি বাল্ক এস এম এস বিজনেস করতে চান টা হলে দুই ভাবে করতে পারেন। একটা লং নাম্বার এসএমএস এবং আরেক টা শর্ট কোড ভিত্তিক। লং নাম্বার সার্ভিস হল আপনি একটি নির্দিষ্ট নাম্বার থেকে বাল্ক এস এম এস গুলো সেন্ড করবেন সফটওয়্যার এর মাধ্যমে। এর শর্ট কোড ভিত্তিক হলে আপনার নেটওয়ার্ক অ্যান্ড টেলকো দের সাথে সেটআপ করে নিতে হবে। আমার পর্ব – ২ তে আমি বিস্তারিত লেখা দিব আশা করছি। এর মধ্যে আর ও কিছু জানার থাকলে আমাকে প্লিজ জানাবেন। হেল্প করবো।

Jewel & জিশান আহমেদ Vai. Bulk SMS Kotha Theke Pabo. Please Bolben. Thanks

বাংলাদেশ এ এখন অনেক কোম্পানি আছে যারা বাল্ক এস এম এস সার্ভিস দিয়ে থাকেন। সার্ভিসটা নেয়ার আগে খেয়াল রাখবেন পার এস এম এস খরচ যেন কম হয়। এই জন্য একটু মার্কেট যাচাই করে নিলে ভালো হবে।

প্রতি bulk sms খরচ পড়ছে আমার ।০.৭০ পয়সা করে। জিশান ভাই আমাকে একটু হেল্প করেন কিভবে সফটওয়্যার দিয়ে
বিজনেস টা করা যায়।

omit vai amake call korun 01678126636

আমি reseller Bulk SMS ও Flexi Load এর ।।।আমার সাথে contact করুন। । .01678126636

ভাইয়া মেইল করেন, মেইলে ডিটেইল বলি অথবা এফ বি তে মেসেজ দেন একটা। amar fb http://www.facebook.com/kfhan