ঘুম এবং স্বপ্ন নিয়ে অদ্ভুত অভিজ্ঞতার ব্যাখ্যা। ইন্টারেস্টিং টিউন! প্রচলিত “বোবায় ধরা” – প্রসঙ্গ সহ!

Techtunes এ এই আমার প্রথম লেখা। টেকটিউনসের জন্মলগ্ন থেকেই প্রযুক্তির খোঁজ-খবর রাখতে ঢুঁ মারতাম প্রতিনিয়ত। বিজি কাজে বিজি আর ইজি কাজে বিজি থেকেও লেখা হয়নি কখনো। অনলাইনে প্রযুক্তি বিষয়ক খুব ভাল জ্ঞান না থাকলেও জানি অনেক ইন্টারেস্টিং কিছু। তার ধারাবাহিকতায় চেষ্টা করবো ভাল কিছু দিতে! প্রথম লেখা; তাই একটু ভূমিকা না করলেই নয়! এবার টিউনে আসি।

গতকাল গভীর রাত পর্যন্ত জেগে থেকে এই টিউনটি করার চিন্তা মাথায় আসলো। টিউনটি ঘুম এবং স্বপ্নের সম্পর্ক নিয়ে। ঘুমে প্রায়ই আমরা উপর থেকে নিচে পড়ে যাওয়ার অনুভূতি পাই। আবার কখনো চোখ খোলা রেখেও এক চুল পরিমান নড়তে পারিনা। কেন? কি তার বৈজ্ঞানিক বিশ্লেষণ? - তা নিয়েই আমার এই টিউন।  তবে একটা কথা বলে রাখি, এগুলো কোন রোগ নয়। মানুষমাত্রই এগুলো হতে পারে। আমার নিজেরও এমন অভিজ্ঞতা হয়েছে অনেকবার।  

 

 

যেমন ধরুন, আপনি আজ রাতে ঘুমাতে গেলেন। বাতি নিভালেন, নরম বিছানায় গা এলিয়ে দিলেন, অল্প অল্প তন্দ্রা লেগে এলো, হঠাৎ মনে হলো আপনি অনেক উঁচু থেকে নীচে পড়ে যাচ্ছেন। চমকে উঠলেন আপনি। আবার হয়তো একদিন আপনি আরামেই ঘুমিয়ে আছেন। হটাৎ ঘুমটা একটু পাতলা হতে লাগলো আর আপনি দেখলেন যে আপনি আর নড়াচড়া করতে পারছেন না। মনে হচ্ছে কেউ আপনাকে চেপে ধরে আছে। আপনি প্রানপনে চিৎকার করতে চাইছেন কিন্তু গলা দিয়ে কোন স্বর বের হচ্ছে না। একটা আঙ্গুলও নড়াতে পারছেন না আপনি। কিছুক্ষন পর ঘেমে উঠলেন আপনি। স্বাভাবিক হয়ে আসলো সবকিছু। উপরের ঘটনা দুটি জীবনে ঘটেনি এমন মানুষ পাওয়া বিরল। তাছাড়াও আপনি ঘুমের মধ্যে কথা বলা, নাক ডাকা বা ঘুমের মধ্যে হাঁটা কোনটাই বিচিত্র না! এবার আসুন জেনে নেই কেন এমন হয় এবং কি তার সম্ভাব্য প্রতিকার-    

ঘটনাঃ ১  ঘুমের মধ্যে হঠাৎ মনে হওয়া যে উপর থেকে পড়ে যাচ্ছি। একে বলে Hypnic Jerk, আমরা যখন ঘুমিয়ে পড়ি আমাদের সারা শরীর আস্তে আস্তে নিস্তেজ হয়ে আসে, মাংসপেশীগুলো শিথিল হয়ে আসে। কিন্তু যদি সে সময়ের মধ্যে আমাদের মস্তিষ্ক ততটুকু বুঝতে না পারে; তবে মস্তিষ্ক একে উপর থেকে শরীর পড়ে যাচ্ছে এটা বলে ভুল করে। সেক্ষেত্রে সে শরীরকে সে সময়ের জন্য প্রস্তুত করতে হাত-পা শক্ত করে ফেলে সেই আসন্ন বিপদ মোকাবেলা করার জন্য আর তাই আমরা ঝাকি দিয়ে হঠাৎ ঘুম থেকে জেগে উঠি। এটা আসলে সে সময় হয় যদি আমরা অনেক্ষণ ধরে ব্রেনকে রেস্ট না দেই, যেমন আমি ঘুমের ঘোরেও ফরেক্সের প্রাইস দেখি (!) আবার অনেকে একটানা পড়াশুনা বা অফিসের কাজ বা কোন গবেষনা... এসব চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়ে এবং আমাদের ঘুমের মধ্যেও যদি এসব চিন্তা চলতে থাকে তবে তখনই এ ঘটনা ঘটে। 

 

 

ঘটনাঃ ২

বোবায় ধরার ঘটনাকে অনেকে কুসংস্কারের বশে বোবা ভুত ধরা বলে। যার আসল নাম হচ্ছে Sleep Paralysis কিংবা Hypnagogic Paralysis. এ ক্ষেত্রে ব্যাপারটা একটু জটিল আর তা হচ্ছে আমাদের ঘুমের মধ্যে ২টা পর্যায় আছে। এগুলো হল-

১) REM (Rapid Eye Movement)

২) Non REM (Non Rapid Eye Movement)

ঘুমের মধ্যে এ দুটি চক্র পর্যায়ক্রমে আমাদের মাঝে আসে। আমরা যদি কোনভাবে এই দুটি চক্রের মাঝের সময়ে জেগে যাই তখনই আমরা হাত-পা নাড়তে পারি না। কথা বলতে পারিনা। কারন আমাদের এই জেগে থাকা সম্পর্কে মস্তিষ্ক অবগত থাকেনা। এ ক্ষেত্রে কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিট পর্যন্ত সময় লাগতে পারে। আর ঘুমে এই সময়কে অনেক সময় বলে মনে হতে পারে। আমরা জেগে আছি জানতে পারলে আবার আমরা হাত-পা স্বাভাবিক ভাবে নাড়তে পারি এবং জেগে উঠি। এসময় কোনকিছু দেখা বা গন্ধ পাওয়া অস্বাভাবিক কিছু না, কারন মস্তিষ্ক তখন স্বপ্নের মত দৃশ্য তৈরি করে। এই সুযোগে অনেকে ভুত-প্রেতও দেখে ফেলতে পারেন! কারন মস্তিষ্কে যখন অক্সিজেনের অভাব হয় তখন আমরা অস্বাভাবিক অনেক কিছু দেখতে পাই।

সবাই ভাল থাকবেন। সবার জন্য শুভকামনা। যার যার জীবনে এমন অভিজ্ঞতা একবার হলেও হয়েছে তিনি অবশ্যই টিউমেন্ট করবেন; আর যার না হয়েছে তিনিও করে উৎসাহিত করবেন। কোন জ্ঞান-ই বিফলে যায়না। দেখি চিন্তা করে; পরবর্তী টিউন কি নিয়ে করা যায়.. !

আমার ব্লগঃ Market Rocker ভিজিট করার আমন্ত্রন রইল।

Level 0

আমি M M Rizvi Khan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 40 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ইঞ্জিনিয়ারিং পড়ছি। অনলাইনে সারা দুনিয়ার ঘটে যাওয়া বিচিত্র সব খবর দেখি। টেকটিউনকে দিয়ে দেখি প্রযুক্তির দুনিয়া। একা থেকে অভ্যস্ত, তাই একাকী সময় ভাল লাগে। কাউকে হেল্প করতে ভাললাগে। উপকৃত হয়ে সেই মানুষটির আমাকে ভুলে যাওয়া -ভাবতে ভাল লাগেনা ! এটা কারই'বা ভাল লাগবে!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আপনার প্রথম প্রথম লেখা A++++++++++++++++++++++++++++++++++++ দিলাম

    @Hasan 007: ধন্যবাদ! আমাকে উৎসাহিত করবার জন্য।

Level 5

ভালো লাগলো 🙂

Level 0

নতুন তথ‍্য েপলাম। েবাবা ভুত সম্পর্কে নতুন ভাবে জানলাম।

    @guru: কারেকশান প্লিজ! বোবা ভূত বলে কিছু নেই। ভূত যদি থেকেই থাকে; তবে সে অনেক নয়েজ করবে, বোবা থাকবেনা !

আপ্নার প্রথম টিউন ভালো লাগ্লো।আমার প্রথম টিউন এখনো করা হয়নি 😀 . আমি কয়েক বছর যাবত টিটির অভিজ্ঞ টিউনারদের দেয়া টিউন থেকে উপকার ভোগ করে আসছি।

আহ!!! আপনার প্রথম টিউন দূর্দান্ত হয়েছে ++++++
ভাই কি আর বলব, গভীররাতে হঠাত ঘুম পাতলা হয়ে আসা এবং নড়তে না পারার ভীতিকর অভিজ্ঞতা আমার বেশ কয়েকবার হয়েছে! ঘুম পুরোপুরি ভেঙ্গে যাওয়ার পরে যদিও সব স্বাভাবিক হয়ে আসে, কিন্তু ঘুম ভাঙ্গার আগ মুহূর্ত পর্যন্ত মনে হয় যেন কেউ আমার হাত-পা বেধে শ্বাসরোধ করে মারতে চাইছে!!আর মাথার উপরে চলতে ফ্যানের আওয়াজটাও কেমন অদ্ভুতুড়ে শোনায়… আমার মনে আছে, প্রথমবার যখন এমন হয়েছিল, আমি প্রচন্ড ভয়ের চোটে আর ঘুমাতেই পারিনি!! যদিও কাউকে এ ব্যপারে কিছু বলিনি।
তবে কখনো ঘুমের মাঝে উপর থেকে পড়ে যাওয়ার অনুভূতি হয়নি।

    @ধূপছায়া: 🙂 .. আসলে এই টিউনটি নিয়ে আমি লিখতে শুরু করলাম গতকাল রাতে থেকে। তার আগেরদিন রাতে হঠাত আমার ঘুম ভেঙ্গে যায় এবং আমার অনুভূতি হয়েছিল যেন আমি অনেক উপর থেকে পড়ে যাচ্ছি। অনেকটা সময় নিয়ে অনুভূতিটা ছিল। সেখান থেকেই আমার এই টিউন করার চিন্তা মাথায় আসে। প্রথমে ভাবি আমার ফেসবুকে দিবো। তারপর টিটি’র কথা মনে আসলো। বেশ কিছু জায়গা থেকে তথ্য সংগ্রহ করে নিজের অভিজ্ঞতার আলোকে লিখে ফেললাম অবশেষে ! আপনাদের ভাল লেগেছে জেনে আনন্দিত !

Level 0

আপনার প্রথম লেখা খুব ভাল লেগেছে plz continu…….

awesome
A+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

    @faisalalamapu: আপনার দেওয়া A+ এর প্লাসগুলো সব কমেন্ট বক্স ছেদ করে গিয়েছে !! উৎসাহিত করার জন্য ধন্যবাদ।

খুব ভালো হয়েছে …। ধন্যবাদ আপনাকে .

উপর থেকে পড়ার ব্যাপারটা আগে থেকে জানতাম, কিন্তু বোবায় ধরার ব্যাপারটা জানতাম না। যাই হোক আপনার প্রথম টিউন এক কথায় ঝাক্কাস 🙂 আশা করি আমাদের এভাবেই ঝাক্কাস ঝাক্কাস টিউন গিফট দিয়ে যাবেন 🙂 🙂 🙂

ভাল মানে ফাটাফাটি টিউন। প্রথম টিউনেই বাজি মাত। আমি কাজে থাকতে ভালবাসি। যখনই ফ্রী থাকি মাথায় নানা রকম ভুত চাপে। কখনো কখনো ঘুমের ঔষধ খাই আর সেই দিনই বেশী ফিল করি উপর থেকে পড়ে যাওয়ার ঘটনা। দারুন বাস্তব ধর্মী এমন টিউন আরো প্রত্যাশা করি।

    @মনির শিকদার: অবশ্যই। এমন সব এক্সক্লুসিভ টিউন দিয়ে আপনাদের সাথে থাকার প্রতিশ্রুতি দিচ্ছি। ইনশাল্লাহ !

( অনেক কিছু জানলাম) ১ম টিউন হিসেবে অনেক সুন্দর হয়েছে
আপনার থেকে আরো ভালো টিউন আশা করি

ও হ্যা যারা অপারেশন থিয়েটারে অজ্ঞান হয়েছেন তারা এই দুইটি অবস্থার অভিজ্ঞতা অবশ্যই করছেন। যখন চেতনা ফেরে তখন মনে হয় অন্য এক জগত ঘুরে এলাম।

ভালো লেগেছে। আমি নাকি ঘুমের মাঝে অনেক কথা বলি। সারাদিন যা করি তাই নিয়ে কিছু বলে ফেলি। এর প্রতিকার কি আর ব্যাখ্যাই বা কি ???

prothom tar bapare ekta kotha.manusher blood pressure hotat fall korleo emon hote pare

    @CYANIDE-of-BANGLADESH: নতুন তথ্য পাওয়া গেল। যুক্তিসঙ্গত। মনে রাখলাম ! কমেন্টের জন্য ধন্যবাদ।

via onek den thake akta answer kujchelam, pailam 2nd problem ta amr maje maje hoy.

    @Ahmedshajal: ঘুমের সময় অন্য চিন্তা বাদ দিয়ে ঘুমান। আশাকরি ঠিক হয়ে যাবে। এটা কোন রোগ না, এমনকি কোন রোগের উপসর্গও না । ভাল থাকুন।

প্রথম বলেই 6!

    @Iron maiden: 😀 থ্যাঙ্ক ইউ দা আইরন মেইডেন !! যদিও ক্রিকেট খেলা ভাল পারি বলে বরাবরই দাবি করি 🙂 কিন্তু এর আগে কখনো প্রথম বলে ছয় মেরেছিলাম বলে মনে পড়ছেনা..

      @Rizvi Khan Raaz: Simply চরম!!!
      আপনার দেওয়া এই ঘটনাগুলো আমার ঘটেছিল (প্রায়ই ঘটে)।

      আরও একটা interesting ঘটনাও ঘটে। যেমন ধরুন, আজ আমি স্বপ্নে দেখলাম আমি দৌড়াচ্ছি। হঠাৎ একটা ইটে বেধে পড়ে গেলাম এবং আমার ডান হাতে কনুই-এর কাছে কেটে গেল।
      সত্যি সত্যি কয়েকদিন পর আমি ঠিক ঐভাবেই দৌড়ালাম এবং ঐভাবেই ইটে বেধে পড়ে গেলাম এবং স্বপ্নে যেখানে দেখেছিলাম ঠিক ঐখানেই কেতে গেল!! কি আজব!!!!

      যাই হোক আমি আপনার পরবর্তী প্রতিটি টিউনের সাথে আছি…চালিয়ে যান।

      😛

Level 0

এ+ দিলাম 😀 দারুন হয়েছে ভাই…

Level New

jara upor theke ba dourate giye hochot kheye pore jan tader Operating system problem logout hoite deri kore 😀 ar jara ghum theke uthe kisu korte paren na, tader startup application beshi hoye gese 😀 Ar jader 2 tai hoy tader processor durbol kisui thik moto ter pay na 😀

    @saif_precio: আ-হা হা হা !!! আপনার কম্পিউটারাইজড ব্যাখ্যা পড়ে মজা পেলাম 😀 আপনার প্রসেসর সম্পর্কে আমাদের জানান !

      Level New

      @Rizvi Khan Raaz: Core i5 er moto. ei problem face kori na. tobe age majhe majhe hochot khetam, may be auto update hoyese 😀

পড়লাম বেশ ভাল লাগল।

আপনি কি সামুর নিয়েল (হিমু) ? http://www.somewhereinblog.net/blog/Neyal

    @সজীব আমান: সামুতে আগে লিখতাম। এখন লিখিনা। ধর্ম বিদ্বেষী কোন কিছুর সাথে থাকার ইচ্ছা নেই। আমি রাজনীতিও করিনা। কারন, হিমুরা রাজনীতি করেনা !

ভাই আপনাকে A+ না দিলেই নয়। প্রথম টিউনটি দুর্দান্তভাবেই করেছেন। এই সমস্যাগুলোতে আমিও পড়েছিলাম। আজ এগুলো সম্পর্কে ভালভাবে জানা হলো।
ধন্যবাদ আপনাকে

Level 2

আপনার প্রথম টিউন দূর্দান্ত হয়েছে ! ++++++++++++++++++++++++ XXXXXXXX ++++++++++++++++++++

হুম…… স্বপ্ন নিয়ে আমার কিউরিসিটিটাও বেশ। ভাল লাগল, পারলে আরও পোস্ট করেন এটা নিয়ে।।

    @ইমরান: ইনশাল্লাহ করব। আপনাদের সকলের ভাল লেগেছে জেনে আনন্দিত আমি!

Level 2

আমার ক্ষেত্রে দুটো ঘটনাই ঘটেছে। but অনেক কিছু জানলাম।