এই নিয়ে দ্বিতীয়বার আমার নজরে পড়লো টেকটিউনসে গুগল এডসেন্স বিজ্ঞাপনে পরিচিতদের অনুপ্রেরণা যোগানো হচ্ছে [লিঙ্ক]; গুগল বার বার করেই বলে দিয়েছে যেন কেউ তার নিজের বিজ্ঞাপনে ক্লিক না করেন, এবং কেউ যেন তার পরিচিত কাউকে প্রত্যক্ষ কিম্বা পরোক্ষভাবে বিজ্ঞাপনে ক্লিক করতে উৎসাহ না দেন। অথচ বার বার করে টেকটিউনসের মতো একটি জনপ্রিয় সাইটে এই প্রচার চালাচ্ছেন কেউ কেউ। তারা পাঠকদের বোঝাচ্ছেন গুগল নাকি চায় তাদের বিজ্ঞাপনে ক্লিক করা হোক! আশ্চর্য, এমন কথা গুগল কোথায় লিখেছে?
উপরের টিউনটি যিনি লিখেছেন তিনি কি গুগলের নিয়ম পড়েছেন? সূত্র পাতা - https://www.google.com/adsense/terms যেখানে পরিষ্কার করেই লেখা হয়েছে ৫ নং নিয়মে - Prohibited Uses. You shall not, and shall not authorize or encourage any third party to: (i) directly or indirectly generate queries, Referral Events, or impressions of or clicks on any Ad, Link, Search Result, or Referral Button...
যিনি বা যারা এই বিভ্রান্তিকর প্রচারাভিযান চালাচ্ছেন তারা কি দায়িত্ব নেবেন কারো একাউন্ট বাতিল হলে? নাঃ, তখন তারা একেবারেই নিশ্চুপে গা ঢাকা দেবেন। তারা স্বীকারই করবেন না তাদের কারনে এইসব হয়েছে। খোলামেলা ভাবে জনপ্রিয় সাইটে প্রচার চালাচ্ছেন কিছু টিউনার। অবিলম্বে এটা বন্ধ হওয়া প্রয়োজন। অনেক পাঠক যারা ভালো করে নিয়মকানুন জানেন না, তারা অনুপ্রানিত হয়ে ক্লিক করে ফেলবেন। প্রথমে ফলাফল খারাপ নাহলেও একদিন সাহস পেয়ে বেড়ে গিয়ে একাউন্ট বাতিলের পর্যায়ে যাবে। সেদিন কি হবে? আবার টেকটিউনসেই ভরসা তো? অভিজ্ঞ টিউনারদের কাছে 'সাহায্য চাই' বিলাপ করে করে অস্থির হবেন তারা।
মডারেটাররা আরেকটু সক্রিয় হোন। এটা সার্বজনিক খোলামেলা ব্লগ জগত, এখানে সব পাঠকের সমান পরিমানের উচ্চ অভিজ্ঞতা নেই, কারো কম কারো বেশি। যারা অল্প জানেন তারা শিখবেন, কিন্তু নিয়মবিরুদ্ধ জিনিস যেন তাদেরকে পড়তে নাহয়। এতে টেকটিউনসেরও যথেষ্ট ক্ষতি হবে। আমি আগেও বলেছিলাম যখন এই ধরনের টিউন দেখা গিয়েছিল, অন্যান্য সাইটে বদনাম ছড়িয়ে যাবে যে টেকটিউনসকে ব্যবহার করে নিয়মের বারোটা বাজানো হচ্ছে। এই বদনাম আমাদের কারো শুনতে ভালো লাগবেনা।
আর তাছাড়া এর অন্য অনেক ক্ষতিকারক দিক আছে। যারা সঠিকভাবে নিয়মাবলী জানেন না, তারা এই প্রচার অভিযানে অনুপ্রানিত হয়ে গিয়ে অন্যদের ব্লগে গিয়ে গিয়ে ক্লিক করে আসবেন নিশ্চুপে - আমরা জানতেও পারবোনা অথচ একদিন দেখবো আমাদের একাউন্ট বাতিল। নিজেরা ক্লিক করিনি, কিন্তু গুগল তো ভাববে যে চেনাজানাদের বলেছি ক্লিক করতে - তাইনা? সূত্র খুঁজলে টেকটিউনসের মতো জনপ্রিয় সাইটের লিঙ্ক অনায়াসেই পাওয়া যাবে!
কতো টিউনার সাহায্য চেয়েছেন তাদের একাউন্ট বাতিল হয়েছে, কিকরে নতুন একাউন্ট পাবেন ইত্যাদি। তারা গালে হাত দিয়ে ভাবছেন যে তারা তো নিজের সাইটে ক্লিক করেননি, তাহলে কেন এমন হলো। এমন উদাহরন কি কম দেখেছি এখানে আমরা? সাহায্য চাই বিভাগে নজর দিলে এমন প্রচুর কাহিনী পাওয়া যাবে। নিজেরা ক্লিক করেনি অথচ একাউন্ট ব্যানের পেছনে এটাই একটা মস্তবড় কারন সেটা কয়জনে বুঝতে পারছে? আমি তো মাত্র দুইবার টেকটিউনসে এই জাতীয় লেখা দেখেই প্রতিবাদ জানাচ্ছি, অন্যদিকে অফলাইনে কতো যে এইভাবে ভ্রান্ত প্রচার চালাচ্ছেন কেউ কেউ, সেইসবের খবর আমাদের কাছে নেই।
বাঙালির উপকার করার উদ্দেশ্যে যেসব প্রচার শুরু হয়েছে, আমি সত্যি শঙ্কিত হচ্ছি। আমাকে মাফ করবেন আমি এই জাতীয় লেখা দিতে চাইনা, তবে সচেতনতার অভাবে কারো ক্ষতি না হয়ে যায় সেই কারনেই লিখতে বাধ্য হলাম।
[এটি একটি সাময়িক টিউন, মুছে ফেলা হবে]
আমি রিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 96 টি টিউন ও 362 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
জীবনের সব ভুল, যদি ফুল হয়ে যায়... জীবনের সব কালো, যদি আলো হয়ে যায়...
আপনাকে ধন্যবাদ বিষয়টা নিয়ে লিখার জন্য। টেকটিউনসের সার্থে মডারেটরদের উচিৎ কে কি টিউন করছে সেদিকে লক্ষ রাখা। প্রতিটি টিউনের পাশে “রিপোর্ট” বাটন যুক্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি, যাতে অফেন্সিভ পোষ্টগুলোর ব্যাপারে সহজে রিপোর্ট করা যায়।