আমি আজকে যা লিখছি, সেটির মূল এই লেখাটি এস এম মেহেদী হাসান নামে এক ওয়েব ডিজাইনার এবং ডেভলপার সম্পুর্ণরূপে কপি করে তার ব্লগে রেখেছেন, ঠিকানা এইখানে http://bit.ly/a9TCF6 পোস্টের নিচে তিনি লিখেছেন "ধন্যবাদ টেকটিউনস"। এবারে দেখুন, তিনি পোস্ট সম্পুর্ণরূপে কপি করার ফলাফল কি হয়েছে। যেহেতু আংশিক পোস্ট নয়, তাই পাঠক সেখানেই পুরোটা পড়েছেন এবং মন্তব্য দিয়েছেন।
সেখানে একজন পাঠক মন্তব্য লিখেছেন যে এই লেখাটি আমি নাকি অন্য কোনোখান থেকে কপি করেছি। জানুয়ারীর ২৩ তারিখে পাঠক এই কথা লিখেছেন আর আমি এক মাস পরে আজকে সেটা জানলাম। আমি তো কষ্ট করে এই টিউনটি লিখেছি, কারো থেকে কপি নয়। কিন্তু দেখুন, কেমন অনায়াসে আমি চোর বনে গেলাম? কার দোষে আমি চোর হলাম? যিনি এই লেখাটি সম্পুর্ণরূপে কপি করেছেন তার কারনে আমি চোর হলাম, প্রতিবাদ করার সুযোগ আমি পেলাম না। আমি তবুও সেখানে মন্তব্য করে প্রমাণ চেয়েছি, আমি কোথা থেকে কপি করেছি সেটা যেন আমাকে দেখানো হয়। কিন্তু এক মাস আগের মন্তব্য পড়ে দেখতে আর কি আসবেন সেই পাঠক? আমি তার কাছে চোর হয়েই থেকে গেলাম এস এম মেহেদী হাসান নামের এক ওয়েব ডিজাইনার এবং ডেভলপারের কারনে।
এস এম মেহেদী হাসান - আপনি কি এই টিউন পড়ছেন? আমার কষ্টের লেখা, আমিই শুনতে বাধ্য হলাম চুরি করা কপি করা লেখা? কেন এমন হবে?
টেকটিউনসে আসেন অনেকেই, এইখান থেকে কেউ কেউ পোস্ট নিয়ে পুরোটাই প্রকাশ করে দিচ্ছেন, আপনাদের ব্লগে পাঠক এসে মন্তব্য রেখে যাচ্ছেন, আসল লেখক হিসেবে আমাদের কিছু বলার থাকতে পারে, সেই সুযোগ আপনারা দিচ্ছেন না। আমি জানতেই পারিনি আমি একজন পাঠকের নজরে চোর বনে বসে আছি! দায়িত্ব কে নেবেন? এস এম মেহেদী হাসান কি দায়িত্ব নেবেন এই সম্মানহানির? তিনি লিখেছেন "ধন্যবাদ টেকটিউনস", তাতেই এই ডেভলপার ভেবেছেন দায় শেষ। কিন্তু সত্যিই কি দায় শেষ? টিউনের লেখিকা আমি, অভিযোগ হয়েছে টিউনটি কপি করা, উত্তর এস এম মেহেদী হাসান দেননি সেই পাঠককে। অর্থাৎ, এই ওয়েব ডেভলপার ভদ্রলোক আসল লেখিকাকে চোর হিসেবেই রেখে দিলেন।
আপনাদের কাছে আমার আবেদন - যারা যারা টেকটিউনস কিম্বা অন্য যেখান থেকেই লেখা নিন, দয়া করে পুরোটা কপি করবেন না, আর যদি একান্তই পুরোটা কপি না করে থাকতে না পারেন, তাহলে দয়া করে আসল লেখক/লেখিকার হদিশও দিন যাতে যাতে এইধরনের চোর অপবাদে জর্জরিত না হতে হয় আমাদের। আমি অত্যন্ত মর্মাহত। এমন আরো উদাহরন আছে কিনা আমি সব খুঁজে দেখিনি। আমি বিশাল বড় প্রফেশনাল ব্লগার নই, কিন্তু আমি যেটুকু, সেটুকু আসল, একটুও নকল নয়। চুরি আমি করছিনা, অথচ অন্যদের কারনে চোর হতে হচ্ছে আমাকে - দুঃখিত এবং আশাহত হওয়া ছাড়া আর কিই বা পথ বাকি থাকে?
অনেকেই বলেন বাংলাকে ভালোবাসি, বাংলা ভাষাকে ভালোবাসি, অথচ আমাদেরই মধ্যে কিছু অসাধু ব্যাক্তির কারনে ব্যাথিত হচ্ছি আমরা, যারা কষ্ট করে লিখে যাচ্ছি। এইসব কপিয়ার যারা নিজেদেরকে ডেভলপার হিসেবে পরিচয় দেন, কি ধরনের ডেভলপার তারা? আপনারাই বলুন? কতোখানি ক্ষতি তারা করছেন, কতোখানি অপমান তারা করছেন বাংলাকে। এইটা কি উচিৎ? যারা এইসব কাজ করছেন তারা নিজেরাও চুরি করছেন, সেইসাথে আসল লেখককেও চোর বানিয়ে তুলছেন।
টেকটিউনস থেকে এই লেখা কপি হয়েছে, তাই আমি এখানেই প্রতিবাদ জানাচ্ছি, যাতে আপনারাও জানতে পারেন ব্যাপারটা। সকল টিউনার যারা কষ্ট করে নিজে লেখেন পুরোটা, সবাই সরব হোন, আশাকরি আপনাদেরকে পাশে পাবো। বাকিরা যারা কপি করছেন, দয়া করে সচেতন হোন, আপনাদের চুরির কারনে কেন আমরা চোর হবো? লেখা নিতে হলে প্রথম প্যারাগ্রাফ নিন, বাকিটা আসল লেখার দিকে লিঙ্ক করে দিন? অপ্রীতিকর অভিযোগগুলির যথার্থ উত্তর যেন দিতে পারি আমরা, সেই সুযোগটুকু দিন আমাদেরকে?
আর, এস এম মেহেদী হাসান - প্লিজ, নিজেকে ওয়েব ডেভলপার হিসেবে পরিচয় দেওয়ার আগে ভেবে নিন আপনি কি ডভলপারের বদলে ডেস্ট্রয়ার নন তো? আপনার কারনে আজকে একজন মহিলা ব্লগার পরিচিত হলেন কপি ব্লগার হিসেবে। ব্লগিং জগতে মহিলাদের প্রতিনিধিত্ব অনেক কম, যাও বা আছে তাও শেষ করতে উঠেপড়ে লেগেছেন নাকি?
আপনারা জানেন কিনা জানিনা, আরেকজন আছেন, তিনি গোটা টেকটিউনসকেই ডুপ্লিকেট করে ফেলেছেন, ঠিকানা - http://bit.ly/coAFjh
- লেখাটি আমার ব্লগেও দিলাম, এইখানে
আমি রিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 96 টি টিউন ও 362 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
জীবনের সব ভুল, যদি ফুল হয়ে যায়... জীবনের সব কালো, যদি আলো হয়ে যায়...
আপু আপনার লেখাটা পরলাম অনেক দেরিতে ।আপনি হয়্তো আমার কমেন্ট পড়বেন না কিন্তু তার্পরো নিজের একটা ঘটনা শেয়ার না করে পারছি না।
আমার একটা ফেসবুক পেইজ আছে।আমার সৌভাগ্য কি না জানি না, আমি পোষ্ট দেয়ার সাথে সাথে সেটা ২-৪ পেজ কপি করে যাদের ফ্যান আমার থেকে বেশি।কিছুই বলার নাই কারন আমার পেজ ৬০০০ ওদের পেজ ১৪০০০ , ২২০০০ ।একবার কমেন্টে বলেছিলাম আমার পেজের নাম্টা দিন , ওই এডমিন আমার কমেন্টের রিপ্লাই না দিয়ে আমাকে ব্যান করে দিয়েছে।
যাই হোক আপু আমি আমার কাজ করে যাচ্ছি আপনিও আপনার কাজ করে যান্।ভালো থাকুন্।ইচ্ছা হলে আমার পেজ্টা থেকে ঘুরে আসতে পারেন
http://www.facebook.com/we.are.not.single
সত্যই দুঃখ্যের। “চোর কখনোই শুনবেনা ধর্মের কাহিনী”।
আর দেখে বোঝা যাচ্ছে অনেক কস্ট করে আবেদনটা লিখেছেন।
ধন্যবাদ।