আমার বড় ভাই প্যারিস থেকে একটা ল্যাপটপ দিসে আমাকে। যখন আমি ল্যাপটপ টা পাই তখন এটা ফ্রেন্ঝ ভাষায় ছিল। আমি আমার এক বন্ধুর কথায় উইনডোস ৭ সেটাপ সেটাপ দেই। তারপর থেকেই সমস্যাটা দেখা দিছে।
সমস্যা হলঃ ১।একটানা ১.৩০ ঘন্টার বেশি নরমাল কোন কাজ করলে ল্যাপটপ এর মনিটর কাল হইয়া যায় কিন্তু পাওয়ার থাকে।তখন ম্যানু্য়ালি অফ করে অন করতে হয়
২। একসাথে ২ টা কাজ করতে থাকলে উপরের মত অবস্তা হয়। যেমনঃ মুভি দেখার সময় যদি অন্য কোন কাজ করি।
৩।সবচেয়ে বেশি এই সমস্যাটা হয় যদি পেনড্রাইভ লাগানো থাকা অবস্থায় যে কোন কাজ করি। মাঝে মাঝে সুধু পেনড্রাইভ থেকে কপি পেস্ট করলেও ল্যাপটপ অফ হইয়া যায়।
এখন এর ওর কথা শুনে খালি সেটাপের উপর আসি।
কি করব বলেনতো ভাইয়ারা?????????????
আমি nayemdurjay। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মাথায়তো কিছু খেলতেছে না………..