আমই আমার ল্যাপটপ নিয়া বিপদে আছি। হেল্প করেন ভাইয়ারা

আমার বড় ভাই প্যারিস থেকে একটা ল্যাপটপ দিসে আমাকে। যখন আমি ল্যাপটপ টা পাই তখন এটা ফ্রেন্ঝ ভাষায় ছিল। আমি আমার এক বন্ধুর কথায় উইনডোস ৭ সেটাপ সেটাপ দেই। তারপর থেকেই সমস্যাটা দেখা দিছে।

সমস্যা হলঃ ১।একটানা ১.৩০ ঘন্টার বেশি নরমাল কোন কাজ করলে ল্যাপটপ এর মনিটর কাল হইয়া যায় কিন্তু পাওয়ার থাকে।তখন ম্যানু্য়ালি অফ করে অন করতে হয়

২। একসাথে ২ টা কাজ করতে থাকলে উপরের মত অবস্তা হয়। যেমনঃ মুভি দেখার সময় যদি অন্য কোন কাজ করি।

৩।সবচেয়ে বেশি এই সমস্যাটা হয় যদি পেনড্রাইভ লাগানো থাকা অবস্থায় যে কোন কাজ করি। মাঝে মাঝে সুধু পেনড্রাইভ থেকে কপি পেস্ট করলেও ল্যাপটপ অফ হইয়া যায়।

এখন এর ওর কথা শুনে খালি সেটাপের উপর আসি।

কি করব বলেনতো ভাইয়ারা?????????????

Level 4

আমি nayemdurjay। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

মাথায়তো কিছু খেলতেছে না………..

Level New

New kore W7 setup dao. NO Style Only Original.

Level 0

apni ai 01832073918 no e call diben obosshoi apnar somossa solve hobe insha allah.

W7 ultimate setup den again….(activator use korar age dekhe nen ei prblm r hoy kina)

Level 0

http://msft.digitalrivercontent.net/win/X17-59463.iso এই লিঙ্ক থেকে উইন্ডোজ টা ডাউনলোড করে , চালান , এইটা অরিজিনাল উইন্ডোজ ৭ আল্টিমেট ,

দেশের বাইরের ল্যাপটপ গুলোতে সাধারনত অরিজিনাল অপারেটিং সিসটেম থাকে। ল্যাপটপের তলায় একটা স্টিকারে সিরিয়াল নাম্বার থাকার কথা। সঠিক অপারেটিং এর নাম চেক করে (যেমন আলটিমেট, হোম এডিশন, প্রফেসনাল) ইনস্টল দিয়ে সিরিয়াল নাম্বার দিয়ে একটিভ করে দেখতে পারেন।

অনেক সময় পাওয়ার ম্যানেজমেন্ট এর কারনে স্ক্রীন কালো হয়ে যেতে পারে। সেটিং চেক করতে পারেন।

যদিও পরিচিত দক্ষ কেউ থাকে, তাহলে RAM খুলে আবার লাগিয়ে দেখা যেতে পারে। প্রসেসর এর কুলার ঘুরছে কি না, সেটা চেক করতে হবে। আর বিছানা বা নরম যায়গায় ল্যাপটপ রাখেল ভেতর থেকে বাতাস বের হতে পারে না। এজন্য টেবিলে বা সমান যায়গায় লেপটপ রেখে দেখতে পারেন।

Level 0

আসলে এ রকম অনেক কারনে হতে পারে। সব চেয়ে ভাল হয় পরিচিত কোন দক্ষ বড় ভাই থাকলে তাকে দিয়া দেখিয়ে নিলে। আর আপনি নিজেই win setup ভাল ভাবে দিয়া হালনাগাদ antivirus পুরা computer ভাল ভাবে scan করে নিতা পারেন এতে ভাইরাস এর সমস্যা থাকলে যাবে ।
আর যদি ল্যাপটপ যদি খুব গরম হয়া যায় তাহলে আপনার কুলার ফ্যান এ সমস্যা আছে। এ জন্য service center এ দেখানোই ভাল।

    @mony: poricito vai nai………antivirus to avast chalai………laptop motamoti gorom hoy

Level 0

@ Riyad Vhiya ata ke win 7 Ultimate sp1 32 bit ?

Level 0

vai apnar basha dhakate hole idb vobone nia jan plz

Level 0

ভাই আপনি যদি এ্যাকটিভেটর দিয়া উইন্ডোস এ্যাকটিভ করেন তাহলে হয়ত এই সমস্যার কারন সেটাই। আপনি আবার উন্ডোস সেটআপ দিয়া এ্যাকটিভেট না করে দেখেন এই সমস্যা হয় কিনা।

Level 0

data backup nie sob partition delate korun. > notun kore win 7 ultimate edition setup korun. > ekon driver install na die test hisebe laptop 2-3 ghonta chalaya deken. > jodi driver sara valo chole, tahole internet teke latop er original driver download korun. > ete jodi kaj na hoy RAM chang kore dekhte paren.
Thanx.

Level 0

আপনি অন্য একটা ইন্সটলেশন ডিস্ক থেকে উইন্ডোজ সেটাপ দিতে পারেন। যত দূর মনে হচ্ছে আপনার লেপটপ ভাইরাসে আক্রান্ত। ধন্যবাদ

Level 0

apnake mobile no ta diasilam apnar somossa hole call diea dekhben apnar upokar hobe, khoti hobe na…..01832073918

Level 0

jodi shomosha hoea thake tahole call diean…………ar na hoi tahole to….

Level 0

jar matha betha tar kono khobor nai…… :O

Level 0

নতুন করে সেটআপ দিয়ে সম্পন্ন রুপে আপগ্রেড করুন।

Level 0

নতুন করে সেটআপ করেন update option tule diye setup diben

Level 0

আমি ” বাবু ” ভাই এর সাথে এক মত, কিন্তু ram খুলার ব্যাপারে সহমত নই, কারন warenty চলে যেতে পারে।

windows 7 ultimate x86 সেটআপ দিয়ে দেখতে পারেন। আর যদি আপনি দক্ষ না হন তবে কোন সার্ভিস সেন্টার এ দেখাতে পারেন।

vai ami aktu busy silam…. tai cmnt korte pari nai