ওয়েব সাইটের গুগল পেজ র‍্যাঙ্ক বাড়ানো এত সোজা!

গত ডিসেম্বরের ২৭ তারিখ একটা ডোমেইন ও  হোস্টিং কিনেছিলাম। কিন্তু কিভাবে কি করব বুঝে উঠতে পারছিলাম না। পরে মার্চ থেকে টেকটিউন্স সহ আরও কিছু ব্লগ পরে ওয়ার্ডপ্রেস এ ওয়েবসাইট বানানর কৌশল শিখলাম। শেখা বললে ভুল হবে, বিভিন্ন জায়গা থেকে ফ্রি এটা  সেটা জোড়া লাগিয়ে একটা সাইট দাড়া করলাম।  মার্চের ১৮ তারিখ ব্লগটা বানিয়ে প্রথম পোস্ট দিলাম।

এছাড়া ফেসবুক, টুইটার সহ বিভিন্ন সোসিয়াল সাইটগুলতে এয়াকাউন্ট বা পেজ খুললাম ঐ ব্লগ এর নামে। এর পর বিভিন্ন ব্লগ থেকে শিখে শুরু করলাম ব্যাকলিঙ্কের কাজ। কিন্তু এতদিনেও অ্যালেক্সা বা গুগলে একটা ব্যাকলিঙ্ক ইন্ডেক্স করাতে পারলাম না 🙁

কিন্তু গত ২৬ এ মার্চ আমি গুগলে ব্যাকলিঙ্ক ও ইন্ডেক্স চেক করতে গিয়ে একটা জিনিস দেখে যারপরনাই অবাক হলাম। বলেন তো কি?

গুগল পেজ র‍্যাঙ্ক! আমার সাইটটি গুগল পেজ র‍্যাঙ্ক এ ১ পেয়েছে। আমি ভাই টেকনিকাল ব্যপার এত ভাল বুঝি না। বিভিন্ন ব্লগ পড়ে এতদিনে এই জেনেছি যে গুগল পেজ র‍্যাঙ্ক বাড়াতে হলে ভাল ব্যাকলিঙ্ক বাড়াতে হয়। কিন্তু আপনারা আমার সাইটটি ভিজিট করে গুগল এবং অ্যালেক্সা তে এটার ব্যাকলিঙ্ক চেক করে দেখুন, ব্যাকলিঙ্ক এর সংখ্যা ০।

কিভাবে কি হইল কেউ কি একটু বলতে পারবেন? আমার মূর্খের মত প্রশ্ন শুনে হাসিয়েন না 🙂

আমার সাইট এর লিঙ্ক

Level 0

আমি assassin006। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সমস্যা নাই ভাই আপনি বোধয় জানেন না যে আলেক্সা একটি সাইট এর ব্যাকলিঙ্ক প্রতি মাসে আপডেট করে। তাই আপনি যেদিন আপনার সাইট আলেক্সা তে Indexed করিয়েছেন আগামী মাসে ঠিক সেইদিন দেখবেন আপনার ব্যাকলিঙ্ক বেড়েছে(যদি আপনি ঠিক ভাবে কাজ করে থাকেন)
মন চাইলে আমার সাইট এ একটা উঁকি দিয়েন।আমি ও অবশ্য খুব কম জানি। তবে জানার ইচ্ছা প্রবল।
ধন্যবাদ।

    @Mahedi_hasan: apnar site dekhla . valo hoise

    Level 0

    @Mahedi_hasan:এলেক্সা প্রতি মাসে নয়, বরং, প্রতি দিনই আপডেট করে। আপনারা কি তা জানেন। বিশ্বাস না করলে চেক করে দেখুন।

      @rblrana: ভাই আমার কমেন্ট টা দয়া করে আবার একবার পরুন আমি বলছি “যে আলেক্সা একটি সাইট এর ব্যাকলিঙ্ক প্রতি মাসে আপডেট করে।”
      আপনি আরও একবার চেক করে দেখুন ভাই।

Level 0

apner kota shune amar ai blog asa korsi pr pabo http://www.vison21.com/

Level 0

ভাই, আপনাকে একটু নিরাশ করতে হচ্ছে। পেজ rank zero হল সবচেয়ে কম। তারপর page rank 1<2<3<4<5<6<7<8<9<10
page rank বেশি হওয়া মানে সেই সাইট তত বেশি পপুলার।\

For free content and services: http://www.bdrulez.com

    @BdRulez: vai, page rank এর মানে বোঝার মত এতটুকু জ্ঞ্যান মনে হয় আছে। আর আমার পেজ র‍্যাঙ্ক বাড়ছে, এতে আমি নিরাশ কেন হব বুঝলাম না ভাই। ফাও একটু বিজ্ঞাপন ও দিয়া গেলেন!!!

চান্স এ সবাই বিজ্ঞাপন দিচ্ছে ।

@rblrana: sorry to say apnar PR- 0
u can check google PR for my another site. http://ihutbd.com/
আমা এই সাইটটির আলেক্সা র‍্যাঙ্ক ভাল, কিন্ত এখনও PR- 0। এই সাইটে PR চেক করার টুল আছে, যার দকার চেক করতে পারেন

Level 0

আমার সাইট এ তো ন রাঙ্ক দেখায় 🙁 । বুজতে পারছি না কারন।। প্রতিদিন ব্যাকলিঙ্ক করছি বুত তারপর ও সমসা হচ্ছে … আমার সাইট >> http://www.studiowideangle.com

Level 0

sorry vai. amr bujhte MAY BE vul hoise

Hosting Provieder er server maintainance er karone bikal porjonto site down thak. Sorry for inconvinience.