গত ডিসেম্বরের ২৭ তারিখ একটা ডোমেইন ও হোস্টিং কিনেছিলাম। কিন্তু কিভাবে কি করব বুঝে উঠতে পারছিলাম না। পরে মার্চ থেকে টেকটিউন্স সহ আরও কিছু ব্লগ পরে ওয়ার্ডপ্রেস এ ওয়েবসাইট বানানর কৌশল শিখলাম। শেখা বললে ভুল হবে, বিভিন্ন জায়গা থেকে ফ্রি এটা সেটা জোড়া লাগিয়ে একটা সাইট দাড়া করলাম। মার্চের ১৮ তারিখ ব্লগটা বানিয়ে প্রথম পোস্ট দিলাম।
এছাড়া ফেসবুক, টুইটার সহ বিভিন্ন সোসিয়াল সাইটগুলতে এয়াকাউন্ট বা পেজ খুললাম ঐ ব্লগ এর নামে। এর পর বিভিন্ন ব্লগ থেকে শিখে শুরু করলাম ব্যাকলিঙ্কের কাজ। কিন্তু এতদিনেও অ্যালেক্সা বা গুগলে একটা ব্যাকলিঙ্ক ইন্ডেক্স করাতে পারলাম না 🙁
কিন্তু গত ২৬ এ মার্চ আমি গুগলে ব্যাকলিঙ্ক ও ইন্ডেক্স চেক করতে গিয়ে একটা জিনিস দেখে যারপরনাই অবাক হলাম। বলেন তো কি?
গুগল পেজ র্যাঙ্ক! আমার সাইটটি গুগল পেজ র্যাঙ্ক এ ১ পেয়েছে। আমি ভাই টেকনিকাল ব্যপার এত ভাল বুঝি না। বিভিন্ন ব্লগ পড়ে এতদিনে এই জেনেছি যে গুগল পেজ র্যাঙ্ক বাড়াতে হলে ভাল ব্যাকলিঙ্ক বাড়াতে হয়। কিন্তু আপনারা আমার সাইটটি ভিজিট করে গুগল এবং অ্যালেক্সা তে এটার ব্যাকলিঙ্ক চেক করে দেখুন, ব্যাকলিঙ্ক এর সংখ্যা ০।
কিভাবে কি হইল কেউ কি একটু বলতে পারবেন? আমার মূর্খের মত প্রশ্ন শুনে হাসিয়েন না 🙂
আমি assassin006। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সমস্যা নাই ভাই আপনি বোধয় জানেন না যে আলেক্সা একটি সাইট এর ব্যাকলিঙ্ক প্রতি মাসে আপডেট করে। তাই আপনি যেদিন আপনার সাইট আলেক্সা তে Indexed করিয়েছেন আগামী মাসে ঠিক সেইদিন দেখবেন আপনার ব্যাকলিঙ্ক বেড়েছে(যদি আপনি ঠিক ভাবে কাজ করে থাকেন)
মন চাইলে আমার সাইট এ একটা উঁকি দিয়েন।আমি ও অবশ্য খুব কম জানি। তবে জানার ইচ্ছা প্রবল।
ধন্যবাদ।