সুরক্ষিত রাখুন আপনার এডসেন্স একাউন্ট

অনেক এডসেন্স পাবলিশার জানিয়েছেন যে তাদের একাউন্টে বাড়তি কিছু আয় হচ্ছে যার উৎস তারা জানতে পারছেন না। কেউ কেউ জানিয়েছেন যে তাদের পুরোনো এবং বন্ধ করে দেওয়া ব্লগের উৎস থেকে আজও তারা ক্লিক পাচ্ছেন এবং কিছু আয় হচ্ছে। আর, বেশ কিছু এডসেন্স পাবলিশার জানেন না তারা বেআইনি কিছু না করাতেও তাদের একাউন্ট কেন ব্যান হয়েছে। এই সব প্রশ্নের উত্তরে গুগল জানাচ্ছে একটিই উত্তর, নিজের একাউন্ট নিজেকেই সুরক্ষিত রাখতে হবে।

সম্প্রতি গুগল এই ব্যাপারে জানিয়েছে আমাদের যাতে অনাকাঙ্খিত পরিস্থিতির সামনে পড়তে নাহয় যে আমরা নিজেরাই নিয়ন্ত্রণ করতে পারি কোন কোন সাইটে আমাদের কোড ব্যবহার হতে পারবে - Adsense setup > Allowed sites - এই নামে একটি লিঙ্ক পাবেন একাউন্টে, এখানেই উল্লেখ করে দিন আপনার নিজের ব্লগ/সাইটের পরিপূর্ণ তালিকা।

এই সুবিধা ব্যবহারের আগে অল্প কিছু জিনিস জেনে নিন। আপনি নিজেই একটি ব্লগ বন্ধ করে দিয়ে নতুন ব্লগ খুললে সেই নতুন ব্লগের লিঙ্ক উপরে বলা তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুলবেন না যেন! নইলে নিজেরই ব্লগে বিজ্ঞাপন দেখাবেনা, এবং আপনি হয়তো ভাবতে বসবেন কেন এমন হচ্ছে। সুতরাং, মনে করে এই তালিকা সব সময়েই আপডেট করে রাখবেন।

নিজের এডসেন্স একাউন্টকে সুরক্ষিত রাখুন।

প্রকাশিত হয়েছে এইখানে

Level 0

আমি রিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 96 টি টিউন ও 362 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

জীবনের সব ভুল, যদি ফুল হয়ে যায়... জীবনের সব কালো, যদি আলো হয়ে যায়...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আগেই জানতাম তবে আপনাকে অনুরোধ টিউনের প্রথম প্যারাটি সংক্ষিপ্ত করুন পারলে মুছে দিন কারন বুঝতেই পারছেন

    ধন্যবাদ শাকিল, আমিও ভাবছিলাম এতোখানি লিখে উচিৎ হচ্ছে কিনা!

আমি ১ম বারের চেক পাবার দারপ্রান্তে। সুন্দর টিউনস।

“আপনি নিজেই একটি ব্লগ বন্ধ করে দিয়ে নতুন ব্লগ খুললে সেই নতুন ব্লগের লিঙ্ক উপরে বলা তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুলবেন না যেন! নইলে নিজেরই ব্লগে বিজ্ঞাপন দেখাবেনা” এই কথা টা পরিবর্তন করে দিন। এ ক্ষেত্রে হবে “নইলে ক্লিক এবং Ad Impression গননা করা হবে না। ফলে আপনি ঐ ক্লিক এর জন্য কোন টাকা পাবেন না।” নিচে আমার এডসেন্স হিসাবের স্ক্রীনশট দিলাম।

এ বিষয়ে আমার ব্যক্তিগত ব্লগে অনেক আগে একটি পোষ্ট লেখা হয়েছিল আগ্রহীরা পড়তে পারেন এখানে।

আগের মন্তব্য টা মুছে দিন ঐটা তে ছবির লিঙ্ক কাজ করছেনা।