একটি লোক তার সাথে একটি কুকুর, একটি ছাগল আর এক বোঝা কাঁঠালপাতা নিয়ে নৌকা বা ফেরি পার হতে এসে দেখলো যে, নদীতে একটি মাত্র নৌকা আছে। আর সেই নৌকায় সে সহ তার সাথে থাকা কুকুর, ছাগল আর কাঁঠালপাতা একসাথে পার হতে পারবে না। একসাথে পার হতে গেলে নৌকাটি নদীতে ডুবে যাবে। তবে তার সাথে একটি একটি করে জিনিষ নিয়ে পার হতে পারবে। কিন্তু সমস্যা হলো লোকটি যদি প্রথমে কুকুরটি নিয়ে পার হয় তবে ছাগলে কাঁঠাল পাতা সব খেয়ে নিবে, আবার যদি আগে কাঁঠাল পাতা নিয়ে পার হয় তবে কুকুর ছাগলটিকে আক্রমন করবে, কারণ কুকুরটি যেকোন ছাগল একা একা পেলেই আক্রমণ করে, এছাড়া নদীর অপর পাড়েও অন্য কোন লোকের ছাগল রয়েছে। এই অবস্থান লোকটি কোন প্রকার ক্ষতির সম্মুখিন না হয়ে কিভাবে কুকুর, ছাগল ও কাঁঠালপাতা নিয়ে পার হবে। দেখি কে কে সঠিক উত্তর দিতে পারেন। আমি উত্তর দিব আগামী কাল, তখন মিলিয়ে নিবেন।
পূর্বে আইসিটি ক্লাব মেহেরপুর এর সাইটে প্রকাশিত।
ধন্যবাদ।
আমি hasandipu। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 30 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এইটা খুবই সহজ। নিচে ধাপগুলো দেয়া হল
১ম ধাপ– ছাগলটাকে ঐপারে রেখে আসুন।
২য় ধাপ– এইপারে আসুন।
৩য় ধাপ– কুকুরটাকে ঐপারে নিয়ে যান।
৪র্থ ধাপ– ছাগলটাকে এইপারে নিয়ে আসুন।
৫ম ধাপ– কাঠালপাতা ঐপারে নিয়ে যান।
৬ষ্ঠ ধাপ– এইপারে ফিরে আসুন।
৭ম ধাপ– এইবার ছাগলটাকে ঐপারে নিয়ে যান।
সবকিছু পারাপার সম্পুর্ণ হলো তো?