নৌকায় পারাপার বা ফেরীঘাট সমস্যা নিয়ে, মজাদার গণিত!! যদি পারেন তো উত্তর দেন

একটি লোক তার সাথে একটি কুকুর, একটি ছাগল আর এক বোঝা কাঁঠালপাতা নিয়ে নৌকা বা ফেরি পার হতে এসে দেখলো যে, নদীতে একটি মাত্র নৌকা আছে। আর সেই নৌকায় সে সহ তার সাথে থাকা কুকুর, ছাগল আর কাঁঠালপাতা একসাথে পার হতে পারবে না। একসাথে পার হতে গেলে নৌকাটি নদীতে ডুবে যাবে। তবে তার সাথে একটি একটি করে জিনিষ নিয়ে পার হতে পারবে। কিন্তু সমস্যা হলো লোকটি যদি প্রথমে কুকুরটি নিয়ে পার হয় তবে ছাগলে কাঁঠাল পাতা সব খেয়ে নিবে, আবার যদি আগে কাঁঠাল পাতা নিয়ে পার হয় তবে কুকুর ছাগলটিকে আক্রমন করবে, কারণ কুকুরটি যেকোন ছাগল একা একা পেলেই আক্রমণ করে, এছাড়া নদীর অপর পাড়েও অন্য কোন লোকের ছাগল রয়েছে। এই অবস্থান লোকটি কোন প্রকার ক্ষতির সম্মুখিন না হয়ে কিভাবে কুকুর, ছাগল ও কাঁঠালপাতা নিয়ে পার হবে। দেখি কে কে সঠিক উত্তর দিতে পারেন। আমি উত্তর দিব আগামী কাল, তখন মিলিয়ে নিবেন।

পূর্বে আইসিটি ক্লাব মেহেরপুর এর সাইটে প্রকাশিত।

ধন্যবাদ।

Level 0

আমি hasandipu। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 30 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এইটা খুবই সহজ। নিচে ধাপগুলো দেয়া হল

১ম ধাপ– ছাগলটাকে ঐপারে রেখে আসুন।

২য় ধাপ– এইপারে আসুন।

৩য় ধাপ– কুকুরটাকে ঐপারে নিয়ে যান।

৪র্থ ধাপ– ছাগলটাকে এইপারে নিয়ে আসুন।

৫ম ধাপ– কাঠালপাতা ঐপারে নিয়ে যান।

৬ষ্ঠ ধাপ– এইপারে ফিরে আসুন।

৭ম ধাপ– এইবার ছাগলটাকে ঐপারে নিয়ে যান।

সবকিছু পারাপার সম্পুর্ণ হলো তো?

    Level 0

    কুকুর রেখে যে ছাগল নিয়ে আসলেন সেখালে যে অন্য আর একটি ছাগল আছে সেটা যে কুকুর খাবে ?

      Level 0

      @Adil_Haque: ভাই চাচা আপন জান বাঁচা। ঐ দিকে অন্য লোকের ছাগলের কি হলো এইটা আমাদের ভাবার দরকার নেই।

    Level 0

    @আনিছুর রহমান: অভিনন্দন ভাই, আপনি একদম সঠিক উত্তর দিয়েছেন।

যেহেতু এইগুলোর সমন্বয় বা সম্মিলিত ওজনে নৌকা ডুবে যাবে সো ধরে নিচ্চি এখানে অনেক কাঁঠাল পাতা আছে আর যেহেতু এতো কাঁঠাল পাতা আছে তা থেকে কিছু না হই ছাগল খেল…। অসুবিধা কোথায়? কুকুর টাকে অইপারে রেখে আসেন… … তারপর এইগুলো নিয়ে জান।

Level 0

At 1st sagol par hobe maybe

    Level 0

    @jweal: আপনি আনিছুর ভাইয়ের সাথে একমত, তাই আমিও আপনার সাথে একমত। ধন্যবাদ।

মজা পাইলাম 😉

Britis amoler dhadha….
But Thanks for tune.
Answer ta Anisur Rahman vayer ta e right.

    Level 0

    @এম,এইচ সজিব: কিছু জিনিস বহু আদি কাল থেকেই চলে আসে, এগুলো কখনও পুরাতন হয়না। আনিছুর রহমানের সাথে একমত পোষন করায় আপনার উত্তর সঠিক হয়েছে। দারুন। আপনাকে অনেক ধন্যবাদ।

প্রথমে ছাগল নিয়ে যাবে(কুকুর কাঠালপাতা খাবেনা)

তারপর কুকুর নিয়ে যাবে (যেহেতু অই পাড়ে অন্য লোকের ছাগল সহ দুইটা ছাগল,তাই কুকুর আক্রমণ করতে পারবেনা)

তারপর কাঠালপাতা নিয়ে যাবে

মূল ধাঁধাটা আরো জটিল. অনেকেই জানে দেখে মডিফাই(অই পাড়ে আরেক লোকের ছাগল) করতে গিয়ে ইজি বানায় ফেলছেন .

    Level 0

    @মুহিত: ধাঁ ধাঁটা ইজি বানায়লাম তাবুও আপনি একটু ভুল করলেন।

Level 0

আরে ভাই Clear Cut কথা শোনেন । প্রথমে ছাগলের মুখ রশি দিয়ে বেঁধে দেন । এবার কুকুরকে নদীর ঐ পাশে রেখে আসেন । এবার পাতাও ঐ পাশে রেখে আসেন । এবার শান্তিতে ছাগল ঐ পাড়ে নিয়ে যান । আর ছাগলের মুখ থেকে রশি খুলে ফেলুন । বুঝলেন ? 😛

    Level 0

    @raihangfn: ধন্যবাদ, এটি ক্লিয়ার কাট উত্তর। আরেকটু ডবল ক্লিয়ার কাট উত্তর দেওয়া এমন ভাবে যে, শুধু কুকুর নিয়ে চলে এসে, এপারের ছাগলটি আর অন্যের কাঁঠাল গাছ থেকে কিছু পাতা নিয়ে বাড়ী গেলেই হয়।

কুকুরে ছাগল খায় এই কথা কোন ছাগলে বলে :p

মজা পাইলাম। কিন্তু এদের সবার ধারনা ভূল। কারণ আগে যদি ছাগল পার করান তাহলে পরে কুকুর কিন্তু কুকুর পার করে নিয়ে গেলে ছাগলকে কুকুর তো খেয়ে ফেলবে। কারন আপনার তো ঐপারে কোন লোক নেই। বরং এ ভাবে হবে না। আমার উত্তর টা এখন মনে নাই। একারনে আমি উত্তর দিতে পারতেছিনা্।

Level 0

ধূরোহ! কারোটা হয় নাই। এ্যাতো প্যাঁচাপেচির কী আছে! আগে ছাগলটাকে রেখে আসুন। আপনি রওনা হওয়ার সাথে সাথে কুকুরটা নদীতে ঝাঁপ দেবে 100% গ্যারান্টি। এগুলো প্রভুভক্ত কুকুর। মালিকের ভালোবাসার জন্য এরা জান কোরবান করতে পারে। আপনি অপর পারে পৌঁছানের সাথে সাথে কুকুরটিও হাপাতে হাপাতে পাড়ে উঠে গা ঝাড়তে থাকবে। তখন অপর পাড়ের ছাগলের মালিকের কাছ থেকে এক টুকরো দড়ি চেয়ে নিয়ে কুকুরটাকে গাছের সাথে বাধুন। এবার গিয়ে সোজা কাঠাল পাতা নিয়ে আসুন। তিনবার আসা যাওয়ার চেয়ে এবার দুবার আসা যাওয়া করতে হবে। হে হে। এরচেয়ে ভালো সমাধান কারো কাছে থাকলে বলেন। দড়ি দিয়ে কুকুর বাধা যাবে না, এ কথা শর্তে লেখা নেই। তাই আমার সমাধান হয়নি এ কথা কার বলার সাহস আছে!

Level 0

প্রথমে ছাগল নিয়ে রেখে আসুন।আবার ফিরে আসুন।এবার পাতা নিয়ে যান এবং ছাগল নিয়ে আসুন।ছাগল নামিয়ে কুকুর নিইয়ে যান।পরে এসে ছাগল নিয়ে জান।খতম

আসলে সবার সব কমেন্ট দেখলাম। উত্তর না পারলে কত জনের কতো বাহানা!!! আনিছুর রহমান ভাইয়ের উত্তরটাই আসলে সঠিক।