সহজেই তৈরী করে নিন উন্নত মানের PDF ফাইল

কেমন আছেন টেকটিউন্স বন্ধুরা? আমি টেকটিউন্স-এ নতুন। তাই আশা করি আমার সর্ব প্রথম এই টিউনটি আপনাদের ভালো লাগবে।

আমরা সবাই একটু না একটু হলেও PDF এর সঙ্গে পরিচিত। যারা জানেননা, তাদেরকে জানিয়ে দেই, PDF হলো Portable Document Format আর আপনাদের অনেকেই প্রতিনিয়ত এর সঙ্গে কাজ করে আসছেন।

PDF নিয়ে কথা উঠলেই দুই ধরণের Software এর কথা মাথায় আসে। PDF Creator এবং PDF Reader; আর প্রায় সবাই PDF Reader খুজে পেলেও, ভালো মানের PDF Creator অনেকেই খুজে পায়না।

একটি জনপ্রিয় PDF Reader বাজারে এনেছে Adobe; তবে আপনারা বোধহয় টা আগেই জানতেন।

যারা চান, তাঁদের জন্যে এই PDF Reader এর একটি লিঙ্ক দেয়া হলো।

এখন আসা যাক এই টিউনটির মূল লক্ষ্যে। আর টা হলো ইন্টারনেট এর সবচেয়ে ভালো PDF Creator; মজার বেপার হলো, সবচেয়ে ভালো Software -টিই সবচেয়ে ছোটো সাইজের।
এটি হলো Microsoft Office 2007 -এর একটি addin যা তার সব প্রোডাক্ট এর মধ্যে কাজ করে। আমি ধরে নিচ্ছি যে আপনার পিসিতে মাইক্রোসফট অফিস ২০০৭রয়েছে এবং আপনার এখন শুধু এড-ইনটা দরকার। আর কোনো কারনে তাও যদি না থাকে তবে Download করে নিতে পারেন Torrent এর মাধ্যমে।

আমি যত ধরণের ডাউনলোড লিঙ্ক দিয়েছি, সব আপনার পিসিতে থাকার পরে এবং Install শেষ হবার পরে, নিম্নোক্ত ধাপগুলো অনুসরণ করুন।

ধাপ ১ - এম. এস. অফিস ওয়ার্ড এ একটি কিছু লিখুন।
ধাপ ২ - মাইক্রোসফট অফিস বাটন - বাটনটিতে ক্লিক করুন এবং Save As -এ যান।
ধাপ ৩ - সেখান থেকে PDF or XPS -এ ক্লিক করুন।
ধাপ ৪ - অতঃপর PDF হিসেবে ফাইলটি সেভ করুন।

আর তারপর আপনি পেয়ে জাবেন আপনার নিজস্ব একটি PDF ফাইল। এই পদ্ধতিকে আমি সবচেয়ে ভালো বলছি কারন, এর মাধ্যমে PDF এর কোনো লিঙ্ক নষ্ট হয়না।

Download Button - PDF Reader Download Button - MS Office 2007 Download Button - Office Addin

Level 0

আমি বীভৎস আমি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 220 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কিছু বলার নাই।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ শেয়ার করার জন্য.

Nitro Pdf is the boss of Pdf World.You can try this software.

    @তুষার: আমি অনেক ধরনের সফটওয়্যার চেষ্টা করে দেখেছি। তবে আমি যেটা দেখালাম সেটাই উৎকৃষ্ট পদ্ধতি। কারন, এর মাধ্যমে PDF -এর লিঙ্ক নষ্ট হয় না।

অনেক ধন্যবাদ

অনেক সুন্দর, ধইন্ন্যা ++

tnx vai