হতাশায় অনেক মানুষ আছে, কিন্তু কেন? সেখানে অনেক কারন হতে পারে কিন্তু প্রধান সমস্যা হতে পারে,
- ভালবাসা
- টাকা
- একাকী জীবন
- সমস্ত জিনিস লাভ
- কাজের চাপ
এখন আমি তাদের সম্পর্কে কিছু আলোচনা করার চেষ্টা.
- ভালোবাসা: অধিকাংশ মানুষ প্রেমে আত্মসমর্পণ করে. ভালবাসার এই পর্যায়ে তারা অনেক ভাল সময় কাটায়, তারা একে অপরের প্রেমে ডুবে থাকে কিন্তু কিছু সময় পরে তারা বুঝতে পারে যে তাকে আগের মত গুরত্ব প্রদান করা হয় না যেমন টা আগে দেয়া হত. তারপর সমস্যা বৃদ্ধি. এই হতাশা এবং মন আছে অবনমিত মন ঘুরে যাচ্ছে এর পর ই হতাসা তাকে গ্রাস করে নেয়।
- অর্থ: দ্বিতীয় সাধারণ কিন্তু বড় সমস্যা হল টাকা. হ্যাঁ, টাকা ! অনেক মানুষের অনেক টাকা আছে কিন্তু সমস্যা হয় যখন তারা আরো এবং আরো টাকা তারা উপার্জন করতে থাকে। কারন তারা এর পর চিন্তা করতে থাকে যে এত টাকা দিয়ে তারা কি করবে? আমরা জানি অর্থনীতিতে বলা আছে যে সব মানুষের সীমাহীন চাহিদা আছে কিন্তু তারা তাদের চাহিদা থেকে বেশি কিনে না কারন আপনি কম দাম পেলে ১ কেজি আপেল কিনবেন কিন্তু ১০০ কেজি তো আর কিনবেন না? তাই অতিরিক্ত টাকা নিয়ে মাঝে মাঝে মানুষ হতাসায় ভুগে।
- একাকী জীবন: যেখানে ভালবাসা আছে সেখানেই আছে একাকীত্ব। মানুষ অবশ্যই একা বাস করতে পারে না। যদি কথা বলার জন্য কেউ নাই থাকে তবে কথা না বলে মানুষ পাগল হয়ে যাবে। প্রতিটা মানুষ তার একজন সঙ্গি খুজে নেয় কিন্তু নিতান্ত ভাগ্য খারাপ হলে যা হয়, ধর্ম নিয়ে বললে এটা খারাপ দৃষ্টিতে দেখা হবে কিন্তু আমার যেটা মনে হয় সবারই একজন থাকা উচিৎ যে তাকে বুঝে আর সময় দেয়।
- কাজের চাপ: মানুষ কাজ করতে ভালবাসে জানি কিন্তু কিছু কিছু সময় তার কাজ তাকে কুরে কুরে খায় কারন অতিরিক্ত কোনো কিছুই ভাল না। যখন অধিক টাকা উপার্জনের আসায় বেশি কাজ নিয়ে নেয় তখন তার ভিতর বিরক্তি চলে আসে। একটা কথা অবশ্যই জানেন মানুষের স্বভাব হচ্ছে অল্প পরিশ্রম কিন্তু অধিক মুনাফা। যখন এটার ভিতর বিতৃষ্ণা চলে আসে তখন তার ভিতর বিসন্নতা চলে আসে।
- সমস্ত জিনিস লাভ: আমি জানি আপনি ভাবছেন এটা কি বললাম কিন্তু আপনি একবার ভেবে দেখেন যখন একজন মানুষের সব চাওা পাওা শেষ হয়ে জায় তখন তার আর কিবা চাওার থাকে। একজন মানুষ কেন বেঁচে থাকে? কারন সে অজানা কে জানতে চায় না দেখা কে দেখতে চায়। সবই যদি দেখা এবং চাওা শেষ হয়ে যায় তবে শেষে একটা জিনিসের আশা করে আর সেটা হচ্ছে মৃত্যু। খুব বেশি বলা হবে না যদি বলি যে বেশির ভাগ মানুষ শুধুমাত্র এই কারনে আত্মহত্যা করে।
মুল কথা হচ্ছে আপনি তখন ই হতাশায় ভুগবেন যখন আপনার কাঙ্ক্ষিত বস্তু তি আপনার কাছে না আসে। আর আপনি কেন ভুলে যান যে আপনি সৃষ্টির সেরা জীব। আপনার কাছে সেই জিনিস টা আছে যেটা কারো কাছে নাই ... সেটা হচ্ছে আপনার বিবেক। আর যে মানুষ যত বেশি তার বিবেক কে কাজে লাগাতে পারে আর মাঝে হতাশা থাকবে না।
“তাই অতিরিক্ত টাকা নিয়ে মাঝে মাঝে মানুষ হতাসায় ভুগে।”
অতিরিক্ত টাকা আমাকে দিয়ে দিলে মন্দ হত না……..:P