দেখে নিন XL Sheet এর জাদু, না দেখলে মিস করবেন

আসসালামু আলাইকুম।

কেমন আছেন সবাই। আশা করি ভাল আছেন।

আল্লাহর রহমতে আমিও ভাল আছি। কোন ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

কথা না বাড়িয়ে কাজের কথায় আসি। আমি আজ আপনাদের XL Sheet  এর একটি মজার কাজ দেখাব। আশা করি সবার ভাল লাগবে।

নিচে স্ক্রিন শর্ট দেখুন......

 

প্রথমে আপনার Microsoft office XL ওপেন করুন,

তারপর কলাম A তে আপনার প্রশ্ন টি  লিখুন,

এরপর কলাম B তে ক্লিক করুন,

তারপর Conditional  Formatting এ যান,

এরপর Highlight cells Rules এ যান, Text that contains এ ক্লিক করুন

এরপর  Format cells that contain the text এ আপনার সঠিক উত্তর টি লিখুন,

তারপর collar  সিলেক্ট করুন, আমি  Light red fill with dark red text সিলেক্ট করেছি,

আপনি আপনার পছন্দের collar সিলেক্ট করুন

OK  বাটনে ক্লিক করুন। XL sheet save করুন।

এবার XL sheet এ যান আপনার প্রশ্নের পাশের কলাম B তে সঠিক উত্তর টি লিখুন দেখুন আপনি  Light red fill with dark red text বক্সে যে collar সিলেক্ট করেছেন উত্তর টি ওই collar এর , আর উত্তর ভুল হলে collar black হবে। এভাবে আপনার মন মত প্রশ্ন ও উত্তর সেট করে রাখুন। এভাবে আপনার ছেলে মেয়ের জন্য প্রশ্ন বানিয়ে আনন্দ দিতে পারবেন,অথবা কুইজ প্রতিযোগিতা করতে পারেন।

ধন্যবাদ।

Level New

আমি Shaheen Parvez। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 45 টি টিউন ও 121 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Shaheen Parvez, Manikganj, Dhaka


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাই, একটু বিস্তারিত লিখলে ভালো হতো। এক্সেল সম্পরকে ধারণা সবার সমান নাও হতে পারে। আমি প্রথম স্টেপ এই থেমে গেলাম, Conditional Formatting কোথায় পাবো?

Level 0

আরও বিস্তারিত এবং স্ক্রিনশট ব্যবহারের মাধ্যমে পোষ্ট করলে উপকৃত হতাম।