আপনার অনলাইন বিজনেসের জন্য কিভাবে এক পৃষ্ঠার একটা প্ল্যান লিখবেন?

অনলাইন উদ্যোক্তাদের জন্য বিজনেস প্ল্যান তৈরী করা অনেক জরুরী।যতক্ষণ না আপনি একটা প্ল্যান তৈরি করবেন আপনার কোন কাজই হবেনা আর যদি আপনার একটা প্ল্যান থাকা সত্তেও আপনি প্ল্যান মত কাজ করছেন তবেও আপনার কিছুই হবেনা। তাই মনে রাখবেন কিছু শুরু করার আগে একটা ভালো প্ল্যান থাকা দরকার। প্ল্যানটা হতে হবে খুব সহজ-সরল; প্ল্যানটা ২০ পৃষ্ঠা লম্বা, ২০২০ পর্যন্ত নির্ধারণ করা না হলেও চলবে, এটা একটু বেশিই লম্বা হয়ে যায়!

শুরু করার জন্য আপনি নিজের অনলাইন বিজনেস থেকে আপনি কি পেতে চান সেটা ৪-৫টা লাইনে একটা কাগজে লিখে ফেলুন যেমন ধরুন

১। আমি আমার নিজের বিজনেস চালাতে চাই
২। আমি আরো টাকা ইনকাম করতে চাই
৩। আমি ঘরে বসে ইনকাম করতে চাই
৪। আমি নিজে শিখে অন্যদেরকেও শিখাতে চাই
৫। আমি একটা ডিজিটাল ক্যামেরা বা ল্যাপটপ কিনতে চাই
৬। এখানে আপনি নিজ থেকে কিছু যোগ করে দিন…

যখন আপনি নিজের লক্ষ্য নির্ধারণ করে ফেলবেন তখন আপনি বুঝবেন যে কিভাবে কি কি পদক্ষেপ গ্রহণ করলে লক্ষ্যে পৌছানো সম্ভব। যেমন ধরুন আপনি মাসে “এত হাজার টাকা” ইনকাম করতে চান, অর্থাৎ প্রতি মাসে আপনাকে এত’টি প্রজেক্টে কাজ করতে হবে আর কাজের জন্য আপনাকে মাসে “এত” টাকা ব্যয় করতে হবে(যেমন যাবতীয় বিল, ইন্টারনেট বিল, বিদ্যৎ বিল আর অন্যান্য খরচ)

একটা ছোটখাটো বাস্তবসম্মত প্ল্যান তৈরি করুন যেটা সহজে মেনে কাজে বাস্তবায়ন করা যাবে আর মেনে চলা যাবে। অর্থাৎ একটা ৬ মাসের প্ল্যান যেমন ধরুন প্রতিমাসে আপনার টার্গেট থাকবে আনুমানিক ১০০ ডলার। তাহলে ৬ মাসে হয়ে যায় সেটা ৬০০ ডলার।

যদি আপনার মনে হয় ১০০ ডলার আপনার জন্যে অনেক কম টাকা তাহলে আপনি পছন্দ মতো সংখ্যা বেছে নিন আর খেয়াল রাখবেন সেটা যেন বাস্তবসম্মত হয়।

এখন আপনি যদি ৬ মাস পরে দেখেন যে আপনার প্ল্যান মত কাজ হয়নি তবে আপনি পুনরায় প্ল্যান তৈরি করুন আর নিজের ভুলগুলো থেকে শিক্ষা নিন।

পাশ্চাত্তে একটা কথা আছে,

failing to plan is planning to fail” -কথাটা মনে রাখবেন

একটি সুন্দর মন্তব্য করতে ভুলবেন না, আমি আপনার প্রশ্নের উত্তর দেব। আরো ভালো লেগে থাকলে শেয়ার করুন আর প্রিয় টিউন করুন। এতে করে আমি অনুপ্রানিত হব এবং এব্যাপারে আরো বিস্তারিত লিখবো

Level New

আমি তমাল আনোয়ার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 76 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

উপদেশ গুলি অনেক ভালো। আসলে বেশিরভাগ প্রজেক্টে এত সচ্ছ প্ল্যান হয়না। ধন্যবাদ

Level New

তমাল ভাইয়্যা, আপনি খুভ সহজ সরল ভাবে জীবনের একটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেছেন। আসলেই একটি ভালো প্ল্যান একগেয়েমী কাজে নতুন প্রাণের সঞ্চার করে কিন্তু সেই প্ল্যান অনুযায়ী কাজ করতে না পারলে সঞ্চারীত প্রাণের গতি নিওরোন থেকে নিওরোনের মোঝেই সীমাবদ্ধ থাকে, বাস্তবে তার প্রতিফলণ ঘটেনা।

Thank You

BRA APNAR TUNE TA AMAR ONAK VALO LAGASA &AR CHEA SEALF MOTIVATION AR KISU HOTA PARA NA THANKS FOR YOUR POST

thanks

Level 0

জ্ঞানী লোকে খালি জ্ঞান দেয়। Tnx

Level 0

Dear Tomal Bhai,

I have read your all content, Every one need a plan ti successes, but we never follow this.
Thanks your nice post.

Level 0

post খুব ভাল হইছে আমার একটা paypal account লাগবে কেউ আমাকে সাহায্য করবেন 01939270108