আপনার ওয়েবসাইট থেকে কিভাবে আয় করবেন?

এই প্রশ্নটি ইন্টারনেটে বিচরণরত সকল মানুষের কৌতুহলের কেন্দ্রবিন্দু। “কিভাবে আমি অনলাইন থেকে ইনকাম করব? আমাকে শেখাও!”

এক মিনিট! নিম্নে বর্ণীত তিনটি পদ্ধতির মধ্যে একটি কিংবা সবগুলো অবলম্বন করলে আপনি অনলাইনে ইনকাম করতে পারবেন,

১। পে-পার-ক্লিক এডস্‌
২। এফিলিয়েট ব্যানারস্‌/লিঙ্কস্‌
৩। কনসাল্টেন্সি/ ফ্রিল্যান্স সার্ভিস

পে-পার-ক্লিক এডস্‌

পে পার ক্লিক ওয়েবসাইট থেকে টাকা রোজগারের একটি প্রায় স্বয়ংক্রিয় পদ্ধতি। এখানে আপনি আপনার ভিজিটরদের মাধ্যমে টাকা উপার্জন করবেন। মানুষ যখন আপনার ওয়েবসাইটে আসবে তখন তারা আপনার ওয়েবসাইটের এডগুলোতে ক্লিক করতে পারে। Google adsense এ সাইন আপ করুন আর কিছু এড বক্স নিজের ওয়েবসাইটে রেখে দিন। এছাড়াও আরেকটি সাইট আছে InfoLinks -এরা আপনার ওয়েবসাইটের কনটেন্টের কিওয়ার্ড গুলোকে এড লিঙ্ক হিসেবে ব্যবহার করে আর এটা Google adsense এর মতই কাজ করে।

এফিলিয়েট ব্যানারস্‌/লিঙ্কস্‌

অনেক ওয়েব সার্ভিসই এফিলিয়েট এর মাধ্যমে ওয়েবসাইট ব্যবহারকারীদের কিছু কমিশন দেওয়ার বিনিময়ে ইনকাম করছে। আপনি আপনার হোস্টিং একাউন্ট দিয়ে এফিলিয়েট হিসেবে কাজ শুরু করতে পারেন।এছাড়াও আপনি চাইলে বিভিন্ন ওয়েব হোস্টিং কোম্পানীর এফিলিয়েটও হতে পারেন। এরজন্যে আপনার ওয়েব হোস্টিং এর দরকার পড়বে। এফিলিয়েট হিসেবে কাজ পেতে এগুলো ছাড়াও আরো রয়েছে ClickBank (ডিজিটাল পন্য, ই-বুক, সফটওয়্যার ইত্যাদি) অথবা Amazon (বিভিন্ন ধরনের পন্যের জন্য) আপনার সাইটে এফিলিয়েট ব্যানার বা এফিলিয়েটদের উপর রিভিউ লিখলে আপনার ভিজিটরগণ সেগুলোতে ক্লিক করতে আগ্রহী হবেন।

কনসাল্টেন্সি/ ফ্রিল্যান্স সার্ভিস

পেশাদার সার্ভিস দিন, অবশ্যই আপনার ওয়েবসাইটে কনসাল্টেন্সি সার্ভিস অথবা ফ্রিল্যান্স সার্ভিস এর উপর একটা পেজ গড়ে তোলা উচিত। এছাড়াও আপনি ভার্চুয়াল এসিস্‌টেন্ট, কপিরাইটার, লোগো ডিজাইনার এর কাজও করতে পারেন।এর মাধ্যমে আপনার কিছু ভিজিটর আপনার কাজের ক্লায়েন্ট বা গ্রাহক হতে পারবে।oDesk হল একটি জনপ্রিয় মার্কেটপ্লেস।

উপরোক্ত ৩টি পন্থা অনুসরণ করলে আপনি ভালোই ইনকাম করতে পারবেন!

একটি সুন্দর মন্তব্য করতে ভুলবেন না, আমি আপনার প্রশ্নের উত্তর দেব। আরো ভালো লেগে থাকলে শেয়ার করুন আর প্রিয় টিউন করুন। এতে করে আমি অনুপ্রানিত হব এবং এব্যাপারে আরো বিস্তারিত লিখবো।

Level New

আমি তমাল আনোয়ার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 76 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

@ blogkori ভাই আপনার টিউনটি পড়ে সত্তিই অনেক ভাল লাগলো।আমি এমন কিছু টিউন-ই আশা করছিলাম।আর একটি কথা আমি ডোমেইন এবং হোস্টিং কিনতে চাচ্ছি আপনার ভাল কোন ইনফরমেশন জানা থাকলে আমাকে দিতে পারেন।

    @SOPNOCHURA: আগ্রহ থাকলে এখানে দেখতে পারেন- http://www.medhabi.com/plans

      Level New

      @নাজমুল আহসান:
      ১৫০ টাকা হোস্টিং? ফ্রেন্ডলি এডভাইসঃ আপনি বেশি দামের ভাল ৩টা প্যাকেজ রাখেন, অনেক সেল করতে পারবেন।

        @blogkori: ভাই, সত্যি বলতে দ্বিধা নেই, হোস্টগেটর থেকে রিসেলার নিয়েছি এর অর্ধেক দামে; কতোই আর লাভ করবো ভাই?

          Level New

          @নাজমুল আহসান:
          হোস্টগেটর থেকে যে প্যাকেজটা নিয়েছেন তাতে আপনি খুব ভাল ভাল কিছু প্যাকেজ বানাতে পারেন। ফ্রিটা বাদ দিয়ে দিন। সবাইকে বেজ ৩টা ডোমেইন আর অন্যান্য সুবিধা দিয়ে দিন। শুধু শুধু হোস্টিং হয়তো সেল করতে কষ্ট হবে, তাই কিছু লোকাল ক্লায়েন্ট এর জন্য ওয়েবসাইট বানান আর তাদেরকে হোস্টিং সেল করুন।

        @blogkori: আমার ব্যবসা মূলত লোকাল ক্লায়েন্টদের সাথে। রিসেলারে যা কিনেছি তার ৮০% লোকাল ক্লায়েন্টদের কাছেই দিয়েছি 🙂

    Level New

    @SOPNOCHURA:
    আমি ইন্টারনেশনাল হোস্টিং সুবিধা দেই, শুধূমাত্র আমার স্টুডেন্টদের জন্য।

      Level 0

      @blogkori: ভাইয়া, আপনার প্রতিটি টিউন আমি পরেছি। অনেক সুন্দর লিখেন আপনি 🙂 । আমার একটা প্রশ্নঃ সবচেয়ে ভালো হোস্টিং দেয় কোন কোম্পানি? দাম বেশি হলে কোন সমস্যা নেই। তবে আনলিমিটেড স্পেস আর আনলিমিটেড ব্যান্ডউইথ লাগবে।

        @BotMaster: হোস্টিং-এ সত্যিকারার্থে আনলিমিটেড বলে কিছু নেই। অনেক ক্ষেত্রে Shared প্যাকেজগুলোকে আনলিমিটেড হিসেবে চালানো হয়, যা মূলত আনলিমিটেড নয়।
        ভালো হোস্টিং-এর জন্যে HostGator, BlueHost, JustHost ভালো।

          Level 0

          @নাজমুল আহসান: আপনার মুল্যবান তথ্যের জন্য অনেক ধন্যবাদ নাজমুল ভাই! 🙂 ভাবছি HostGator থেকে আনলিমিটেড নিয়ে নেব। ওদের সার্ভিস কেমন? সাইটের ব্যাকআপ রাখে তো? আর, আপটাইম?

        @BotMaster: হোস্টগেটরের সার্ভিস অসাধারণ। আমি কয়েক বছর ধরে ওদের বিভিন্ন প্যাকেজ ব্যবহার করে আসছি। শিডিউল ব্যাকআপ রাখে, আর আপটাইম আমার তো মনে হয় ১০০%!
        আপনি আনলিমিটেড হিসেবে যেটা নিতে যাচ্ছেন, সেটা কিন্তু মূলত Shared! মাথায় রাখবেন।

        Level New

        @BotMaster:
        শেয়ারড প্যাকেজের খরচ পড়বে ১০,০০০/- প্রতি বছর, যেটা আমার আছে, তবে আপনি কি জন্য্ নিতে চাইছেন সেটা বললে একটা রেকমেন্ড করতে পারতাম।

          Level 0

          @blogkori: আমি আসলে কলেজের একটা পাবলিক সাইট বানাতে চাচ্ছি। কিন্তু তমাল ভাই, Shared Package বলতে আসলে কি বুঝায় বলবেন প্লিজ?

        @BotMaster: Shared হোস্টিং-এর ক্ষেত্রে ওরা একটা নির্দিষ্ট পরিমাণ স্পেস ও ব্যান্ডউইথ অনেকজনকে ব্যবহার করতে দেবে। আপনি কখনোই জানতে পারবেন না, ওরা কতোটুকু স্পেস কয়জনকে দিয়েছে। জিজ্ঞেস করলেও বলবে না। তবে স্পেসটা বেশ বড় পরিমাণের হয়ে থাকে।
        এক্ষেত্রে একজন বেশি স্পেস ব্যবহার করলে, স্বাভাবিকভাবেই অন্যের ভাগ থেকে কমে যাবে। যেহেতু Shared প্যাকেজ সাধারণত ছোট ওয়েবসাইটের জন্যে নেওয়া হয়ে থাকে, এবং স্পেস থেকে বেশ বড় পরিমাণে; যেহেতু আপেক্ষিক অর্থে এটা আনলিমিটেড-এর মতো মনে হয়।
        আশা করি বুঝতে পেরেছেন।

          Level 0

          @নাজমুল আহসান: হায় হায়! বলেন কি! সত্যিকার অর্থে আনলিমিটেড বলতে কি তাহলে কিছুই নেই? থাকলে প্লিজ একটা নাম বলেন! দাম বেশি হলে কোন সমস্যা নেই। আমি আসলে কলেজের জন্য সাইট খুলব তো, বুঝতেই পারছেন যে ওয়েব ট্রাফিক অনেক বেশি হবে!

        Level New

        @BotMaster:
        শেয়ারড হোস্টিং মানে হল যতক্ষন ক্ষুধা আছে ততক্ষন খাও। আপনি একটা বেসিক হোস্টিং নিয়ে নিন, তারপর যদি দেখেন আরো লাগবে, তখন আপগ্রেড করে নিবেন। নাজমুল সাহেবের হোস্টিং হল ইন্টারনেশনাল কোম্পানীর (HostGator), আপনি নিয়ে নেন।

        @BotMaster: না, সত্যিকারার্থে এরকম কিছু নেই। আপনি যে হোস্টিং স্পেস কিনছেন, সেটা তো মূলত একটা কম্পিউটারের হার্ডডিস্কের অংশ, আনলিমিটেড হার্ডডিস্ক বলে কিছু আছে?
        কলেজের জন্যে সাইট বানাবেন, তাতে এমন আহামরি ভিজিট হবে না। আপনি আপাতত অল্প কিছু নিয়ে দেখুন, যদি মনে হয় আরো লাগবে, তাহলে তো বাড়াতে পারবেন।
        আপনি এই লিংক দেখুন, এখানে কিছু প্যাকেজ দেওয়া আছে। আপনি চাইলে আপনার পছন্দমত প্যাকেজ বানিয়ে দিতে পারবো- http://www.medhabi.com/plans/
        খুঁটিনাটি আলাপ করার জন্যে আমাকে মেইল করতে পারেন- n.mukto[at]gmail.com

          Level New

          @নাজমুল আহসান:
          আপনাকে একটা ছোট্ট পরামর্শঃ আপনার হোমপেজের যে স্লাইডার টা আছে, সেটা খুব তারাতারি চলে যায়, পড়ার সুযোগ দেয় না। সময়টা একটু বাড়িয়ে দিন। (নাকি আবার আমার পিসিটাই বেশি ফাস্ট?)

ভাই আপনার টিউনটি পড়ে সত্তিই অনেক ভাল লাগলো।আমি এমন কিছু টিউন-ই আশা করছিলাম।আর একটি কথা আমার একটা website আছে http://www.jamal-seogroup.webs.com এ সাইটে ১। পে-পার-ক্লিক এডস্‌
২। এফিলিয়েট ব্যানারস্‌/লিঙ্কস্‌
৩। কনসাল্টেন্সি/ ফ্রিল্যান্স সার্ভিস তিনটার কোনটা আমার সাইটে At করা যাবে please আমাকে যানাবেন। এবং কি ভাবে at করতে হবে পুরো ইনফরমেশন আমাকে দিন please.

Email: [email protected]

hmmmmm

দারুণ!!!!!!!!!!!! চালিয়ে যান।