যেভাবে আপনার বিজনেস ওয়েবসাইটটিকে প্রস্তুত করে ফিনিশিং টাচ্ দিবেন

অসম্পুর্ন ওয়েবসাইট কোন কাজেরই না। আপনি কি চান যে একজন ক্লায়েন্ট আপনার সাইটে আসুক আর আপনাকে আনাড়ি ভেবে ফিরে চলে যাক? সাইটকে সয়ংসম্পুর্ন করবেন কিভাবে এই লেখাটা পড়লেই জানবেন।

আপনার নিজের ওয়েবসাইটই হচ্ছে আপনার অনলাইন অফিস। আপনাকে যা করতে হবে তা হলো একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বানিয়ে সেটাকে কিছু প্রোফেশনাল টেম্পল্যাট বা থিম দিয়ে সাজাতে হবে।এরজন্যে আপনাকে কোন প্রোফেশনাল ডিজাইনার হতে হবেনা অথবা হাজার হাজার টাকাও খরচ করতে হবেনা; অনলাইনে ফ্রিতেই অনেক সুন্দর সুন্দর ডিজাইন পাওয়া যায়।

আমার নিম্নক্ত লিস্ট দেখে আপনার ওয়েবসাইটে কিছু বিজনেস পেজ তৈরি করুন-

১। হোমপেজ বা প্রথম পাতা

হোমপেজ আপনার ওয়েবসাইটের একটি সাধারণ পেজ। এতে আপনি কিছু ভুমিকামূলক কথা লিখুন।হতে পারে সেটা আপনার কাজের দক্ষতার বিষয়ে কিংবা আপনার সাম্প্রতিক কাজের বর্ণনামুলক কোন লেখা।লেখাটি এমন হতে হবে যেন, আপনি সহজেই ভিজিটরদের বুঝিয়ে দিতে পারেন যে আপনার ওয়েবসাইটে তারা কি কি পেতে যাচ্ছেন।

২।এবাউট পেজ

আপনার ক্লায়েন্ট নিশ্চয়ই জানতে চাইবে যে আপনি কে? কোথায় থাকেন? তাই আপনাকে খুব সুন্দর করে একটা এবাউট পেজ লিখতে হবে আর সাথে আপনার কিছু ছবিও দিতে পারেন।এতে করে আপনার প্রতি ভিজ়িটরের আস্থা বাড়বে।

৩। পোর্টফোলিও পেজ (যে পেজে আপনার কাজের নমুনা দেবেন)

পোর্টফোলিও পেজ আপনার ওয়েবসাইটে থাকতেই হবে।এখানে আপনার সেরা কাজের নমুনা দিবেন,কেউ যদি আপনাকে ফ্রিল্যান্সার হিসেবে নিতে চায় তিনি অবশ্যই জানতে চাইবে আপনার পূর্বের অভিজ্ঞতা কতটুকু আছে।ধরুন আপনি যদি ফটোগ্রাফার হয়ে থাকেন তাহলে নিজের তোলা সেরা সেরা ছবি গুলো এই পেজে সাজিয়ে রাখুন আর নিচে লিঙ্ক দিয়ে দিন কোন ওয়েবসাইটে/কোম্পানীর জন্যে সেটা তোলা হয়ে ছিল।

৪। টেস্টিমোনিয়াল পেজ (আপনার সম্পর্কে পূর্বের ক্লায়েন্টদের মতামত)

আপনার নতুন ক্লায়েন্ট আপনাকে কাজ দেওয়ার আগে আপনার প্রাক্তন ক্লায়েন্টদের আপনার সম্পর্কে কি বলেছেন জানতে চাইবে।যদি আপনি আগেও কোন কাজ করে থাকেন তাহলে টেস্টিমোনিয়াল পেজে সেসব ক্লায়েন্টদের মন্তব্য দিয়ে দিতে পারেন।যদি আপনার কোন পূর্ব অভিজ্ঞতা বা ক্লায়েন্ট না থাকে তা হলে এই পেজটি বাদ দিয়ে দিন।আর পাশাপাশি কিছু কাজ করুন যাতে আপনি টেস্টিমোনিয়াল পেজে কিছু লিখতে পারেন।

৫। কনটাক্ট (যোগাযোগ) পেজ

আপনার বিজনেস ওয়েবসাইটের গুরুত্বপূর্ণ পেজ হচ্ছে কনটাক্ট পেজ; আপনার ভিজিটর বা ক্লায়েন্টদের আপনার সাথে যোগাযোগ করার সুযোগ দিন।এই পেজে নিজের ইমেইল এড্রেস, ফোন নাম্বার দিয়ে দিন।এছাড়াও আপনি  একটা কনটাক্ট ফরমও ব্যবহার করতে পারেন। আপনি যদি স্কাইপ কিংবা ইয়াহু মেসেঞ্জার ব্যবহার করে থাকেন তাহলে সেটার এড্রেসও দিয়ে দিতে পারেন।

এখন আপনি প্রায় সব পেজের ব্যপারেই জেনে গিয়েছেন, কিন্তু এখানেই শেষ নয়।আপনি আরোও ভালোভাবে জানতে চাইলে অন্য লেখকদের এ বিষয়ে মতামতও পড়ে দেখতে পারেন কিন্তু খেয়াল রাখবেন শুধু নিজের ওয়েবসাইটেই অনেক শ্রম দেওয়ার প্রয়োজন নেই, অন্যান্য ক্লায়েন্টদের জন্যও তো কাজ করতে হবে তাইনা?

একটি সুন্দর মন্তব্য করতে ভুলবেন না, আমি আপনার প্রশ্নের উত্তর দেব। আরো ভালো লেগে থাকলে শেয়ার করুন আর প্রিয় টিউন করুন। এতে করে আমি অনুপ্রানিত হব এবং এব্যাপারে আরো বিস্তারিত লিখবো।

Level New

আমি তমাল আনোয়ার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 76 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

thanks

ভাই অনেক কাজের একটা পোস্ট। অনেক কাজে দেবে। তবে আরও Ditails আশা করছি। Thanks

    Level New

    @ফয়সাল রিমন:
    জি জনাব, এটা হলো বেসিক ধারনা, ভবিষ্যৎ পোস্টগুলোতে আরো বিস্তারিত থাকবে।

apner pos ti valo laglo. notun webpublisher der jonno valo post.

যুক্তিযুক্ত ধারনা

ভাই আপনার কথায় উৎসাহিত হয়ে http://www.Rafsan.jobscare.info সাইট তা বানালাম। এতে আর কি কি করা প্রয়োজন একটু দেখে বলবেন প্লিজ ।

অনেক সুন্দর হয়েছে । আরও লিখবেন বিস্তারিত প্লিজ ।

Level 0

আর পাশাপাশি কিছু কাজ করুন যাতে আপনি টেস্টিমোনিয়াল পেজে কিছু লিখতে পারেন।

ভাল লাগল কথাটা………।

সুন্দর পোস্ট, খুবই সুন্দর…………।।

Level 0

Shundor post