আপনার ওয়েবসাইটে কি ধরনের ভিজিটর আসে আর কতজন ভিজিটর আসে তার উপরেই আপনার ওয়েবসাইটের সকল সাফল্য নির্ভর করে। এই লেখাটি পড়ে আপনি জানতে পারবেন কিভাবে আপনি আপনার ওয়েবসাইটে আরো ভিজ়িটর আনতে পারবেন।
যখন আপনি আপনার ওয়েবসাইটের কনটেন্ট বানিয়ে ফেলবেন তখন আপনার প্রায় ৮০ ভাগ কাজ সম্পন্ন হয়ে যাবে কারণ কনটেন্টই আসল জিনিস।
এখন মার্কেটিং-এর এই ধাপে আপনার বাকি কাজটা করতে হবে। আমি, “পয়সা খরচ হবে” এমন কোন পদ্ধতি বলবনা কারণ, আমি নিজেও কখনো ওয়েবসাইট ট্রাফিকের জন্যে টাকা খরচ করিনি। যেহেতু এটা একটা সীমিত বাজেট প্ল্যান, তাই আমরা টাকা বাঁচানোর চিন্তাই বেশি করবো।
১। সার্চ ইঞ্জিনে সাবমিট করার কোন প্রয়োজন নেই
২। আর্টিকেল মার্কেটিং
৩। ইন্টারেক্টিভ মার্কেটিং
৪। সোস্যাল মিডিয়া প্রচার
৫। নিজের ভিত্তি মজবুত করতে হবে
৬। বাড়তি ট্রা্ফিক টিপস
আপনার ওয়েবসাইট যদি যেকোন একটি আধুনিক প্ল্যাটফরমে করে থাকেন যেমন হতে পারে সেটা ওয়ার্ডপ্রেস, ব্লগার তাহলে আপনাকে সেটার লিঙ্ক সার্চ ইঞ্জিনে সাবমিট করতে হবে না। সার্চ ইঞ্জিন নিজেই আপনার ওয়েবসাইট’টিকে খুঁজে নিবে ও লিপিবদ্ধ করবে।
আপনাকে ওয়েবসাইটের জন্যে আর্টিকেল বা নিবন্ধ লিখতে হবে, ঠিক একইভাবে কিছু আর্টিকেল আপনাকে আর্টিকেল ডাইরেক্টরীর জন্যেও লিখতে হবে যেমন EzineArticles। এরপর আর্টিকেলটি সাবমিট করার সময় নিজের ওয়েবসাইটের একটা লিঙ্কও যোগ করে দিবেন। এতে আপনি আপনার ওয়েবসাইটে কিছু ট্রাফিক+ব্যাকলিঙ্ক পাবেন।
আপনি একটা ভিডিও তৈরি করে সেটা বিভিন্ন ভিডিও সাইটে দিতে পারেন যেমন ইউটিউব, ডেইলিমোশন, ভিমিও, রেভের ইত্যাদি। এতে আপনার ভিডিওটি ছড়িয়ে পড়বে আর অনেক মানুষকে আপনার ওয়েবসাইটে আসতে বাধ্য করবে।
আপনার ফেসবুক একাউন্টটি দিয়ে নতুন পোস্ট, ভিডিও অথবা আপডেটগুলো প্রমোট করুন। এছাড়াও আরো কিছু সোস্যাল মিডিয়া রয়েছে যেমন টুইটার, পিন্টারেস্ট, গুগোল প্লাস ইত্যাদিকে কাজে লাগানো যেতে পারে।
নিজের ওয়েবসাইট তৈরি করার সময় সকল ফ্রি প্ল্যাটফর্মগুলোকে কাজে লাগাতে হবে। যেমন টুইটার একাউন্ট ফেসবুক গ্রুপ্ ইত্যাদি। বিভিন্ন সাইট থেকে আসা ছোট সংখ্যাক জনগণকেও বড় আকারের ট্রাফিকে রুপান্তর করা যায়।
আপনার ইমেইল স্বাক্ষরে আপনার ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে দিন এভাবে আপনি অনেক মানুষকে আপনার ওয়েবসাইটের প্রতি আকর্ষিত করতে পারবেন। বিভিন্ন ফোরামেও আপনার ওয়েবসাইটের লিঙ্কটি ফোরাম স্বাক্ষর হিসেবে দিতে পারেন। আপনার ওয়েবসাইটের বিষয়ের সাথে মিলে এমন ব্লগেও কমেন্ট ও লিঙ্ক দিয়ে প্রচার করা যেতে পারে। অনলাইনের বাইরে অফলাইনেও আপনার বিজনেস কার্ডে ওয়েবসাইটের এড্রেস দিয়ে প্রচার করা করতে পারেন। আইডিয়ার কোন শেষ নেই, শুধু মাথাটা খাটান।
উপরোক্ত সকল পদক্ষেপ গ্রহণ করলে ওয়েবসাইট ট্রাফিকে আপনি আরো সাফল্য পাবেন।
একটি সুন্দর মন্তব্য করতে ভুলবেন না, আমি আপনার প্রশ্নের উত্তর দেব। আরো ভালো লেগে থাকলে শেয়ার করুন আর প্রিয় টিউন করুন। এতে করে আমি অনুপ্রানিত হব এবং এব্যাপারে আরো বিস্তারিত লিখবো।
আমি তমাল আনোয়ার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 76 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
valo post kaje lagbe.bt bro akta free website baniasilambt ta ar saja te persina.aktu help ki kora jai?