একটা সফল ওয়েবসাইটের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে কনটেন্ট। কনটেন্ট ছাড়া কোন মানুষ আপনার ওয়েবসাইটে আসবেনা আর আপনার ওয়েবসাইটের নিয়োজিত বিনিয়োগ ভেস্তে যাবে।
কনটেন্ট বিভিন্ন প্রকার হতে পারে যেমন
১। ব্লগ আর্টিকেল কনটেন্ট
২। পেজ কনটেন্ট
৩। ডাউনলোড যোগ্য কনটেন্ট
৪। ইমেইল কনটেন্ট
৫। ইন্টারেক্টিভ কনটেন্ট
৬। অন্যান্য উৎস
ব্লগ আর্টিকেল কনটেন্ট মানে ব্লগ হিসেবে লেখা আপনার আর্টিকেল। যদি আপনার কাছে অনেকগুলো পোস্ট থাকে আর সেগুলো এখনও পাবলিশ করা হয়নি তবে আপনাকে বলছি সেগুলোকে ওয়ার্ডপ্রেসে “পোস্ট” হিসেবে পাবলিশ করবেন আর যেকেউ কমেন্ট করার সুযোগ রাখবেন। এতে আপনার ওয়েবসাইট ফলো করতে সার্চ ইঞ্জিনগুলোর সুবিধা হয় আর মানুষও আপনার সাথে মতবিনিময় করার সুযোগ পাবে।
ওয়ার্ডপ্রেসের স্ট্যাটিক পেজগুলো তেমন আপডেট করা হয়না। যেমন ধরুন আপনার ওয়েবসাইটের একটা পেজে আপনি আপনার নিজের একটা জীবনবৃত্তান্ত লিখেছেন। এটা একবার তৈরি হয়ে গেলে সেটা বারবার আপডেট করার প্রয়োজন নেই। অধিকাংশ সময়েই দেখা যায় যে, আপনার সেই পেজটি আপনার হোমপেজের মতোই ভালো অবস্থানে চলে আসে।
ডাউনলোডযোগ্য কনটেন্ট যেমন-আপনি একটা ebook লিখেছেন সেটি আপনি একটা সার্ভারে আপলোড করে সেটা ডাউনলোডযোগ্য হিসেবে অফলাইনে দেখার জন্য রেখে দিতে পারেন।
আপনি ইমেইল নিউজলেটার এর আকারে আপনার কিছু তথ্য বিলি করতে পারেন। যারা আপনার মেইলিং লিস্ট এ নাম লিখিয়েছেন একমাত্র তারাই আপনার সেই তথ্যগুলো পাবে।ইমেইল মার্কেটিং এর জন্য Aweber একটি শীর্ষস্থানীয় ওয়েবসাইট কিন্তু এর মাসিক চার্জ ২০ ডলার। আমরা যেহেতু সীমিত বাজেট প্ল্যানে কাজ করতে ইচ্ছুক তাই আমরা MailChimp নামক ফ্রি ইমেইল ডেলিভারী সার্ভিস ব্যবহার করতে পারি।
শুধু লিখলেই কি হবে? পাশাপাশি আপনার উচিত নিজের কন্ঠ রেকর্ড করে পডকাস্ট বানিয়ে আপলোড করা করা কিংবা ইউটিউবে ভিডিও ব্লগ তৈরি করা।আমি মুলত যে কনটেন্ট বানাই তা হচ্ছে ভিডিও সেটা আমি ইউটিউবে দিয়েছি।
নিজের কনটেন্ট ছাড়াও অন্যান্য ওয়েবসাইটের তথ্য, আর্টিকেল কিংবা লিঙ্ক শেয়ার করা খুবই লাভজনক।
আপনাকে নিয়মিতভাবে ওয়েবসাইটে কনটেন্ট জমা করতে হবে। এতে আরো মানুষ ওয়েবসাইটে আসতে আগ্রহী হবে।
একটি সুন্দর মন্তব্য করতে ভুলবেন না, আমি আপনার প্রশ্নের উত্তর দেব। আরো ভালো লেগে থাকলে শেয়ার করুন আর প্রিয় টিউন করুন। এতে করে আমি অনুপ্রানিত হব এবং এব্যাপারে আরো বিস্তারিত লিখবো।
আমি তমাল আনোয়ার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 76 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কাজের একটা পোস্ট । ধন্যবাদ ।