ব্লগিং: প্রতিটি বিভাগের জন্য আলাদা RSS Feed

যারা অনেকদিন ধরেই ব্লগিং করছেন এবং বেশ কিছুটা জনপ্রিয়তা পেয়েছেন ইতিমধ্যে তাহলে একটু নতুন কিছু চেষ্টা করলে কেমন হয়? ধরা যাক আপনি অনেকগুলি বিষয় মিশিয়ে লিখছেন যেমন সংবাদ, বিনোদন, খেলাধূলা ইত্যাদি; আপনি আপনার ব্লগের পাঠক, আমি আপনার খেলাধূলা বিভাগের লেখাগুলি পছন্দ করি এবং সেই বিষয়ে আপডেট চাই ইমেইলে কিম্বা আমার আরএসএস রিডারে। অথচ আপনার ব্লগে আলাদা আলাদা বিভাগ থাকলেও নেই সেইসব বিভাগের আলাদা আরএসএস ফিড। যেটা আছে সেটা সব বিষয়ের মিলিত একটা ফিড, তাতে আমার অনাকাঙ্খিত বিষয়গুলিও পড়তে হচ্ছে ফিড রিডার দিয়ে। আমার জন্য আপনি খেলাধূলা বিভাগের আলাদা একটা আরএসএস ফিড বানিয়ে দিন।

পাঠক এমন দাবী তুললে কি করবেন? পাঠক আপনাকে পছন্দ করেন, আপনার লেখার তিনি ভক্ত। তাকে নিরাশ করবেন?

না, আপনি পাঠকের চাহিদা পূরণ করতে সক্ষম হবেন; কারন, ওয়ার্ডপ্রেস হোক কিম্বা ব্লগস্পট ব্লগ, প্রতিটি বিভাগের আলাদা আরএসএস ফিড তৈরীই আছে। বাড়তি কষ্ট করে বানাতে হবেনা। আমরা অনেকেই তা জানিনা কারন হয়তো সেভাবে খুঁজে দেখা হয়নি। জেনে নিন আপনার ব্লগের বিভাগের আরএসএস ফিডের হদিশ।

ওয়ার্ডপ্রেস ব্লগের বিভাগভিত্তিক আরএসএস ফিড

ধরা যাক আপনার ব্লগ domain.com এবং তাতে category1, category2, category3 নামে ৩'টি বিভাগ আছে। এক্ষেত্রে, বিভাগগুলির নিজ নিজ আরএসএস ফিড হবে এইরকম -

ব্লগস্পট ব্লগের বিভাগভিত্তিক আরএসএস ফিড

উপরের ডোমেইন এবং লেবেল অনুযায়ী ব্লগস্পট ব্লগের বেলায় বিভাগগুলির নিজ নিজ বিভাগের আরএসএস ফিড হবে এইরকম -

এইগুলিকে আকর্ষণীয় করে তোলা যায় ফিডবার্নার দিয়ে; তাতে AdSense for Feed যুক্ত করতে পারেন। প্রচুর ব্লগ ডিরেক্টরি আছে যারা ব্লগের আরএসএস ফিড জমা নেয়, যদি একের পর এক অসংখ্য ডিরেক্টরিতে সাইটের আরএসএস ফিড কিম্বা বিভাগগুলির ফিড জমা দিতে পারেন তাহলে অনেক উপকার হবে। spacer
spacer

Level 0

আমি রিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 96 টি টিউন ও 362 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

জীবনের সব ভুল, যদি ফুল হয়ে যায়... জীবনের সব কালো, যদি আলো হয়ে যায়...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

কিছুটা দ্বিমত পোষন করছি আপনার সাথে।ব্যাপারটা আসলেই এতো বিরক্তিকর এবং হাস্যকর হয়ে যাচ্ছিল যে অনেক আগেই কর্তৃপক্ষের এ ব্যাপারে কিছু বলা উচিত ছিল।তবে আমার মনে পড়ে আগেও এটা নিয়ে বলা হয়েছিল কিন্তু তাও এটা বন্ধ হয়নি।আমি সেতু হয়তো টেকটিউনসের যত টপিক আছে তার ৫% সম্পর্কে মানুষকে সমাধান দেবার মতো জ্ঞান রাখি।কিন্তু এ ধরনের টাইটেল আমার সেই উত্তর দেবার ইচ্ছাটাকেই নষ্ট করে দেয়।তাই রিয়া আপুকে ধন্যবাদ এই টিউন করার জন্য।এবং আশা করি পরে হয়তো তিনি এটি মুছেও দিবেন।

ওই মিয়া ভালো কথা বললে মাথায় উঠে কেন? রিয়া আপু ঠিক কথা বলেছে।এরকম ভাবে সাহায্য চাওয়া দেখতে দেখতে বিরক্তি ধরে গেছে।

Level 2

@ dip mazumder ভাই আপনিযে এতটাই গাউয়া তা আজ প্রমান করলেন “ওই মিয়া” বলে। আসলে বুঝি না এসব আবান্চিত মানুষ গুলো কেন যে টেকটিউনে আসে। বয়সের দিকে আমি আপনার ছোট হব কিন্তু টিউনের দিক থেকে কিন্তু আমি আপনার চেয়ে সিনিয়র। আর সিনিয়র টিউনারদের সম্মান করতে পারেনা কেবল মাএ এসব আবান্চিত মানুষ গুলো। আমি রিয়া আপুকে সম্মান করি তাই অন্যকাউকে অসম্মান করতে চাইনা আর মনে রাখবেন যে অন্যকে সম্মান করতে পারে না সে নিজে সম্মান পায় না কোন দিনও………………………

Level 2

@ dip mazumder
@ dip mazumder
@ dip mazumder নিজের চরকায় তেল দিন……… বুঝলেন!!!

যেখানে রিয়া আপু কোন comment করেন নি সেখানে আপনি করার কে ???

Amare bachan!tune korte gele sheta hoi draft?why

আলমাস ভাইয়ার সাথে সহমত।

রিয়া আপুকে অসংখ্য ধন্যবাদ। ভাল লাগল আপু আপনার কথা গুলো। আসলেই এর এক বার প্রমান পেলাম বড়দের কাছে অনেক কিছুই শেখার আছে এখনো।

ভালই বলছেন ভাই। টেকটিউনসে আমরা ভাল কিছু শিখতে আসছি। এখানে উদ্ভট কথা বলতে বা শুনতে আসি নাই কেউই। তাই যেই কমেন্ট করেননা কেন, ভাষার দিকে নজর দেন আগেই। আবারো ধন্যবাদ আলমাস ভাই। 🙂

@almas: তোমার মন্তব্য আমি মুছবো না। তুমি খাঁটি কথাই বলেছো। আমি জানি তোমার কথার অর্থ কি। আমি টিউন যখন লিখেই ফেলেছি, তখন ভাবলাম যে ২৪ ঘন্টা অন্তত থাক লেখাটা। এখন ভাবছি রাতেই মুছে ফেলবো এই টিউন। এমনিতেও এইটা সাময়িক লেখা মনে করেই লিখেছিলাম, তুলে নিতাম পরে।

টিউনের সংখ্যা বাড়ানোর জন্য করছি – আমার সম্বন্ধে যারা এই কথা ভাববে তারা আমাকে চেনেই না। আমি বিদ্যেবোঝাই টিউনার নাহলেও এই জাতীয় টিউন দিয়ে সংখ্যা বাড়াবোনা এইটুকু বলতে পারি। টিউনাররা নিশ্চয় দেখছে আমি ইতিমধ্যেই লেখার সংখ্যা অনেক কমিয়েই রেখেছি। প্রয়োজনে লেখা থামাবো, তবুও এই ধরনের লেখা দিয়ে সংখ্যা আমি বাড়াবোনা। অন্যান্য ব্লগে অতিথি লেখা লিখে দেওয়ার জন্য আমন্ত্রণ পড়ে আছে, আমি সময়ই দিতে পারছিনা তাদেরকে, আর আমি কিনা এইভাবে টিউনের সংখ্যা বাড়াবো?

almas, সব মন্তব্যের মধ্যে তোমার মন্তব্যই আমার সবচেয়ে ভালো লেগেছে।

রিয়া আপু আমি আপনার সাথে একমত । যেহেতু সাহায্য চাই বিভাগে লিখেছে তাই সাহায্য চাই ! সাহায্য চাই! সাহায্য চাই! এসব লেখার কোন প্রয়জন নাই । না বললেও আমরা বুঝতে পারি সাহায্য চাইছে । কি বিষয়ে সাহায্য চাওয়া হয়েছে তা পরিষ্কার করে বললে ভাল হয়।

আমি টেকনিকস এ নতুন কিন্তু আমার কাছে যা ঠিক মনে হয়েছে আমি তাই বললাম । আপনার লেখা আমার অনেক ভাল লাগে আপনি চালিয়ে যান । ধন্যবাদ ভাল থাকবেন ।

আমিও একমত,যদিও আমি নিজেও এরকম বোকামি একবার করেছিলাম এবং এজন্য হয়তো তেমন হেলপ পাইনি।তাই আমার কাছে এটি প্রয়োজনীয় টিউন।ধন্যবাদ।

রিয়া আপু থামবেনা প্লিজ, আশা করি আপনার কাছ থেকে আরো সুন্দর সুন্দর টিউন পাবো।