যারা অনেকদিন ধরেই ব্লগিং করছেন এবং বেশ কিছুটা জনপ্রিয়তা পেয়েছেন ইতিমধ্যে তাহলে একটু নতুন কিছু চেষ্টা করলে কেমন হয়? ধরা যাক আপনি অনেকগুলি বিষয় মিশিয়ে লিখছেন যেমন সংবাদ, বিনোদন, খেলাধূলা ইত্যাদি; আপনি আপনার ব্লগের পাঠক, আমি আপনার খেলাধূলা বিভাগের লেখাগুলি পছন্দ করি এবং সেই বিষয়ে আপডেট চাই ইমেইলে কিম্বা আমার আরএসএস রিডারে। অথচ আপনার ব্লগে আলাদা আলাদা বিভাগ থাকলেও নেই সেইসব বিভাগের আলাদা আরএসএস ফিড। যেটা আছে সেটা সব বিষয়ের মিলিত একটা ফিড, তাতে আমার অনাকাঙ্খিত বিষয়গুলিও পড়তে হচ্ছে ফিড রিডার দিয়ে। আমার জন্য আপনি খেলাধূলা বিভাগের আলাদা একটা আরএসএস ফিড বানিয়ে দিন।
পাঠক এমন দাবী তুললে কি করবেন? পাঠক আপনাকে পছন্দ করেন, আপনার লেখার তিনি ভক্ত। তাকে নিরাশ করবেন?
না, আপনি পাঠকের চাহিদা পূরণ করতে সক্ষম হবেন; কারন, ওয়ার্ডপ্রেস হোক কিম্বা ব্লগস্পট ব্লগ, প্রতিটি বিভাগের আলাদা আরএসএস ফিড তৈরীই আছে। বাড়তি কষ্ট করে বানাতে হবেনা। আমরা অনেকেই তা জানিনা কারন হয়তো সেভাবে খুঁজে দেখা হয়নি। জেনে নিন আপনার ব্লগের বিভাগের আরএসএস ফিডের হদিশ।
ধরা যাক আপনার ব্লগ domain.com এবং তাতে category1, category2, category3 নামে ৩'টি বিভাগ আছে। এক্ষেত্রে, বিভাগগুলির নিজ নিজ আরএসএস ফিড হবে এইরকম -
উপরের ডোমেইন এবং লেবেল অনুযায়ী ব্লগস্পট ব্লগের বেলায় বিভাগগুলির নিজ নিজ বিভাগের আরএসএস ফিড হবে এইরকম -
এইগুলিকে আকর্ষণীয় করে তোলা যায় ফিডবার্নার দিয়ে; তাতে AdSense for Feed যুক্ত করতে পারেন। প্রচুর ব্লগ ডিরেক্টরি আছে যারা ব্লগের আরএসএস ফিড জমা নেয়, যদি একের পর এক অসংখ্য ডিরেক্টরিতে সাইটের আরএসএস ফিড কিম্বা বিভাগগুলির ফিড জমা দিতে পারেন তাহলে অনেক উপকার হবে।
আমি রিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 96 টি টিউন ও 362 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
জীবনের সব ভুল, যদি ফুল হয়ে যায়... জীবনের সব কালো, যদি আলো হয়ে যায়...
কিছুটা দ্বিমত পোষন করছি আপনার সাথে।ব্যাপারটা আসলেই এতো বিরক্তিকর এবং হাস্যকর হয়ে যাচ্ছিল যে অনেক আগেই কর্তৃপক্ষের এ ব্যাপারে কিছু বলা উচিত ছিল।তবে আমার মনে পড়ে আগেও এটা নিয়ে বলা হয়েছিল কিন্তু তাও এটা বন্ধ হয়নি।আমি সেতু হয়তো টেকটিউনসের যত টপিক আছে তার ৫% সম্পর্কে মানুষকে সমাধান দেবার মতো জ্ঞান রাখি।কিন্তু এ ধরনের টাইটেল আমার সেই উত্তর দেবার ইচ্ছাটাকেই নষ্ট করে দেয়।তাই রিয়া আপুকে ধন্যবাদ এই টিউন করার জন্য।এবং আশা করি পরে হয়তো তিনি এটি মুছেও দিবেন।