জেনে নিন চিকিৎসা ও স্বাস্থ্যতথ্য বিষয়ে ওয়েব সাইট (কাজে লাগ্লেও লাগতে পারে)

আসসালামুয়ালাইকুম

আশা করি সবাই ভাল আছেন। প্রতি বছর আমাদের মত উন্নয়নশিল দেশে বহু মানুস বিনা চিকিতসায় মারা যায়। বা ভুল চিকিতসায় মারা যায়।

vegetable.gifমানুসের অন্যতম মৌলিক অধিকার চিকিৎসা সেবা থেকে বাংলাদেশের অধিকাংশ মানুষ বঞ্চিত। এক জরিপে দেখা যায়, এ দেশের প্রায় সাড়ে ১০ লাখ প্রাপ্তবয়স্ক ও ১ লাখ  শিশু চোখের ছানি এবং অন্যান্য কারণে দৃষ্টিহীনতায় ভুগছে। আর কিডনি রোগে আক্রান্ত হলে বেশির ভাগ লোক জানতেই পারেন না, তিনি কন রোগে আক্রান্ত হয়েছেন। কিডনি রোগের চিকিৎসা এতোই ব্যয়বহুল যে, দেশের ৯০ পারসেন্ট মানুষেরই দীর্ঘ মেয়াদি এ চিকিৎসা চালিয়ে যাওয়ার সামর্থ্য নেই। সরকারি হাস্পাতাল গুলোতে চিকিৎসা সেবার বেহাল অবস্থা। চিকিৎসা সেবার যখন এই হাল, তখন আমাদের দেশে কিছু প্রতিষ্ঠান ওয়েবসাইটের মাধ্যমে চিকিৎসা সেবা দেয়ার জন্য এগিয়ে এসেছে। আজ এ নিয়ে আমাদের আলোচনা।

http://health.evergreenbangla.com

the_food_pyramid.jpg

এভারগ্রিন বাংলা ডট কম তাদের অন্যান্য সেবার মতো স্বাস্থ্য বিষয়ক একটি সেবা চালু করেছে। এ সাইটে তারা বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত স্বাস্থ্য বিষয়ক রচনা, প্রবন্ধ এবং আলোচনার সঙ্কলন বাংলায় এবং ইউনিকোডে তৈরি করেছে। সাইটটি দেখতে ততোটা সুদ্রিশ না হলেও সেখানে যে তথ্যগুলো সংরক্ষিত হচ্ছে তা অতান্ত মূল্যবান। আমরা অনেকে রোগকে অবহেলা করে এক সময় গুরুতর অবস্থায় পড়ি। আবার অনেকে সহকর্মী বা প্রতিবেশীর সঙ্গে পরামর্শ করে ভুল ওষুধ সেবন করি। তাই আমরা সবাই এ সাইটটিকে তথ্যসমৃদ্ধ সাইট হিসেবে বিবেচনা করতে পারে। প্রতিটি রোগকে আলাদা ভাবে সাজানো হয়েছে এখানে। বিভিন্ন ডাক্তারের পরামর্শও যুক্ত করা হয়েছে।

http://www.mbbsdoctor.com

cordbloodphoto.jpg
এ সাইটটিও চমৎকার একটি উদ্যোগ। বাংলা এবং ইংরেজি দুই ভাষায় এখানে বিভিন্ন রোগের বিস্তারিত বিবরণ দেয়া হয়েছে। উপসর্গ এবং লক্ষণ থেকে শুরু করে কি করা উচিত, কখন ডাক্তার দেখানো উচিত এবং রোগ নির্ণয়ের পরে কিভাবে প্রতিষেধক নেবেন এবং রোগ প্রতিরোধের উপায়গুলোও এখানে সুন্দর করে দেয়া আছে। এখানে ডাক্তার এবং হসপিটালের তথ্যসমৃদ্ধ একটি ডেটাবেজ আছে। যেখানে অসুখের নাম দিয়ে ডাক্তার খোজা যায়। সেই ডাক্তার কোথায় এবং কখন বসেন সেসব শেডিউলসহ ডাক্তারের চেম্বারের ফোন নাম্বার পাওয়া যায়। ঢাকা শহরে ২৪ ঘণ্টা যে ওষুধের দোকানগুলো খোলা থাকে সেগুলোর ঠিকানাসহ বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার, ব্লাড ব্যাংক এবং অ্যাম্বুলেন্স সরবরাহ করে এমন প্রতিষ্ঠানগুলোর ঠিকানা এখানে দেয়া আছে।

http://www.doctorsbd.com

Doctor

সাইটটি বাংলাদেশের রোগী এবং নতুন ও পুরনো সব চিকিৎসকের জন্য একটি মিলনকেন্দ্র। সারা দেশের ডাক্তারদের একটি বিশাল ডেটাবেজ তৈরির চেষ্টা চালানো হচ্ছে এখানে। ডাক্তারদের ছবিসহ তাদের তথ্যাদি সংরক্ষণ করা হচ্ছে। এতে করে যে কোনো জেলার ডাক্তারকে খুজে বের করা সম্ভব। সম্পূর্ণ বিনামূল্যে ডাক্তারের সঙ্গে অনলাইন কনসালটেশনের সুবিধা এখানে দেয়া হচ্ছে। সংগঠন সংবাদসহ বিভিন্ন চিকিৎসা সাময়িকী পাওয়ার জন্য বিভিন্ন লিঙ্ক যুক্ত করা হয়েছে।

http://www.rokto.org

blood_cells.jpg

মোট ৭৯১ জন রক্তদাতা এ সাইটের সঙ্গে যুক্ত আছেন। এটি একটি ভার্চুয়াল ব্লাড ব্যাংক। আপনিও ইচ্ছা করলে এখানে একজন মেম্বার হতে পারেন, যা কি না সম্পূর্ণ ফ্রি। এখানে লগইন করার মাধ্যমে আপনি অন্যান্য রক্তদাতার সম্পর্কে তথ্যাদি জানতে পারবেন, তাদের কাছে প্রয়োজনে রক্তের আবেদন করতে পারবেন। আবার সদস্যরা ছাড়াও যে কোনো ব্যক্তির রক্তের প্রয়োজনীয়তা দেখা দিলে রক্তের গ্রুপসহ আর্জেন্ট রিকোয়েস্ট জানাতে পারবেন। এটি রক্তদাতাদের কাছে চাহিদা পৌছানোর একটি দ্রুততম মাধ্যম, যা আপনিও ব্যবহার করতে পারেন। এখানকার কমেন্ট সেকশনটি হয়তো কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়নি, হলে অবশ্যই তারা অপ্রয়োজনীয় লিঙ্কগুলো মুছে ফেলতেন।

http://www.dab-bd.org

diabetic_food_pyramid_guide.jpg

বাংলাদেশে ডায়াবেটিস আক্রান্ত রোগীদের স্বাস্থ্যসেবা দেয়ার জন্য দীর্ঘদিন ধরে কাজ করছে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি। এ সমিতির অফিশিয়াল সাইট হলো এটি। এ সাইটটি বাংলাদেশ ডায়াবেটিক সমিতির কার্যক্রম ও তাদের বিভাগগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য সরবরাহ করে থাকে। ডায়াবেটিস কি এবং এটি হলে ওষুধ গ্রহণের মাত্রা সম্পর্কে এখানে কিছু তথ্য দেয়া আছে।

Level 0

আমি Johir Patowary। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Valo tune…kaje lagte pare…Thanx

ধন্যবাদ।

Level 0

nice tune…………………thanks…………….

Level 0

thanks

Level 0

khuboi sundor akta tunes……thnx……to……..patowary vi..

Level 0

mbbsdoctor…page ta vlo but bangla word dekte parci na….akhon ki korbo…????