আমার কাছে গণিত অসাধারণ রহস্য আর মজার একটি বিষয়। একবার আপনি গণিতের প্রেমে পড়বেন তো আর ছাড়তে পারবেন না। এর পরতে পরতে ছড়িয়ে আছে মজা। একটু খেয়াল করলেই দেখতে পাবেন। চলুন এরকম দুই-একটা বিষয় দেখাই যা হয়তো আপনি জানতেন না।
গণিতে ক্রমের পিরামিড একটু অদ্ভুত সুন্দর বিষয়। নিজের ক্রমটা খেয়াল করে দেখুন-
১+২=৩
৪+৫+৬=৭+৮
৯+১০+১১+১২=১৩+১৪+১৫
১৬+১৭+১৮+১৯+২০=২১+২২+২৩+২৪
২৫+২৬+২৭+২৮+২৯+৩০=৩১+৩২+৩৩+৩৪+৩৫
........................
সিরিজটি এভাবে অনন্তকাল চলতে থাকবে, বিশ্বাস না হলে যাচাই করে দেখুন। প্রতি লাইনে বাম ও ডান উভয়দিকে একটি করে সংখ্যা ক্রমিক বাড়াতে থাকুন।
আবার দেখুন-
০+১+২=৩
৪+৫+৬+৭+৮=৯+১০+১১
১২+১৩+১৪+১৫+১৬+১৭+১৮=১৯+২০+২১+২২+২৩
........................
এই সিরিজও অনন্তকাল চালাতে পারবেন। এক্ষেত্রে প্রতি লাইনে বাম ও ডানে দুটি করে ক্রমিক সংখ্যা বাড়ান।
একই ভাবে বর্গ সংখ্যারও পিরামিড বানানো সম্ভব। চলুন দেখি-
৩২+৪২=৫২
১০২+১১২+১২২=১৩২+১৪২
২১২+২২২+২৩২+২৪২=২৫২+২৬২+২৭২
৩৬২+৩৭২+৩৮২+৩৯২+৪০২=৪২২+৪২২+৪৩২+৪৪২
........................
এখন একটু চেষ্টা করে দেখুন তো এই সিরিজটাকে আরও লম্বা করতে পারেন কিনা!
পূর্ব প্রকাশঃ http://www.muktokontho.com/mukto90/blog/2164
আরও দেখুনঃ Backend-এ শুধু নিজের পোস্ট দেখানো (ওয়ার্ডপ্রেস হ্যাকস- ০৩)
আমি নাজমুল আহসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 134 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ছোটবেলা থেকেই গণিতের প্রতি আমার চরম অনীহা । কারণ ভালো কোন শিক্ষক পাই নি; আর আমার বাসায়ও কেউ ছিলো না গণিত ক্লিয়ার করার । ক্লাস ৫ এবং মাধ্যমিক-এ ভালো শিক্ষক পেয়েছিলাম, তাই ভালো করেছিলাম । তখন যে এসব সুন্দর মজাগুলো কোথায় ছিলো… থাকলে হয়তবা এ অনীহা থাকত না ।
যাইহোক আপনার এ টিউন পড়ে গণিতের প্রতি আমার খামখেয়ালিপণা একটু হলেও কমেছে । এরকম আরও চাই…