আমরা যারা ফেসবুক বা ইউটিউবের ভিডিও দেখি চাইলেই ডাউনলোড করতে পারিনা , এজন্য বিভিন্ন কৌশল ব্যবহার করতে হয় । আজ আপনাদের দেখাবো সবচেয়ে সহজ উপায়ে কি ভাবে ভিডিও ডাউনলোড করা যায় ।
ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করার প্রথমে http://www.downvids.net এই সাইটে যান ।
তারপর
এখানে আপনার ফেইসবুক ভিডিও লিংক দিয়ে ডাউনলোড ক্লিক করুন ।
এবার Download This Video ক্লিক করে কিছুক্ষণ অপেক্ষা করে ফেসবুকের ভিডিও টি ডাউনলোড করে নিন ।
এবার দেখাবো ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার সবচেয়ে সহজ উপায় ।
ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার জন্য প্রথমে http://en.savefrom.net এই সাইটে যান ।
তারপর
এখানে ইউটিউব ভিডিও লিংক দিয়ে ডাউনলোড ক্লিক করুন ।
এবার আপনি কোন FLV. MP4, 3Gp, WEBM ফরম্যাটে ডাউনলোড করতে চান তা ডান পাশ থেকে পছন্দ করে ক্লিক করুন, দেখবেন ডাউনলোড শুরু হয়ে যাবে । এই লিংক থেকে youtube ছাড়াও একই পদ্ধতিতে rapidshare , vimeo, filefactory থেকে ফাইল নামাতে পারবেন ।
আজ এ পর্যন্ত ভাল থাকবেন সবাই ,
যারা ফ্রিল্যান্সিং বা অনলাইনে কেনাকাটা করেন তারা একবার আমাদের http://www.facebook.com/groups/dollarmarket ফেসবুক গ্রুপটি দেখে আসতে পারেন ।
আমি MD. RUBEL AHMED। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 66 টি টিউন ও 588 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি ইন্টারনেট থেকে নতুন জিনিস শিখতে ও শেয়ার করতে ভালবাসি ।
সুন্দর সুন্দর !!!