টেকটিউসের সাথে আছি মাত্র্র্র্র্ তিন কি চার মাস হল। অনেকের টিউন পড়ি প্রতিদিন, মন্তব্য করি ভালই লাগে। কিন্তু কখন কে টিউন করল বা কি টিউনস করলো সব সময় তো সাইটে এসে দেখা সম্ভব হয় না। তাই ইমেইলে সাবক্রাইব করে নিয়েছি অনেক আগেই। তাই যত টিউনই হোক না কেন আর যতই ব্যস্ত থাকি না কেন একটা সময় সব টিউনসই পড়ি এবং মন্তব্য করার চেষ্টা করি। মেইলে সাবক্রাইব না করলে হয়তো এটা সম্ভব হতো না। যা হোক বেশি কথা বাড়াবো না, মূল কথায় আসি.................... টেকটিউসে যারা অভিজ্ঞ(যারা মেইল সাবক্রাইব করতে পারেন) তাদের জন্য টিউনটি নয়। টেকটিউনসে আছেন অথচ তারা মেইলে টিউস সাবক্রাইব করেতে জানেন না হয়তো আছেন অনেকেই তাদের জন্য টিউন টি করা। আশা করি আপনাদের কাজে লাগবে।
চলুন কাজে আসি ....
প্রথমেই https://www.techtunes.io/ সাইটটিতে প্রবেশ করুন। তারপর
উপরের ডান দিকে টেকটিউনস ইমেইল আরএসএস এ ক্লিক করুন। নিচের চিত্রের মত করে-
তরপর যে উইন্ডোটি আসবে সেখানে থেকে Email Subscription Request লেখার নিচের দিকে থেকে Your email address লেখা এর পাশে খালি বক্সটি আছে সেখানে আপনার মেইল ঠিকানাটি(টিউনগুলো আপনি আপনার যে ইমেইল ঠিকানাতে পেতে চান) লিখে দিন।
তারপর নিচের যে ভেরিফিকেশন ক্যাপচা ইমেজটি দেয়া থাকবে সেটি সঠিক ভাবে নিচের চিহ্নিত বক্সে লিখে দিন।
তারপর Complete Subscription Request এ ক্লিক করুন।
তারপর যে উইনন্ডোটি আসবে সেখানে দেয়া নিদেশনা গুলো পড়ুন। পড়া শেষে Close Window তে ক্লিক করুন।
এবার Google FeedBurner সঙ্গে আপনার প্রদত্ত ঐ ইমেইল ঠিকানায় Activation Link পাঠায় দিবে, যা আপনাকে উপরের চিত্রের বার্তাতে জানায় দিয়েছে। এবার আপনার মেইল একাউন্টে লগইন করুন, দেখতে পারবেন নিচের চিত্রে চিহ্নিত করা লিঙ্কটির মত একটি লিঙ্ক পাবেন আপনার মেইল ইনবক্সে।
মেইলটির সাবজেক্ট এ ক্লিক করুন। তারপর নিচের চিত্রের মত Activation Link দেখতে পারবেন।
উপরে চিহ্নিত Activation Link টিতে ক্লিক করেন। বাস আপনার কাজ শেষ। দেখুন নতুন উইন্ডো খুললে কি বলে।
নিচের চিত্রে দেখুন –
এবার উপভোগ করুন। আর নিশ্চিন্তে থাকুন নতুন কোন টিউনই আপনার কাছে থেকে হারিয়ে যাবে না।
ভাল লাগলে অবশ্যই মন্তব্য করবেন। শুভ হোক আপনার ডিজিটাল জীবন।
আমি আরিফুল ইসলাম শাওন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 44 টি টিউন ও 1073 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
হ্যালো টেকটিউনার্স!! :) আমি আরিফুল ইসলাম শাওন, ডাক নাম "শাওন" এই বেশি পরিচিত। বিভাগীয় শহর রংপুরেই থাকি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এ্যাকাউন্টিং-এ গ্রাজুয়েশন করেছি। পেশায়আছি গত ৬ বছর থেকে। নিজের ফ্রীলান্স ওয়েব ডেভেলপমেন্ট এবং ট্রেইনিং ইন্সটিটিউট রংপুরসোর্স এর প্রতিষ্ঠাতা, সিইও এবং লিড ডেভেলপারের দায়িত্বে আছি। ব্লগিং করছি আমার অফিশিয়াল ব্লগ বাংলা...
thanks
http://24earnmoney.blogspot.com