এই দিন নিয়ে সারা বিশ্বে তোলপাড় চলছে। কেউ বলছে, এটি মহা শুভদিন, কেউ বলছে, আজকের দিনটা অন্যরকম। আজকে দিনটা মোটেও অন্যরকম না। অন্য আরো ৮/১০ টা দিনের মতো, এটিও সাধারণ দিন। তবে এই দিনটাই আপনার জন্য অসাধারণ, ঐতিহাসিক, জীবনের মোড় ঘুরানোর দিন হতে পারে। কীভাবে?????????
১. প্রায় প্রত্যেক মানুষের কোনো না কোনো বদভ্যাস থাকে। আপনারও হয়তো আছ
ে। এইদিনে আপনি আপনার কোনো খারাপ অভ্যাস চিরতরে ত্যাগ করতে পারেন। যেমন, আপনি ধুমপায়ী হয়ে থাকলে ঘোষণা দিতে পারেন, এইদিন আপনি ধুমপান ছেড়ে দেবেন। ব্যাস, এতেই এই দিনটি আপনার জন্য চির স্মরণীয় হয়ে গেল। যেকোনো ধরণের ”ব্যাড হ্যাবিট” ছেড়ে দেবার জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ। মনে রাখবেন, আগামী ১০০ বছরেও এমন দিন আসবে না। কাজেই যা করার জলদি করুন।
অথবা
২. এই বছর দারুন শীত পড়েছে। আজ আপনি কোনো শীতার্ত দরিদ্র মানুষকে একটা গরম কাপড় উপহার দিনে পারেন। তার কষ্টের রাতকে আনন্দ-উঞ্চতায় ভরিয়ে দিন। সে আপনাকে মনে রাখবে, আপনিও দারুন আনন্দ পাবেন।
অথবা
৩. বুড়ো বাবা মায়ের অনেক দিন খোঁজ নেন না। এইদিন বাবা অথবা মাকে ফোন দিয়ে টানা অন্তত ১২ মিনিট কথা বলতে পারেন।
অথবা
৪. অতীতে কেউ হয়তো আপনার কোনো আচরণে কষ্ট পেয়েছে। আজকেই সেই দিন। তাকে ফোন দিন অথবা তার সাথে দেখা করুন। স্যরি বলুন। দেখবেন আজকের দিনটা কতো অন্যরকম হয়ে যায়।
অথবা
৫. কাটাবনে গিয়ে খাঁচায় বন্দী থাকা একটা পাখি কিনুন। তারপর তাকে মুক্ত করে দিন, আকাশে উড়িয়ে দিন। বিশাল আনন্দ পাবেন।
অথবা
৬. সামনে পরীক্ষা। ধুমাইয়া ফাকিঁ মেরে বেড়াচ্ছেন। আজ বই নিয়ে বসুন, তারপর বলুন, আজ তোর একদিন কি আমার একদিন। বই পড়ে ভাজা ভাজা করে ফেলুন। ফল পাবেন হাতেনাতে।
অথবা
৭. সারা বছর হা হুতাশ করেছেন, জীবনে কিছুই পেলাম না, আমার এটা নেই, সেটা নেই । আজ একটা কাজ করুন। কাগজ কলম নিয়ে বসুন, তারপর লিখতে শুরু করুন, আপনার কি কি আছে? যেমন আপনার একটা সচল হাত আছে যেটি দিয়ে আপনি লিখতে পারেন। অনেক মানুষের হাতই নেই। আবার অসংখ্য মানুষ আছে, যাদের হাত আছে, অথচ তারা লিখতে পারে না। কমপক্ষে ১২ মিনিট এই কাজে ব্যয়। জীবনের প্রাপ্তির তালিকা করুন। দারুন কাজে লাগবে।
অথবা
৮. একটা টার্গেট নিন। আজ এমন কিছু কাজ করবেন, যেটা করলে আজ অন্তত ১২ বার ”থ্যাংক ইউ” শুনবেন। রিকশাওয়ালাকে দুইটা টাকা বেশি দিন। তিনি মুখে ”থ্যাংক ইউ” না বললেও মনে মনে নিশ্চয়ই বলবেন। সহপাঠিকে ক্লাস নোট দিয়ে বা অন্যকোনো উপায়ে উপকার করুন। সেও থ্যাংক ইউ বলবে। রাস্তার কোনো পথ শিশুকে কিছু খাবার কিনে দিন। একটা কলা, কিংবা বনরুটি। সেও দারুন একটা হাসি দেবে। আপনার সাধ্য অনুযায়ী এমন কিছু করুন, যাতে আজকের দিনে অন্তত ১২ বার ”থ্যাংক ইউ” শুনতে পারেন। জীবনের রং-ই দেখবেন বদলে গেছে।
অথবা
৯. এই লেখা পড়তে বোর লাগছে। ১২ বার জোরে নাক দিয়ে শ্বাস নিন, মুখ দিয়ে বের করে দিন। দেখবেন ফ্রেশ লাগছে।
অথবা
১০. আমরা প্ল্যান করার সময় ভাবি, প্ল্যান এ কাজ না করলে প্ল্যান বি ট্রাই করবো। কেন ভাই? ইংরেজিতে ২৬ টা অক্ষর আছে। জীবনের পরিকল্পনা এভাবে করুন, প্ল্যান এ কাজ না করলে প্ল্যান বি, সেটা না করলে প্ল্যান সি …এভাবে প্ল্যান ডি, প্ল্যান ই, প্ল্যান এফ, প্ল্যান জি … অন্তত ১২ টা প্ল্যান রাখুন। সফল হবেন, নিশ্চিত।
অথবা
১১. জীবন দর্শন একটু বদলে ফেলতে পারেন। অন্যের সাথে সেই আচরণ করুন, যে আচরণ অন্যের কাছ থেকে প্রত্যাশা করেন। আপনি যদি চান, সবাই আপনার সাথে সব সময় ভালো ব্যবহার করবে, হাসি মুখে কথা বলবে; তাহলে আপনিই শুরু করেন, সবার সাথে সব সময় ভালো ব্যবহার, হাসি মুখে কথা বলুন। ব্যাস, দেখবেন, লাইফ ইজ ইজি।
অথবা
১২. উপরের কোনো কিছুই না পারলে, এই লেখাটা অনন্ত ১২ জনের সাথে শেয়ার করুন। বলুন, ভাই, আমি তো কোনোটাই পারলাম না, দেখো তোমরা ট্রাই করে। অন্তত একজন হলেও আপনাকে বলবে, থ্যাংক ইউ। এটাই বা কম কীসের, বলুন? [Collected]
আমি প্রীতম চক্রবর্তী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 161 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মাঝে মাঝে নিজেকে দেখলে মনে হয়, 'হায়! আরও কত কিছু করার বাকি আছে!'
Awesome Sala ! খুব সুন্দর বিবেকে সাড়া জাগানো টিউন ..