পিরামিড এর আশ্চর্য ইতিহাস এবং এর না দেখা ছবি মিস করবেন না !!!!!!!!!!!!!


পিরামিড :

পিরামিড পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি। প্রাচীন মিশর শাসন করতেন ফারাও রাজারা। তাদের কবরের উপর নির্মিত সমাধি মন্দিরগুলোই পিরামিড হিসেবে পরিচিতি লাভ করে। মিসরে ছোটবড় ৭৫টি পিরামিড আছে। সবচেয়ে বড় এবং আকর্ষনীয় হচ্ছে গিজা'র পিরামিড যা খুফু'র পিরামিড হিসেবেও পরিচিত। এটি তৈরি হয়েছিল খ্রিস্টপূর্ব প্রায় ৫০০০ বছর আগে।

এর উচ্চতা প্রায় ৪৮১ ফুট। এটি ৭৫৫ বর্গফুট জমির উপর স্থাপিত। এটি তৈরি করতে সময় লেগেছিল ২০ বছর এবং শ্রমিক খেটেছিল ১ লাখ। পিরামিডটি তৈরি করা হয়েছিল বিশাল বিশাল পাথর খন্ড দিয়ে। পাথর খন্ডের এক একটির ওজন ছিল প্রায় ৬০ টন, আর দৈর্ঘ্য ছিল ৩০ থেকে ৪০ ফুটের মত। এগুলো সংগ্রহ করা হয়েছিল দূর দুরান্তের পাহাড় থেকে। পাথরের সাথে পাথর জোড়া দিয়ে এমনভাবে পিরামিড তৈরি করা হত যে, একটি পাথর থেকে আরেকটি পাথরের মাঝের অংশে একচুলও ফাঁক থাকত না।

A reconstruction of pyramid-builders hauling a limestone blockA reconstruction of an alignment ceremony

পিরামিড নির্মানের সময় হয়ত এমন এমন এ ছিল :

পিরামিডের মূল কাঠামো :

undefined

ফারাও:

প্রাচীন মিশরীয় রাজারা ফেরাউন বা ফারাও (প্রাচীন মিশরীয় ভাষার অনুমিত উচ্চারণে পার্‌‘ও’) নামে পরিচিত। প্রাচীন মিশরের নতুন রাজ্যের সময় ফেরাউনরা ধর্মীয় এবং রাজনৈতিক নেতা ছিল। "বড় বাড়ি" বলতে তখন রাজাদের বাড়িকে বোঝানো হত কিন্তু মিশরীয় ইতিহাসের গতিপথের সাথে সাথে তা হারাতে বসে ছিল এমনকি রাজা, nswt এর জন্য ঐতিহ্যবাহী মিশরীয় শব্দের পরস্পরিক পরিবর্তনে মধ্যে প্রকাশ করা হয়েছিল। যদিও মিশরের শাসকরা সাধারণত পুরুষ ছিল, ফেরাউন শব্দটা বিরলভাবে মহিলা শাসকদের হ্মেত্রেও ব্যবহার করা হত। ফেরাউনরা বিশ্বাস করত যে দেবতা হরুসের সাথে জীবনের দেহযুক্ত সমস্ত মিশরের পৌরাণিক শাসক এবংওসিরিসের মৃত্যুতে।

undefined

এরা নিজেদেরকে সূর্যের বংশধর মনে করত। নিজেদেরকে দেবতা বলে মনে করায় তারা বংশের বাইরে কাউকে বিবাহ করত না। ফলে ভাইবোনেদের মধ্যেই বিবাহ সম্পন্ন হত। ফেরাউনরা মৃত্যুর পরও জীবন আছে বলে বিশ্বাস করত। তাই তাদের মৃত্যুর পর পিরামিড বানিয়ে তার নীচে সমাধিকক্ষে এদের দৈনন্দিন জীবনের ভোগ-বাসনার সমস্ত সরঞ্জাম রক্ষিত করত। মৃতদেহকে পচন থেকে বাঁচাবার জন্য তারা দেহকে মমি বানিয়ে রাখত এবং স্বর্ণালঙ্কারে মুড়ে সমাধিকক্ষের শবাধারে রাখা হত।


মমি:

মমি হলো একটি মৃতদেহ যা জীবের শরীরের নরম কোষসমষ্টিকে জলবায়ু (বায়ুর অভাব অথবা অনাবৃষ্টি অথবা মৌসুমীয় অবস্থা) এবং ইচ্ছাকৃত কারণ (বিশেষ দাফন প্রথাগুলো) থেকে রহ্মা করে। অন্যভাবে বলা যায়, মমি হলো একটি মৃতদেহ যা মানবিক প্রযুক্তির মধ্যে অথবা প্রাকৃতিকভাবে ধ্বংস এবং হ্ময়প্রাপ্ত হওয়া থেকে রহ্মা করে।

মমি শব্দের উৎপত্তি:

মমি শব্দটি মধ্যে যুগের লাতিন শব্দ mumia থেকে এসেছে, একে পারস্য ফার্সি ভাষা mūm (موم) থেকে আনা হয়েছে যার অর্থ  (bitumen)।

ভিতরে Khufu গ্রেট পিরামিড:

কেবল গ্রেট পিরামিড বেস উপরে একটি প্রবেশপথ থেকে, একটি আবদ্ধ আরোহী প্যাসেজ ৩৬ মিটার জন্য  সিড়ি  কঠিন একটা উঁচা গ্র্যান্ড গ্যালারি পাথর কোর মাধ্যমে. এই রাজা এর চেম্বার এবং এই বিশাল পিরামিড হৃদয় মধ্যে খালি ভাস্কর্যশিল্পঅলংকৃত শিলালিপিসমন্বিত প্রস্তর শবাধার পৌঁছানোর অন্য ৪৬ মিটার সিড়ি .

undefined

গ্রেট পিরামিড The King's Chamber হৃদয় রাজা এর চেম্বার একটি খালি পাথর ভাস্কর্যশিল্পঅলংকৃত শিলালিপিসমন্বিত প্রস্তর শবাধার ঝুলিতে.

পিরামিডের আলোক বিম্ভো :

পদার্থবিদদের একটি টিম একটি শক্তি মরীচি বসনিয়ান পিরামিড সূর্যের উপরের মাধ্যমে সনাক্ত আসছে. মরীচি এর ব্যাসার্ধ হল 28 ২ kHz একটি ফ্রিকোয়েন্সি সঙ্গে 4.5 মিটার. মরীচি হয় ক্রমাগত এবং তার শক্তি বৃদ্ধি হিসাবে এটি পিরামিড থেকে চলে আপ এবং দূরে. এই ঘটনাটি ঔষধ প্রয়োগ করা এবং প্রযুক্তি পরিচিত আইন contradicts. মনে হচ্ছে যে পিরামিড-বিল্ডার একটি চিরস্থায়ী গতি মেশিন তৈরি একটি দীর্ঘ সময় আগে এবং এই "শক্তি মেশিন" এখনও কাজ করছে. মৌলিক পিরামিড, সবচেয়ে উচ্চতর এবং প্রাচীনতম, উন্নত বিল্ডার কে শক্তি, জ্যোতির্বিদ্যা এবং নির্মাণ ভালো জানত তুলনায় আমরা কি দ্বারা করা হয় নি. পুরান চীনা এবং মিশরীয় পিরামিড আছে যারা ​​তৈরি করে পরে অসফল replicas হিসাবে, অনেক শ্রেয়. পুরাতন গ্রানাইট এবং বেলেপাথর ব্লকগুলো থেকে নির্মিত হবে, আরো বেশী সাম্প্রতিক অনেক ছোট ইট এবং কাদা থেকে নির্মিত. (উত্স)

undefined

এটা আমার প্রথম পোস্ট আমনাদের ভালো লাগলে আরো লিখব

ভালো লাগলে জানাবেন

Level 0

আমি raquibul islam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভালো লাগলো।

Level 0

jotel bro, valo lagsay………………..

Thanks thanks

Level 2

দারুণ হয়েছে রকিবুল ভাই।

রাকিবুল ভাই , আনেক তথ্য জানতে পারলাম । ধন্যবাদ ।

Thanks all

Thanks vai…………… Chalia jan……………

such a varied and beautiful planet we live on…SO WHY THE HELL ARE WE SO KEEN TO DESTROY IT!..with our actions our greed?…thanks for posting good document.We should know our previous history because of that past things stand up where we are now standing.

অনেক কিছু জানলাম,ভাল লেগেছে। আশা করি আরও নতুন নতুন তথ্য নিয়ে পোস্ট করবেন। ধন্যবাদ শেয়ার করার জন্য।

ট্রান্সলেট করছেন নাকি? ভাষার যে অবস্থা।

খু্ব ই ভাল হয়েছে। ভাল তথ্য সংগ্রহ করেছেন। তবে গুগল ট্রান্সলেটরের মাধ্যমে ট্রান্সলেট করার কারনে একটু সমস্যা হয়েছে।

Google Translate থেকে ট্রান্সলেট করে মেরেছেন নাকি?

ট্রান্সলেট করে মারুক আর জে ভাবেই মারুক উনি টিউন করে আমাদের সাথে এমন কিছু শেয়ার করেছেন জা থেকে আমরা কিছু শিখতে পারি।সো নেগেটিভ কমেন্ট না করলেই খুশি হব। menz ও রানা ২ জনকেই বল্লাম কথা গুলো। আশা করি মনে কষ্ট নিবেন না মনে

Level 0

প্রথম টিউনেই বাজিমাত করসেন।
ধন্যবাদ

Level 0

ট্রান্সলেট করা কি অপরাধ ??

Level 0

আনেক তথ্য জানতে পারলাম। দারুণ হয়েছে রকিবুল ভাই। ধন্যবাদ।

Translate করে লিখলে পড়তে কষ্ট ভাইজান।

Level 2

ভালো লাগলো।

ট্রান্সলেট করা অপরাধ না। তবে তিনি যদি নিজে অনুবাদ গুলি ঠিক করে দিতেন তাহলে ভাল হত। কারন বাংলিশ দিয়ে লিখা বাক্যও পড়া যায় যদি বাক্য সাজানো ঠিক থাকে বা আমরা যে ভাবে কথা বলি সে ভাবে যদি সাজানো থাকে। কিন্তু বাংলায় লিখা বাক্য যদি ঠিক না থাকে তাহলে পড়তে খুব বিরক্ত লাগে।

ami apnader pora ta ka eassy korar jonno onek photo add korci tata bojar kosto hobar khotha na.tar por o say sorry

যেহেতু এটা রকিবুল ভাই এর প্রথম টিউন তাই আপনারা একটু কষ্ট করে পরেন। কারন উনি যদি টাইপ করতে জানতো তাহলে আপনাদের কে হয়তো কষ্ট দিত না।উনি সবে একটা টিউন করসে।আস্তে আস্তে ভালো ভাবে টিউন করা শিখবে। তখন আশা করি আর কষ্ট হবে না। এত টুকু কন্সিডার আপনারা করেন।উনাকে উতশাহ দিন যাতে উনি আর আর ও ভালো টিউন করতে পারে। আমি মনেকরি প্রথম হিসেবে এর চেয়ে বেস্ট টিউন আর হয় না।

hmmm….. Anek kisu jante parlam

প্রথম টিউন এ চমৎকার হয়েছে তবে আগামীতে গুগল ট্রান্সলেটরের মাধ্যমে ট্রান্সলেট যতটা সম্ভব পরিহার করে নিজের ভাষায় গুছিয়ে লিখলে বোধ হয় টিউনটির সৌন্দর্য অক্ষুন্ন থাকবে। অনেক ধন্যবাদ।

Level 0

khobi……..valo